WB Election 2021: আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত ভাঙড়
বিবারের পর সোমবার। ভাঙড়ে ফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আইএসএফের কর্মীরা। রবিবার ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূলকে আক্রমণ করেন আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে তৃণমূলের পতাকা বাঁধতে অস্বীকার করায় এবার আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে আইএসএফ কর্মীরা। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রবিবারের পর সোমবার। ভাঙড়ে ফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আইএসএফের কর্মীরা। রবিবার ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূলকে আক্রমণ করেন আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। তিনি জানান, ‘তৃণমূলকে উৎখাত করতে হবে ৷’
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দাবি, রবিবার দলের কর্মীরা ব্রিগেড থেকে ফেরার পরই তাদের হুমকি দিতে শুরু করে তৃণমূল। অভিযোগ, সোমবার আব্বাস অনুগামীদের তৃণমূলের পতাকা বাঁধতে জোর করা হয়। অস্বীকার করলে, তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আইএসএফ কর্মী সাইনুর লস্করের দাবি, পতাকার বাঁধার জন্য হুমকি দিচ্ছিল। বলেছে, না বাঁধলে মারধর করবে।
ভাঙড় (১)-এর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা জানান, “আমাদের ছেলেরা ওই এলাকায় তৃণমূলের দলীয় পতাকা মারতে গেলে ওরাই বরং আমাদের ছেলেদের বাঁধা দেয়। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।“ উল্লেখ্য, ১০ এপ্রিল ভাঙড় বিধানসভা কেন্দ্রে ভোট। এখন থেকেই রাজনৈতিক টানাপোড়েনে উত্তপ্ত ভাঙড়।