WB Election 2021: বোমাবাজির অভিযোগ, ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
গোপদিঘি গ্রামে বোমাবাজি। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোটের আগে ফের উত্তপ্ত নানুর। গোপদিঘি গ্রামে বোমাবাজি। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে আহত হন এক মহিলা বিজেপি সমর্থক। গেরুয়া শিবিরের দাবি, রবিবার এই এলাকায় তাদের সভা হওয়ার কথা। অভিযোগ, সেই সভা বানচাল করতে গতকাল রাতে গ্রামে বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চলে বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতে প্রচার চলাকালীন তাদের কর্মীদের উপর বোমা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানুর থানার পুলিশ।
এর আগে বুধবার বীরভূমের নানুরে বিজেপির স্থানীয় নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। হাসানে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে হামলা। বুধবার রাতের দুটি ঘটনাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দু’টি অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। বেলুডির বিজেপির বুথ সভাপতি রাম হাজরা জানান, ‘‘বলেছিল, পাঁচ মিনিট লাগবে উড়িয়ে দিতে। তারপরই আমার বাড়িতে বোমাবাজি হয়।’’
বীরভূমের নানুরের বেলুডি গ্রামের বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বুধবার রাতে বোমাবাজি। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। নানুরের বেলুড়ি গ্রামের এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। বেলুডির বিজেপির বুথ সভাপতি রাম হাজরা জানান, ‘‘আমাকে বলেছিল, বিজপি করা যাবে না। গতকাল মিটিং করে। বলেছিল, পাঁচ মিনিট লাগবে উড়িয়ে দিতে। তারপর রাতেই বোমাবাজি হয়।’’
রাতেই নানুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার সকালে বিজেপির বুথ সভাপতির বাড়িতে যান নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা। যদিও বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নানুরের স্থানীয় তৃণমূল নেতা অশোক ঘোষ দাবি করেন, ‘‘ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ৷’’ বীরভূমেরই হাসান বিধানসভা কেন্দ্রের মাড়গ্রাম থানা এলাকার জোঘার গ্রামে বুধবার রাতে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে হামলা হয়। ছেঁড়া হয় পতাকা পোস্টার। আগামী ২৯ এপ্রিল, শেষদফায় বীরভূমে ভোট।