এক্সপ্লোর
Advertisement
র্যাপ ভিডিও প্রকাশ করে ভোটদানের আর্জি শাহরুখের, ‘ফ্যানটাস্টিক’, বললেন মোদি
গত মাসে ট্যুইট করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, রণবীর সিংহ, কর্ণ জোহরকে তরুণদের ভোটদানে উৎসাহ দেওয়ার আবেদন জানিয়েছিলেন মোদি। সেই আবেদনেই সাড়া দিলেন শাহরুখ।
মুম্বই: সাধারণ মানুষকে ভোটদানের বিষয়ে উৎসাহিত করার জন্য একটি র্যাপ ভিডিও প্রকাশ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। এক মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওতে শাহরুখ বলেছেন, ‘ভোটদান গণতন্ত্রের প্রাণভোমরা। তাই সবারই ভোট দেওয়া উচিত।’ ট্যুইটারে এই ভিডিওর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ফ্যানটাস্টিক এফোর্ট শাহরুখ খান। আমি নিশ্চিত, ভারতের মানুষ, বিশেষ করে যাঁরা প্রথমবার ভোট দিতে চলেছেন, তাঁরা আপনার আর্জি শুনে দলে দলে ভোট দিতে যাবেন।’
Fantastic effort, @iamsrk!
I am sure the people of India, especially first time voters will pay heed to your appeal and come out to vote in large numbers https://t.co/y2OLgrwOOS
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 22, 2019
ট্যুইটারে এই র্যাপ ভিডিও পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৃজনশীলতার কথা বলেছিলেন। এই ভিডিও বানাতে আমার একটু দেরি হয়ে গেল। আপনারা ভোট দিতে দেরি করবেন না। ভোট দেওয়া শুধু আমাদের অধিকারই না, এটা শক্তিও বটে। দয়া করে এটা ব্যবহার করুন।’
গত মাসে ট্যুইট করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, রণবীর সিংহ, কর্ণ জোহরকে তরুণদের ভোটদানে উৎসাহ দেওয়ার আবেদন জানিয়েছিলেন মোদি। সেই আবেদনেই সাড়া দিলেন শাহরুখ।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement