(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 Voting: হাড়োয়ায় বিজেপির প্রচার গাড়ি 'ভাঙচুর', চালককে 'মারধর', অভিযুক্ত তৃণমূল
মাসখানেক আগে খাস কলকাতার কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর করা হয়। সেক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনে বিজেপি
সমীরণ পাল, হাড়োয়া: হাড়োয়ায় বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর করে চালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। হামলার কথা অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
হাই ভোল্টেজ বিধানসভা ভোট শুরু গিয়েছে। জঙ্গলমহল সহ ৩০টি আসনে যখন ভোট গ্রহণ চলছে সেই সময় দক্ষিণবঙ্গে ফের প্রকাশ্যে এল রাজনৈতিক হিংসার ছবি।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় গেরুয়া শিবিরের প্রচার গাড়ির কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ছিঁড়ে ফেলা হল প্রচার গাড়িতে লাগানো ব্যানার ফেস্টুন ৷ মারধর করা হল গাড়ির চালককে।
ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শনিবার সকালে হাড়োয়া বিধানসভার পিয়াড়া এলাকা দিয়ে তাদের প্রচার গাড়ি যাওয়ার সময় ভাঙচুর চালানো হয়। চালককে মারধর করে টাকাপয়সা কেড়ে নেওয়া হয়।
হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা জানান, ‘‘আজকে সকালে প্রচার গাড়ি যাচ্ছিল তৃণমূলের গুণ্ডা মারধর করে ভাঙচুর করে। মানুষ জবাব দেবে।’’
তৃণমূলের হাড়োয়ার ব্লক সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ বলেন, ‘‘এটা তৃণমূলের কাজ নয়। আমাদের কেউ এর সঙ্গে যুক্ত নয়।’’
মাসখানেক আগে খাস কলকাতার কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর করা হয়। সেক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনে বিজেপি। এবার প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল হাড়োয়ায়।