WB Election 2021 Live Updates: আট হাজার কোটি টাকার বিমানে আসছেন, জনগনের টাকায় ফুর্তি, মোদিকে নিশানা অভিষেকের
West Bengal Election 2021 Live Updates: করোনা পরিস্থিতির কথা বিচার করে কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার এর শেষ দিন ২৬ এপ্রিল তিনি একটি 'প্রতীকী সভা' করবেন ।
LIVE

Background
WB Election 2021 Live: রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাল তৃণমূল
দেগঙ্গায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।
WB Election 2021 Live Updates: দুর্নীতিগ্রস্তদের জেলে ভরা হবে বিজেপি ক্ষমতায় এলে,বললেন শাহ
আমফানে ত্রাণের টাকা বন্টনে দুর্নীতি করেছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্তদের জেলে ভরা হবে। চাকুলিয়ার সভায় বললেন অমিত শাহ।
WB Election 2021 Live:মোদিকে কটাক্ষ অভিষেকের
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, সাড়ে আট হাজার কোটি টাকার বিমানে চড়ে ভোটের প্রচারে আসছেন। সাধারণ মানুষের করের টাকায় এ সব ফুর্তি হচ্ছে। এই অর্থে অনেক হাসপাতাল হতে পারত।
WB Election 2021 Live Updates:'ভোটের দফা কমানোর আর্জিতে কর্ণপাত করা হয়নি'
অভিষেক বলেছেন, করোনা পরিস্থিতিতে তৃণমূল বাকি নির্বাচনের দফা কমানোর আর্জি জানিয়েছিল। এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, বিজেপি এতে রাজি হয়নি। তাই দফা কমানো হয়নি। কারণ, দফা কমলে বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারি বন্ধ হয়ে যাবে। ভুয়ো প্রচার বন্ধ হয়ে যাবে।
WB Election 2021 Live: বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে বিজেপি, কেতুগ্রামের সভায় অভিষেক
কেতুগ্রামের সভায় শীতলকুচির ঘটনার উল্লেখ করে অভিষেক বলেছেন, বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে বিজেপি। তিনি বলেছেন, কার ইন্ধনে গুলি চলেছে, তদন্ত হবে। দোষীরা ছাড়া হবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
