Loksabha Elections Results 2024: গান্ধীনগরে সাত লক্ষের বেশি ভোটে এগিয়ে অমিত শাহ
Loksabha Elections Results 2024: গান্ধীনগর লোকসভা কেন্দ্রে সাত লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমিত শাহ। এখনও পর্যন্ত ১০ লক্ষ ভোট পেয়েছেন তিনি।
গান্ধীনগর: গুজরাটের গান্ধীনগর (Gandhinagar) লোকসভা কেন্দ্রে ৭ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সোনাল প্যাটেল।
পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাতে গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির শক্তিশালী ও বর্ষীয়ান নেতা অমিত শাহ নতুন রেকর্ড গড়ে জয়ী হতে চলেছেন। তাঁর থেকে সাত লক্ষের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল।
গুজরাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হল গান্ধীনগর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন থেকে লড়াই করার ফলে আসনটির গুরুত্ব আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখানে দীর্ঘদিনের বিজেপি সাংসদ অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল দলের সাংসদ সোনাল প্যাটলকে। পয়লা জুন শেষ দফার ভোটগ্রহণ হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থার এক্সিট পোলে দেখানো হয়েছিল গান্ধীনগরে বিপুল মার্জিন জয়ী হবে অমিত শাহ। পাশাপাশি গুজরাটেও বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করেছিল বিভিন্ন সংস্থার এক্সিট পোল। সেই সমীক্ষাকে মিলিয়ে দিয়ে বিকেল পর্যন্ত কংগ্রেসের সোনাল প্যাটেল অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে।
প্রসঙ্গত উল্লেখ্য, সংসদের সদস্য হওয়ার আগে এই গান্ধীনগর বিধানসভা থেকেই বিধায়ক হিসেবে দায়িত্ব সামলে ছিলেন তিনি। তারপর তিনি গান্ধীনগর লোকসভা নির্বাচন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেশে বিজেপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ বলেছিলেন, এবারও লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ বানানোর লক্ষ্যেই মানুষ তাঁকে প্রধানমন্ত্রী করবেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার যে ভুলগুলি করেছিল তা শোধরাতেই প্রথম দুটি দফার মেয়াদকাল চলে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাই এবার ক্ষমতা এলে উন্নয়নের বেশি জোর দেবেন প্রধানমন্ত্রী। দলীয় কর্মীদের অনুপ্রাণিত করার জন্য তিনি আরও বলেন, আমি যখনই তাঁদের থেকে ভোট চাই তখনও আমাকে আর্শীবাদ করেন গান্ধীনগরের মানুষ।
নির্বাচন সূত্রে খবর, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ লক্ষ ভোট পেয়েছেন। আর কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল পেয়েছেন ২ লক্ষ ভোট।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Lok Sabha election result 2024: তমলুক কেন্দ্র থেকে জয়ী BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়