WB Election 2021: ভোটের প্রচারে ঝাঁ চকচকে, বিলাসবহুল, হাইটেক গাড়ি দিলীপের
বিলাসবহুল প্রচার-গাড়ির বাইরে রয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, সিসি ক্যামেরা। এই গাড়িতে করেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে গাড়ির উদ্বোধন করেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি।
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ভোটের প্রচারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্য হাইটেক গাড়ি। আরামদায়ক সোফা থেকে টিভি, ফ্রিজ। এলিভেটেড প্ল্যাটফর্ম থেকে টয়লেট, কী নেই সেখানে! বিলাসবহুল গাড়ি নিয়ে বিজেপির ভোটপ্রচারকে কটাক্ষ করেছে তৃণমূল।
ঝাঁ চকচকে, হাইটেক, বিলাসবহুল গাড়িতে চড়েই নির্বাচনী প্রচার চালাবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গাড়ির গায়ে বাংলার চালচিত্র... মনীষীদের ছবি, বাংলার লোকায়ত সংস্কৃতির ক্যানভাস। শীতাতপ নিয়ন্ত্রিত এই বিলাসবহুল প্রচার-গাড়িতে রয়েছে আরামদায়ক সোফা, ফ্রিজ, টিভি ও টয়লেট। মোবাইল ভ্যানের ভিতরে রয়েছে এলিভেটেড প্ল্যাটফর্ম। তাতে চড়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে গাড়ির ছাদে। তাছাড়া গাড়ি-ছাদে রয়েছে মোবাইল ব্যালকনি।
সেখানে একাধিক নেতার দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। বিলাসবহুল প্রচার-গাড়ির বাইরে রয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, সিসি ক্যামেরা। এই গাড়িতে করেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে গাড়ির উদ্বোধন করেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি।
দিলীপ ঘোষ বলেন, সবাই প্রার্থী হলে প্রচার করবে কে? মোবাইল ভ্যানে করে প্রচারে যাবেন তিনি।
বিজেপির বিলাসবহুল গাড়ি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কয়েক মাস ধরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালিয়েছে বিজেপির বিলাসবহুল রথ....এবার রাজকীয় গাড়িতে প্রচারে দেখা যাবে দিলীপ ঘোষকে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা দেখা যায়। এর আগে খড়্গপুর সদর আসন থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ের পর বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এই আসনে এবার চলচ্চিত্র তারকা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে দল।
এদিন পঞ্চম থেকে অষ্টম দফার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই সূত্র মারফৎ জানা গিয়েছিল, দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন না। এদিন তিনি বললেন, সবাই প্রার্থী হলে প্রচার করবে কে?
উল্লেখ্য, আর কয়েকদিন পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে উঠেছে।