WB Election 2021: এবার কি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে শিশির ও দিব্যেন্দু?
২৪ মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সভামঞ্চে উপস্থিত থাকবেন শিশির, বিজেপি সূত্রে এমনই খবর।
কলকাতা: এবার কি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী? ২৪ মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সভামঞ্চে উপস্থিত থাকবেন শিশির, দিব্যেন্দু, বিজেপি সূত্রে এমনই খবর। শুভেন্দু অধিকারী-সহ পূর্ব মেদিনীপুর জেলার প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মোদি। বিজেপি সূত্রে খবর, ওই সভাতেই যোগ দিতে পারেন শিশির-দিব্যেন্দু।
গতকালই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় গিয়েছিলেন কাঁথির শান্তিকুঞ্জে, অধিকারী বাড়িতে। এই বাড়িই এখন রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। তাঁর ভাই সৌমেন্দুও বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু দাবি করেছিলেন যে, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে। এরপর তাঁর ভাই সৌমেন্দু বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখনও শিশির ও তমলুকের সাংসদ আনুষ্ঠানিকভাবে তৃণমূলেই রয়েছেন।
ভবানীপুরের বদলে এবার রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর প্রতিপক্ষ একদা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী। লড়াইয়ে রয়েছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।
ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামে ভোটের আগেই তৃণমূল আর বিজেপির তরজা ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই প্রেক্ষাপটে গতকাল বিস্ফোরক দাবি করেছিলেন শিশির অধিকারী।
শনিবার কাঁথির শান্তিকুঞ্জে গিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।মধ্যাহ্নভোজের ফাঁকেই কাঁথির তৃণমূল সাংসদের কাছে, মমতার প্রসঙ্গ তোলেন লকেট।আর তখনই দু’জনের কথোপকথনে চাঞ্চল্যকর দাবি করলেন পোড় খাওয়া রাজনীতিক।মমতার নাম না করে বলেন, শুভেন্দুকে শেষ করাই লক্ষ্যেই তিনি দাঁড়িয়েছেন নন্দীগ্রামে।
বিজেপি সাংসদ যখন অধিকারী বাড়িতে তখন শুভেন্দু না থাকলেও, ছিলেন দিব্যেন্দু-সৌমেন্দু।শিবির বদলে এবার বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকে লড়াইয়ে শুভেন্দু অধিকারী। তাঁর ছোট ভাই সৌমেন্দুও বিজেপিতে।
যদিও শিশিরের সঙ্গে এখনও তৃণমূলেই রয়েছেন তমলুকের সাংসদ তথা অধিকারী পরিবারের সেজ ছেলে দিব্যেন্দু অধিকারী।এই প্রেক্ষাপটে শিশিরের বাড়িতে লকেটের যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে।লকেট বলেছেন, ছেলের পাশে থাকবেন বলেছেন বাবা, শিশিরবাবুর মতো মানুষের খুব দরকার, ভূমিপুত্রই জিতবে, মেদিনীপুর মানেই অধিকারী পরিবার, এখানে আসব আর শান্তিকুঞ্জে আসব না তা হতে পারে না।
গোটা ঘটনা সামনে আসতেই দলের সাংসদকে আক্রমণ শানায় তৃণমূল। সৌগত রায় বলেন, উনি এখন অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছেন, উনি এখন ঘরেই থাকুন।
যদিও লকেটের সঙ্গে কথোপথন নিয়ে বিতর্ক দানা বাঁধলেও, একে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ।১ এপ্রিল ভোটগ্রহণ নন্দীগ্রামে।
এখন ভোটের আগে শিশির ও দিব্যন্দু বিজেপিতে যোগ দেন কিনা, সেটাই এখন দেখার।