TMC Rift In Malda: মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতিবাজের পোস্টার
TMC Rift In Malda: মালদায় লোকসভায় ভোটের ফলাফল প্রকাশের পর থেকে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতিবাজের পোস্টার পড়ায় তা আরও প্রকট হল।
করুণাময় সিংহ, মালদা: লোকসভা ভোটের ফল প্রকাশের (Loksabha Elections 2024 Results) পর দেখা যায় মালদার (Malda) দুই কেন্দ্রই ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রসের (TMC)। এর জেরে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ধরনের সমালোচনামূলক পোস্ট করছেন দলের কর্মীরা। জেলার অন্যান্য শীর্ষ নেতা-নেত্রীরা মুখ খুলেতে ছাড়েননি জেলা চেয়ারম্যান ও সভাপতির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে কয়েকদিন ধরে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এর রেশ কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতিপুরে অবস্থিত তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পড়ল জেলা সভাপতির বিরুদ্ধে। শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য দেখা দেয় মালতিপুর এলাকায়। রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতিপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। সেই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় মালতীপুর বিধানসভা এলাকাজুড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুণ্ডু বলেন, "লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রে আমাদের ফল খারাপ হয়েছে এটা সত্যি। এই নিয়ে কে কী কোথায় করছে সেই বিষয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়। তবে আমাদের দলের এটা অভ্যন্তরের ব্যাপার। দলের মধ্যেই আমরা আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেব।"
এই ঘটনা জানাজানি হওয়ার পর দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, তৃণমূলের গোষ্ঠীকোন্দল সর্বত্র। এবার তৃণমূলের জেলা সভাপতি নামে পোস্টার পড়ল। সেখানে তৃণমূলের এক অংশ সভাপতিকে মানছে না। এই কালচার মালদা জেলাজুড়েই চলছে।
সিপিএমের রাজ্য কমিটি সদস্য জামিল ফিরদৌস জানান, আজকে তৃণমূলের মধ্যে যাঁরা ভালো। তাঁরাই আজকে এই সমস্ত দুর্নীতিবাজ চাকরিচোর বিরুদ্ধে লড়াই করছে, পোস্টার দিচ্ছে। তৃণমূলের রাজ্য স্তর থেকে তৃণমূলের বুথ স্তর পর্যন্ত সব ক্ষেত্রেই চুরি হচ্ছে। আজকের তারই প্রমাণ জেলা সভাপতি নামে পোস্টার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Murshidabad Post Poll Violence: মাঝ মাঠে বাইক থামিয়ে পরপর গুলি, প্রাণ গেল তৃণমূল কর্মীর