![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021:শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের
শীতলকুচির ঘটনায় মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিস দিল নির্বাচন কমিশন। আগামীকাল সকাল ১০টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
![WB Election 2021:শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের West Bengal Election 2021: Election Commission noticed to BJP Bengal chief Dilip Ghosh over statement on Sitalkuchi WB Election 2021:শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ কমিশনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/13/fe7be4f90bff3b10320e61801a213a8e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শীতলকুচির ঘটনায় মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিস দিল নির্বাচন কমিশন। আগামীকাল সকাল ১০টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে জবাব না দিলে একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই মুহূর্তে বহরমপুরে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেছেন, কমিশনের নোটিস এখনও হাতে পাননি। নোটিস দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তিনি।
উল্লেখ্য, রবিবার বরানগরের প্রচার সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়।কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে।১৭ তারিখও কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে।কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’
দিলীপ ঘোষ বলেছেন, সেন্ট্রাল ফোর্স হাতে বন্দুক নিয়ে ঘুরতে আসেনি। কেউ লাল চোখ দেখাতে পারবে না। কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের ওপর ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞার জেরে সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি।
সম্প্রতি তারকেশ্বরের সভা থেকে সংখ্যালঘু ভোট ভাগ না হওয়ার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করে বিজেপি।এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে নির্বাচন কমিশন জানায়, তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন।
এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।সঙ্গে সঙ্গে ফের তাঁকে বিধি ভঙ্গের অভিযোগে আরেকটি নোটিস পাঠায় নির্বাচন কমিশন। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে একদল ভোট দিন, আরেক দল ঘিরে রাখুন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। সোমবার তাঁর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে।মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূল। দলের পক্ষ থেকে রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্যের কারণে কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)