WB Election 2021: 'লড়াইয়ে না পেরে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি', অভিযোগ মমতার, 'হারের অজুহাত খুঁজছেন', কটাক্ষ দিলীপের
‘বাংলায় করোনাভাইরাস ছড়াচ্ছে বিজেপি। লড়াইয়ে না পেরে করোনা ছড়াচ্ছে বিজেপি। বহিরাগতদের এনে করোনা ছড়ানো হচ্ছে। বাংলায় কোভিড ছড়াবেন না প্রধানমন্ত্রী’। নদিয়ার নবদ্বীপে ভোটের প্রচার সভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবদ্বীপ ও কলকাতা: ‘বাংলায় করোনাভাইরাস ছড়াচ্ছে বিজেপি। লড়াইয়ে না পেরে করোনা ছড়াচ্ছে বিজেপি। বহিরাগতদের এনে করোনা ছড়ানো হচ্ছে। বাংলায় কোভিড ছড়াবেন না প্রধানমন্ত্রী’। নদিয়ার নবদ্বীপে ভোটের প্রচার সভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার প্যান্ডেল তৈরি করতে বাইরে থেকে অনেক লোকজন আনা হচ্ছে। তাঁরা করোনা ছড়িয়ে যাচ্ছেন। এ রাজ্যের বাসিন্দা যাঁরা নন, সেই সব বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।
তৃণমূল নেত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ভোটের প্রচারে আসতেই পারেন। কিন্তু তাঁর সভার প্যান্ডেল তৈরির জন্য বাইরে থেকে লোক আনা চলবে না।
নবদ্বীপের সভায় মমতা বলেছেন, পাঁচ-ছয় মাস কোভিড ছিল না। তখন বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার অনুমতি ছিলাম। কিন্তু রাজনীতি করে সেই অনুমতি দেননি প্রধানমন্ত্রী।
মমতার এই অভিযোগের জবাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, হারের অজুহাত খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এর আগে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেত্রী। এখন আবার কোভিডের জন্য বিজেপিকে দায়ী করছেন তিনি। আসলে হারের অজুহাত খুঁজছেন তৃণমূল নেত্রী। বহিরাগত এলে, তাঁর হাতে প্রশাসন রয়েছে, বকারা করোনা ছড়াচ্ছে , সেই বহিরাগতদের খুঁজে বের করে কমিশনে রিপোর্ট তো দিতেই পারেন।
প্রধানমন্ত্রীর প্যান্ডেল তৈরির জন্য বাইরের কোনও লোক আসছে না বলেও দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেছেন, এ রাজ্য়ের লোকজনই প্যান্ডেল তৈরি করছেন। এখানে কাজের সুযোগ নেই। তাই এখান থেকেই বরং বাইরের রাজ্যে প্যান্ডেল করতে যান লোকজন।
করোনাভাইরাসজনিত পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে সারা দেশে। পশ্চিমবঙ্গও এর ব্যতিক্রম নয়। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে আগামী শনিবার রাজ্যের চলতি বিধানসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের ভোট। করোনা আবহে ভোট ঘিরে আশঙ্কার মধ্যেই তুঙ্গে উঠল তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ।