‘ন্যায়’ প্রকল্প রাহুলের ‘মাস্টারস্ট্রোক’, কংগ্রেসে যাচ্ছেন শত্রুঘ্ন?
নয়াদিল্লি: রাহুল গাঁধীর ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা তথা বিজেপির ‘বিক্ষুব্ধ’ সাংসদ শত্রুঘ্ন সিংহ। রাজনৈতিক মহলে জোর জল্পনা, আগামী কয়েকদিনের মধ্যেই গেরুয়া শিবির ছেড়ে ‘বিহারীবাবুর’ কংগ্রেসে যোগ দেওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। এ-ও শোনা যাচ্ছে, শত্রুঘ্নকে তাঁর নিজের আসন পটনা সাহিব থেকেই প্রার্থী করতে পারে কংগ্রেস। তার আগে, অভিনেতা-সাংসদের মুখে কংগ্রেস সভাপতির প্রশংসা ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। এদিন রাহুলকে ‘মাস্টার অফ সিচুয়েশন’ বা ‘পরিস্থিতি বিশারদ’ হিসেবে উল্লেখ করেন শত্রুঘ্ন। একইসঙ্গে রাহুলের প্রস্তাবিত ন্যূনতম আয় প্রকল্প (ন্যায়)-কে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে তুলে ধরেন। পাশাপাশি, এই প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করার জন্য বিজেপির তীব্র সমালোচনা করেন পটনা সাহিব থেকে দুবারের সাংসদ। টুইটারে শত্রুঘ্ন লেখেন, ন্যায় প্রকল্প ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিয়েছেন মাস্টার অফ সিচুয়েশন রাহুল। এই ঘোষণা মানুষকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে, আমাদের কিছু জনপ্রিয় নেতাকে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে গোটা বিষয়টিকে ভাঁওতা বলছেন। শত্রুঘ্ন জানান, তিনি বিজেপি নেতাদের থেকে একটা বিষয় জানতে চান। তা হল, যখন প্রত্যেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার ‘বাগড়ম্বর’, কৃষকদের ঋণ-মকুব ও ভর্তুকি এবং যুবাদের ২ কোটি চাকরির ঘোষণা করে চলছিল, সেটা কি ঠিক ছিল? বিজেপিকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘আপনারা করলে রাসলীলা, অন্যরা করলে চরিত্র ঢিলা!’ এখানেই থেমে না থেকে তিনি বলেন, কংগ্রেসের এই ঘোষণায় মানুষ দারুন উৎসাহিত। সম্প্রতি, তিন রাজ্যে কৃষিঋণ মকুব করা হয়েছে বলেও জানানা শত্রুঘ্ন। বলেন, প্রতিশ্রুতি মতো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কৃষিঋণ মকুব করা হয়েছে।