এক্সপ্লোর
Panchayat Election 2023 : মোমবাতির আলোয় পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট সিপিএমের !
ভোট সংক্রান্ত সব খবরের জন্য নজর রাখুন এই লিঙ্কে ।
Key Events

Panchayat Poll 2023 Live : পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৭ দিনে ১৬ জনের প্রাণহানি
Background
কলকাতা : শনিবার পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) । এরই মধ্যে ভোট পূর্ববর্তী হিংসায় মৃত্যু হয়েছে বিভিন্ন দলের কর্মীদের। পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৭ দিনে ১৬ জনের প্রাণহানি।
- ৯ই জুন, মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে কংগ্রেস।
- এরপর, ১৫ই জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা ও ২ তৃণমূল কর্মী রশিদ মোল্লা ও রাজু নস্কর।
- ওইদিনই, মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।
- ১৭ জুন, কোচবিহারের দিনহাটায়, বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করা হয়।
- ওইদিনই মালদার সুজাপুরে পিটিয়ে মারা হয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোস্তাফা শেখকে।
- ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে গুলি চলে। গুলিবিদ্ধ হন ২১ বছরের সিপিএম কর্মী মনসুর আলম। ২১ জুন তাঁর মৃত্যু হয়।
- পরের দিন ২২ জুন, পুরুলিয়ায় রেলশহর আদ্রায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে।
- ২৪ জুন, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষ্কৃতী আলিম বিশ্বাসের।
- ২৭ জুন, কোচবিহারের দিনহাটার গীতালদহে বাংলাদেশ সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী বাবু হকের।
- ১ জুলাই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামে গুলি করে খুন করা হয় যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লাকে। পঞ্চায়েতের টিকিট নিয়ে তৃণমূল ও যুব তৃণমূলের কোন্দলে খুন বলে অভিযোগ ওঠে।
- ৩ জুলাই, ভোরে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী পরিতোষ মণ্ডলের।
- ৪ জুলাই, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গাঙাটি গ্রামে বোমার আঘাতে মৃত্যু হয় ১৭ বছরের তৃণমূল সমর্থক ইমরান হোসেনের। আইএসএফ ও সিপিএম সমর্থিত নির্দলদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে।
- ৫ জুলাই, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষ্কৃতী কামাল শেখের।
- ৫ জুলাই, বীরভূমের মহম্মদবাজারে নির্দল প্রার্থীর স্বামী ও বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
23:33 PM (IST) • 08 Jul 2023
Panchayat Election 2023:রক্তপাত, ভোট লুঠ, ব্যালট বাক্সে আগুন---একনজরে ২০২৩-র পঞ্চায়েত ভোট
Events On The Polling Day: শুক্রবার রাত থেকে এখনও পর্যন্ত রাজ্যে প্রাণহানির সংখ্য়া ১৬। দেদার ছাপ্পা ভোট, ব্যালট বাক্স নষ্ট ও চুরির অভিযোগ দিকে দিকে। কী ঘটল দিনভর? একনজরে ফিরে দেখা., Read More
23:04 PM (IST) • 08 Jul 2023
Panchayat Election 2023 : মোমবাতির আলোয় পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট সিপিএমের !
Rigging Allegation : পঞ্চায়েত ভোট ! নাকি ছাপ্পা ভোট ? এই ছবি, দেখলে সে প্রশ্ন উঠতে বাধ্য ! Read More
Load More
Tags :
Electionsবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update





















