Mamata Banerjee: ‘জিনিসপত্র মহার্ঘ্য, কিন্তু আপনার দাম পড়ে গিয়েছে মোদিবাবু’, নির্বাচনী সভায় মমতা
Mamata on Modi: শনিবার শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে প্রচারে যান মমতা।
কুলটি: প্রকাশ্য সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ মোদি এবং বিজেপি-র লক্ষ্যই হল এই দেশ, দেশের মানুষ এবং মানুষের রোটি-কপড়া-মকানের অধিকার বিক্রি করে দেওয়া। জীবনদায়ী ওষুধ থেকে রান্নার গ্যাস, রোজকার পণ্য, দেদার সবকিছুর দাম বাড়িয়ে চললেও, মোদির দাম পড়ে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন মমতা। (Mmata on Modi)
শনিবার শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে প্রচারে যান মমতা। সেখানেই মোদিকে তীব্র আক্রমণ করেন। মমতা দাবি করেন, তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভে এসেছিলেন মন্ত্রী থাকার সময়। ওয়াগন, কোচ তৈরির অর্ডার দিয়েছিলেন। কিন্তু আজ রেল বিভাগটিকেই তুলে দিয়েছে কেন্দ্র। রেলের কোনও বাজেট নেই, অর্ডার নেই। ১১টি কয়লা খনি যেমন বিক্রি করা হয়েছে, তেমনই রেলও বিক্রি হয়ে যাবে বলে এদিন দাবি করেন মমতা।
মোদিকে নিশানা করে মমতা বলেন, "নীরবে সব ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। রক্তচাপ, সুগার, হার্টের ওষুধের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, আলু-পটল, সব জিনিস আকাশছোঁয়া। কিন্তু মোদিবাবু! আপনার দাম তো কমে গিয়েছে! আপনাকে মানুষ পছন্দ করছেন না। কেন এত মিথ্যে কথা বলেন আপনি, কেন এত অত্যাচার চালান গিরবের উপর?"
আরও পড়ুন: Mamata Banerjee Injury : ভোটপ্রচারে গিয়ে ফের বিপত্তি, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী
বিনামূল্যের রেশন প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন আজকের নয়। সেই নিয়েও এদিন কেন্দ্রকে, মোদিকে নিশানা করেন মমতা। তিনি জানান, জিএসটি বাবদ কেন্দ্র বাংলা থেকে ৬ লক্ষ ৮০ হাজার কোটি টাকা নিয়ে যায়। বাংলাকে প্রাপ্য ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দেয়নি এখনও। নিয়ম ছিল, রেশনের জন্য রাজ্যকে ৯ হাজার কোটি টাকা দিতে হবে। কেন্দ্র দেবে ৭ হাজার কোটি। কিন্তু গত দু'বছরে কেন্দ্র কোনও টাকা দেয়নি। পুরো টাকাই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে মিটিয়েছে। তাই বিনা পয়সার রেশন পাচ্ছেন সকলে।
মোদি রেশ নিয়েও মিথ্যে দাবি করছেন বলে এদিন অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, "শুধু মিথ্যে কথা বলে। এত মিথ্যেবাদী, এত জুমলাবাজ প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি। খালি বাংলাকে বদনাম করে। দেশটাকে বিক্রি করে দিতে চায়। শ্রমিকের মজুরি কেড়ে নেয়। সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধি এনেছে। আপনাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়াই ওদের লক্ষ্য, দেশ বাঁচানো নয়। ওরা ধর্ম বিক্রি করে, জাত বিক্রি করে, মানুষ বিক্রি করে।" কেন্দ্র প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয় না, দেশের মধ্যে বাংলাই একমাত্র পেনশন দেয় বলেও এদিন জানান মমতা। ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি মোদি রক্ষা করেননি বলেও এদিন ফের স্মরণ করিয়ে দেন মমতা।