![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Narendra Modi News : এই সপ্তাহে আবার রাজ্যে মোদি, ৩ কেন্দ্রে সভা, আপনার কেন্দ্রও আছে তালিকায়?
Loksabha Election Campaign : তৃতীয় দফা ভোটের আগে ৩ মে অষ্টমবার বঙ্গ সফরে আসছেন মোদি। কোথায় কোথায় সভা?
![Narendra Modi News : এই সপ্তাহে আবার রাজ্যে মোদি, ৩ কেন্দ্রে সভা, আপনার কেন্দ্রও আছে তালিকায়? Narendra Modi West Bengal Visit this week Loksabha Election Campaign three Public Meeting Sceduled In Krishna Nagar Bardhaman Bolpur know the date Narendra Modi News : এই সপ্তাহে আবার রাজ্যে মোদি, ৩ কেন্দ্রে সভা, আপনার কেন্দ্রও আছে তালিকায়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/29/84a84ced72466ddef83d9df4a3e16e80171437209962253_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিবাশিস মৌলিক, কলকাতা : ফের বঙ্গে (West Bengal) প্রচারে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) । আগামী ৩ মে কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে জনসভা করার কথা নরেন্দ্র মোদির। এর আগে গত ২৬ এপ্রিল মালদায় (Malda) সভা করেছিলেন নরেন্দ্র মোদি । নিয়োগ দুর্নীতি নিয়ে সেদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী।
লোকসভা ভোটের আগে মার্চ-এপ্রিল মিলিয়ে ৭ বার বাংলায় এলেন প্রধানমন্ত্রী। ৯টি সভা করে ফেলেছেন ইতিমধ্যেই। এবার তৃতীয় দফা ভোটের আগে ৩ মে অষ্টমবার বঙ্গ সফরে আসছেন মোদি। শুক্রবার তাঁর ৩টি সভা করার কথা রয়েছে। কৃ্ষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়, বর্ধমান-পূর্বের প্রার্থী অসীম সরকার এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সাত দফার মধ্যে সবে দুই দফার ভোট শেষ হয়েছে শুক্রবার। কিন্তু ইতিমধ্যেই প্রথম দফায় কে এগিয়ে রইল, আর কে পিছিয়ে পড়ল তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। এরই ম্ধ্যে শাসক-বিরোধীর আক্রমণ-প্রতি আক্রমণে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। বাংলায় ভোট প্রচারে এখন বিজেপির হেভিওয়েটের কাছে হেভিওয়েট শব্দ একটাই, মোদির গ্যারান্টি।
আরও পড়ুন : হু হু করে ঢুকবে জলীয় বাষ্প, বৃষ্টি অনিবার্য, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
শুক্রবারই রাজ্যের প্রচারপর্ব সেরে ফিরেছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের মধ্যে বঙ্গে প্রচারে এসে শুক্রবার কাটমানি, তোলাবাজি, লুঠের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের প্রচারে রাজ্যে এসে এসএসসি'র চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি।
তবে কেবল প্রচারে নয়, পরের জন্মে বাংলাতেই জন্ম নিতে চান, 'মালদার জনসভা থেকে বঙ্গবাসীর জন্য বার্তা দিয়েছিলেন তিনি। মোদি বলেন, আপনাদের এই উৎসাহ, উদ্দীপনা, আপনাদের এই ভালবাসা আমি আমার মাথায় রাখি। আপনারা এত ভালবাসা দিচ্ছেন, এত ভালবাসা দিচ্ছেন, মনে হচ্ছে যে, হয়তো আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম বা পরের জন্মে বাংলার কোনও মায়ের কোলে আমি জন্মগ্রহণ করব। হয়তো এতটা ভালোবাসা আমি আগে কখনও পাইনি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)