এক্সপ্লোর
Advertisement
এখন তো স্বামীর থেকেও আমার নাম বেশিবার উল্লেখ করেন প্রিয়ঙ্কা: স্মৃতি ইরানি
দাদার জন্য প্রচার চালানোর জন্য কংগ্রেসনেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকেও একহাত নিয়েছেন ইরানি। তিনি বলেছেন, ‘রাহুল গাঁধীর প্রচারের জন্য বোনকে দরকার পড়ছে, এটা খুবই লজ্জাজনক। আমার হয়ে প্রচারের জন্য আমার পরিবারের কিন্তু কেউ নেই এখানে’।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় উত্তরপ্রদেশের অমেঠি আসনে ভোট গ্রহণ চলছে। এরইমধ্যে ওই আসনের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি কটাক্ষ করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা কংগ্রেস প্রার্থী রাহুল গাঁধীকে। তিনি বলেছেন, ‘অমেঠির মানুষ একজন কঠোর পরিশ্রমী সাধারণ মানুষ ও অকাজের যুবরাজের ফারাকটা বুঝতে পেরেছেন’।
দাদার জন্য প্রচার চালানোর জন্য কংগ্রেসনেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকেও একহাত নিয়েছেন ইরানি। তিনি বলেছেন, ‘রাহুল গাঁধীর প্রচারের জন্য বোনকে দরকার পড়ছে, এটা খুবই লজ্জাজনক। আমার হয়ে প্রচারের জন্য আমার পরিবারের কিন্তু কেউ নেই এখানে’।
যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ভোজপুরী অভিনেতা তথা নেতা নিরাহুয়া অমেঠিতে স্মৃতির হয়ে প্রচার করেছেন।
ইরানি প্রিয়ঙ্কাকে কটাক্ষ করে বলেছেন, ‘পাঁচ বছর আগেও তিনি আমার নাম জানতেন না।আর এখন বারবারই আমার নাম তাঁর মুখে শোনা যায়। এখন তো তিনি তাঁর স্বামীর থেকে আমার নামই বেশি করে বলেন’।
অমেঠির একটি হাসপাতালে আয়ুষ্মাণ কার্ড সংক্রান্ত অভিযোগ ফের করেছেন ইরানি। তিনি বলেছেন, অমেঠিতে যে হাসপাতালের ট্রাস্টি রাহুল গাঁধী, সেই হাসপাতাল চিকিত্সা করতে রাজি না হওয়ায় এক ব্যক্তির মৃত্যু হল। কারণ, তাঁর কাছে আয়ুষ্মাণ ভারত কার্ড ছিল।
ইরানির অভিযোগ, ‘ওই পরিবার এমনই নির্দয় যে তাঁদের রাজনীতির জন্য তাঁরা এক নিরীহকে মেরে ফেলতেও প্রস্তুত’।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement