Suvendu Attacks Mamata: "৪০ লাখ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল", মমতাকে পাল্টা জবাব শুভেন্দুর
Suvendu Attacks Mamata: ডায়মন্ডহারবার মডেল তৃণমূল ৪০ লাখ ছাপ্পা ভোটে জিতেছে বলে শনিবার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুঠের যে অভিযোগ করেছেন তার পাল্টা জবাব দেন তিনি।
কলকাতা: শনিবার তৃণমূল (TMC) সংসদীয় দলের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, কমিশনের সাহায্যে রাজ্যে বেশ কয়েকটি আসনে ভোট লুঠ করে জিতেছে বিজেপি (BJP)। না হলে ঘাসফুল শিবিরের আসন আরও বাড়ত। কারও নাম না করে এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari)। ৪০ লক্ষ ছাপ্পা ভোটের জন্যই তৃণমূলের আসন বেড়েছে বলে কটাক্ষ করেন তিনি।
রাজনৈতিক সংঘর্ষের কারণে মৃত নন্দীগ্রামের বিজেপি কর্মীর বাড়িতে শনিবার গেছিলেন শুভেন্দু। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে লোকসভা ভোটের ফলাফলের পর প্রথম মুখ খুললেন তিনি। আর খুলেই পাল্টা ছাপ্পা ভোটে জেতার অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। এপ্রসঙ্গ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, "ওনার কথা কী মূল্য আছে। ভোটের রেজাল্ট বেরোনোর দু ঘণ্টা পরেই উনি বলেছিলেন আমরা সরকার গঠন করব। তারপর কী হল? ওরা শুধু ডায়মন্ডহারবারেই ছাপ্পা মেরেছে ১০ লক্ষ। আর কেশপুরে এক লক্ষ ৩০ হাজার। এবারের লোকসভা ভোটে আমরা দু কোটি ৩৫ লক্ষ ভোট পেয়েছি। সেখানে ওরা পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষ। ফারাক ৪০ লাখের। আমরা যা পেয়েছি গণদেবতা ও জনতা-জনার্দনের আশীর্বাদ। ১২টার জায়গায় ২১টা হলে সবাই খুশি হত। আমিও বলেছিলাম আমাদের অন্তত ২০ থেকে ২১টা আসন হবে। কিন্তু, তা হয়নি তৃণমূলের ছাপ্পা ভোটের জন্য। তবে আমার জেলায় তৃণমূল সাফ হয়ে গেছে। ১৬ টা বিধানসভার মধ্যে ১৫টা আমরা জিতেছি।"
মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি নাম না করে দিলীপ ঘোষের সমালোচনারও শনিবার জবাব দেন শুভেন্দু। বলেন, "যাঁরা এখন বড় বড় পোস্ট করছেন তাঁরা মনে হয় অতীতটা জানেন না। ২০১৯ সালে আইপ্যাক বা লক্ষ্মীর ভাণ্ডার ছিল না। মুসলিমদের ভুল বোঝানোর জন্য এনআরসি বা সিএএ ছিল না।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।