Panchayat Election 2023 : ৩৩ দিনে বাংলায় ভোট-হিংসার বলি ৪০
আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে 'গুলি-বোমা' আরও খবর
LIVE
Background
পুনর্নির্বাচনের আগেই সন্ত্রাস : আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন ( Repoll )। দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। ভয়ে কেঁদে ফেললেন প্রার্থী। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
দিল্লিতে সন্ত্রাস-রিপোর্ট ? : পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll 2023 ) অশান্তির পর হঠাৎ দিল্লিতে রাজ্যপাল। সন্ত্রাস নিয়ে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে, খবর সূত্রের।
'ভোট-সন্ত্রাসে লজ্জিত' : পঞ্চায়েত ভোটে সন্ত্রাস বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক।
'সন্ত্রাসের নিন্দা করছি' : পঞ্চায়েতে ভোট সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেসের সভাপতি খাড়গে। (বাইটঃ সন্ত্রাসের নিন্দা করছি, অবাধ ও স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত, অবাধ নির্বাচন না হলে গণতন্ত্র থাকবে না)
'তালিকা দেয়নি কমিশন' : যেখানে বাহিনী সেখানে মৃত্যু হয়নি। দু-এক জায়গায় শূন্যে গুলি, স্টান গ্রেনেড ব্যবহার। স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি কমিশন। বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির।
'বাহিনী মোতায়েনে-সমঝোতা' : দিল্লির সঙ্গে মমতার সমঝোতা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিজেপির প্রতিবাদ করা উচিত। বিস্ফোরক অধীর। বাহিনীকে বসিয়ে রেখে চা খাওয়ানো হয়েছে। দাবি দিলীপের।
সিবিআই চায় পরিবার : দিনহাটায় মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে গিয়ে খুন ছেলে। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে, সিবিআই চায় পরিবার।
রণক্ষেত্র চাকুলিয়া : পঞ্চায়েতে নির্বাচনে লুঠ, ভোট দিতে না পারার অভিযোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পরপর গাড়ি ভাঙচুর-আগুন বিরোধীদের।
স্ট্রং রুমের সামনে ধর্না : ভোটে কারচুপি, স্ট্রং রুমে ব্যালট বাক্স না থাকার অভিযোগ। মালদার গাজোলে প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল।
Panchayat Election Live :পুনর্নির্বাচনেও অশান্তি দিনহাটায়
পুনর্নির্বাচনেও অশান্তি দিনহাটায়। কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলার অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন প্রার্থী।
Panchayat Poll News: খাটের নীচে পুলিশ
নদিয়ায় খাটের নীচে লুকিয়ে একজনের রক্ষা। রেহাই পেলেন না সঙ্গী কনস্টেবল।নেপথ্যে বাম-বিজেপি, দাবি তৃণমূলের। ছাপ্পার জেরে জনরোষ, পাল্টা সিপিএম।
Panchayat Election Live : রাস্তায় ফেলে উর্দিধারীকে বেধড়ক মার
ভোটার থেকে পুলিশ, ভোট সন্ত্রাসের হাত থেকে কারও নেই রেহাই! নদিয়ার গাংনাপুরে বুথের সামনেই রাস্তায় ফেলে উর্দিধারীকে বেধড়ক মার।
Panchayat Poll News:আঠেরোর সন্ত্রাসকে ছাপিয়ে গেল তেইশ
আঠেরোর সন্ত্রাসকে ছাপিয়ে গেল তেইশ। ভোটের দিন কৃষ্ণনগরে আক্রান্ত সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। রানিনগর, রঘুনাথগঞ্জে মৃত্যু জখম তৃণমূল কর্মীর।
Panchayat Election Live : আইসি-কে হুঁশিয়ারি কুণাল ঘোষের
তমলুক টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিকে রাস্তায় ফেলে মার। প্রতিবাদে তমলুক থানার সামনে বিক্ষোভ তৃণমূলের, আইসি-কে হুঁশিয়ারি কুণাল ঘোষের