Panchayat Poll 2023 Live:৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট
Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।
LIVE
Background
বোমা-বারুদের স্তূপে মুর্শিদাবাদ (Murshidabad)। সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী (Congress Worker)। তৃণমূল (TMC) বিধায়কের সামনে গুলি চালানোর অভিযোগ। হামলা চালিয়েছে কংগ্রেসই, পাল্টা তৃণমূল বিধায়ক।
ভোটের (Panchayat Election) বঙ্গে ঝরেই চলেছে রক্ত। ২৩ দিনে ১৩ মৃত্যু। বাসন্তীতে (Basanti) তৃণমূল-নির্দল সংঘর্ষে প্রাণ গেল যুব তৃণমূল কর্মীর।
কলকাতার ফেরার ট্রেন থেকেই বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা। কী সাহায্য দরকার ? জানতে চাইলেন রাজ্যপাল (Governor)। শান্তি চাই, দাবি পরিবারের।
পঞ্চায়েত ভোটের আগে এবার সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ। তীব্রতায় ভাঙল বাড়ির দেওয়াল, উদ্ধার বোমা।
তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র জলপাইগুড়ির মেটেলি।
পতাকা লাগানোকে কেন্দ্র করে চন্দ্রকোণায় আইএসএফ-তৃণমূল কংগ্রেস সংঘর্ষে ধুন্ধুমার।
ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল প্রার্থীকে খুনের চেষ্টা। হাতিশালায় মাথা ফাটল আইএসএফ কর্মীর (ISF Worker)। হাওড়ায় আক্রান্ত আইএসএফ প্রার্থী। বাসন্তীতে তৃণমূল নির্দল সংঘর্ষে আহত ৪।
ফের অশান্ত কোচবিহার। গীতালদহে তৃণমূল অঞ্চল সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। ভর্তি হাসপাতালে।
তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, ফের কড়া বার্তা অভিষেকের।
Panchayat Election 2023: ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট
৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়েই হচ্ছে রাজ্যে পঞ্চায়েত ভোট। এবারও কি বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী রাখবে না কমিশন? প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করেছে বিজেপি। কেন ভোটের ৪ দিন আগে পাঠানো হচ্ছে বাহিনী, প্রশ্ন তুলেছে সিপিএম।
Panchayat Election Live: আরও একবার অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
পঞ্চায়েত ভোটের মুখে অনুব্রতীন বীরভূমের সভায় ফোন মারফত বার্তা দেওয়ার সময় আরও একবার জেলবন্দি তৃণমূল নেতার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ প্রমাণ করতে পারেনি, ইচ্ছে করে আটকে রেখেছে। সুর চড়ালেন তৃণমূল নেত্রী। বিরোধীদের হারাতে দ্বন্দ্ব ভুলে দলীয় কর্মীদের একসঙ্গে কাজ করার বার্তাও দিলেন তিনি।
Panchayat Election 2023: রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল
রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি। সরেজমিনে সন্ত্রাস কবলিত এলাকায়, তৃণমূলের নিশানায় সিভি আনন্দ বোস। 'ভোট সংক্রান্ত কোনও বিষয়ে তদন্ত করতে পারেন না রাজ্যপাল', রাজ্যপালের ভূমিকাকে আইন বহির্ভূত বলে অভিযোগ তৃণমূলের।
Panchayat Election Live: ভোটের আগেই ১৫ জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ
দঃ ২৪ পরগনায় মাত্র ৮% স্পর্শকাতর বুথ! মুর্শিদাবাদে মাত্র ১০% স্পর্শকাতর বুথ! কোচবিহারের মাত্র ১৪% স্পর্শকাতর বুথ। ৬১ হাজার ৬৩৬টির মধ্যে স্পর্শকাতর মাত্র ৪ হাজার ৮৩৪টি বুথ। ভোটের আগেই ১৫জন খুনের পরেও মাত্র ৮% স্পর্শকাতর বুথ!
Panchayat Election 2023: ভোট লুঠ ঠেকাতে ফের দাওয়াই শুভেন্দু অধিকারীর
ভোট লুঠ ঠেকাতে ফের দাওয়াই শুভেন্দু অধিকারীর। 'চাকরি চুরির পর এবার ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। কমিশনকে সঙ্গে নিয়ে ভোট লুঠের ছক কষছে তৃণমূল কংগ্রেস, চারিদিকে ছাপা হচ্ছে নকল ব্যালট, সঙ্গে সঙ্গে থাকবেন। সেক্টর অফিস থেকে স্ট্রং রুম, দূরে-দূরে পাশে-পাশে থাকবেন। ভোটের পরে আরও ১৫দিন যেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে,' ধূপগুড়ির সভা থেকে দাবি শুভেন্দু অধিকারীর।