WB Election 2021: ‘আপত্তির কারণ নেই,’ মোদি-মঞ্চে শিশিরের উপস্থিতি প্রায় নিশ্চিত
West Bengal Assembly Election 2021: শিশিরবাবু থাকবেন মোদির সভায়, বললেন শুভেন্দু অধিকারী।
বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাস, কাঁথি: এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী? পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় থাকার ইচ্ছাপ্রকাশ করে জল্পনা উস্কে দিলেন কাঁথির তৃণমূল সাংসদ। উনি যে বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন জানাই ছিল। কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
অনেক দিন ধরেই তিনি বেসুরো। রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল। দুই ছেলে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর পর এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন শিশির অধিকারীও? বুধবার নিজেই সেদিকে স্পষ্ট ইঙ্গিত করলেন কাঁথির তৃণমূল সাংসদ। ২৪ মার্চ অর্থাৎ বুধবার কাঁথিতে নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদি। সেই সভায় উপস্থিত থাকার জোরাল ইঙ্গিত বর্ষীয়ান তৃণমূল নেতা যেমন দিয়েছেন, তেমনই তাঁর মেজ ছেলেও দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘শিশিরবাবু থাকবেন মোদির সভায়। আপেক্ষা করুন। আমি বলব আরও আগে যেতে। ২১ তারিখ এগরায় অমিত শাহের সভা আছে।’
নন্দীগ্রামে এবার হেভিওয়েট লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। লড়াইয়ে ঝাঁপিয়েছেন সিপিএমের তরুণ তুর্কি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। দলনেত্রীর সঙ্গে ছেলের লড়াইয়ে তিনি যে ছেলের দিকেই, তাও স্পষ্ট করে দিয়েছেন শিশির অধিকারী। তিনি বলেছেন, ‘ছেলে চাইলে ছেলের জন্য নামব। তবে শরীর পারমিট করবে না হয়তো।’
শুভেন্দু তৃণমূল ছাড়ার পর থেকে তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধ তুঙ্গে। এই প্রেক্ষাপটে সম্প্রতি কাঁথিতে অধিকারী পরিবারের অদূরে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেন অভিষেক। তার পরিপ্রেক্ষিতে এদিন শিশির অধিকারী বলেছেন, ‘শুভেন্দু ছেড়ে যাওয়ার পর বাপ-ঠাকুরদা, ১৪ পুরুষ তুলে গালাগালি করছে। কলকাতা থেকে একজন ভদ্রলোক আনছে, চোর-ডাকাত, মীরজাফর-বেইমান বলছে। কার ভোগ করছি জানি না। মেদিনীপুরের মানুষ জানে, ভোগী না ত্যাগী।’
যদিও শিশির অধিকারী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকলেও, অবাক হচ্ছে না তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, ‘আগে বলেছিলেন ছেলে বললে যাব, আজ তো ছেলে বলেও দিলেন। শিশিরবাবু যে ওদিকে যাবেন জানাই ছিল। গেলে যাবেন। কিছু তো করছিলেন না। আমরা ধরেই নিয়েছিলাম। সেইমতোই তো প্রার্থী ঠিক করা হয়েছিল। দল ওঁকে এত দিয়েছে, ছেলেকে মন্ত্রী করেছে। তাও সন্তুষ্ট নন।’
অধিকারী পরিবারের চার সদস্যের মধ্যে শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল সাংসদ ও পরিবহণমন্ত্রী ছিলেন। তিনি এখন বিজেপি-তে। শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, তিনিও এখন বিজেপি-তে। খাতায় কলমে এখনও তৃণমূলে আছেন শুভেন্দুর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী। শুভেন্দুর সেজ ভাই, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই দু’জনই কি নরেন্দ্র মোদির সভায় তৃণমূলে যোগ দেবেন? এটাই এখন বড় প্রশ্ন।