WB Election 2021: ফের রাজ্যে ভোটের প্রচারে আসছেন মোদি, করবেন তিনটি জনসভা
ভোটের প্রচারে ফের রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে ২৭ মার্চ প্রথম দফা ভোটের আগে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। ১৮ থেকে ২১ মার্চ। রাজ্যে তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
![WB Election 2021: ফের রাজ্যে ভোটের প্রচারে আসছেন মোদি, করবেন তিনটি জনসভা West Bengal Election 2021: PM Modi visit state again for poll campaign, to hold 3 rallies WB Election 2021: ফের রাজ্যে ভোটের প্রচারে আসছেন মোদি, করবেন তিনটি জনসভা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/12/af4f835dff78ae8e07a263d8745bdfe8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ভোটের প্রচারে ফের রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে ২৭ মার্চ প্রথম দফা ভোটের আগে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। ১৮ থেকে ২১ মার্চ। রাজ্যে তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় জনসভা প্রধানমন্ত্রীর। ২০ মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী।২১ মার্চ বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা করবেন তিনি।প্রথম দুটি দফার ভোট যে জায়গাগুলিতে হচ্ছে, সেই সব এলাকাগুলিই এবারের প্রধানমন্ত্রীর জনসভার জন্য বেছে নেওয়া হয়েছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর প্রধানমন্ত্রী ব্রিগেডে বিজেপির জনসভায় ভাষণ দিয়েছিলেন। ব্রিগেড সমাবেশের মাধ্যমেই রাজ্যে বিজেপির মেগা প্রচারের সূচনা করেছিলেন তিনি।এর আগে কাঁথি ও হুগলির সাহাগঞ্জে ডানলপ ময়দানে জনসভা করেছিলেন।
এরইমধ্যে আগামীকাল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বাংলায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)