WB Election 2021:মোদির সফরের আগে দলীয় পতাকা, পোস্টারে শহর মুড়ে ফেলার নির্দেশ তৃণমূলের
আজ তৃণমূল ভবনে কলকাতা কেন্দ্রিক বৈঠক ছিল। বৃহস্পতিবার তৃণমূলের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নরেন্দ্র মোদির সভার আগেই কলকাতা ছেয়ে ফেলা হবে দলনেত্রীর ছবি ও দলের পতাকা, প্রচার ব্যানারে। এদিন নেতাদের প্রচারসামগ্রীও তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে।
কলকাতা: নরেন্দ্র মোদির ব্রিগেডের দিনই উত্তরবঙ্গে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার কলকাতায় তৃণমূলনেত্রীর পদযাত্রা। মোদির সফরের আগে কলকাতায় মুড়ে দেওয়া হবে তৃণমূলের পোস্টার, ব্যানারে। প্রধানমন্ত্রীর সফরের পাল্টা কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি।
আজ তৃণমূল ভবনে কলকাতা কেন্দ্রিক বৈঠক ছিল। বৃহস্পতিবার তৃণমূলের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নরেন্দ্র মোদির সভার আগেই কলকাতা ছেয়ে ফেলা হবে দলনেত্রীর ছবি ও দলের পতাকা, প্রচার ব্যানারে। এদিন নেতাদের প্রচারসামগ্রীও তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে। সূত্রের খবর, সব ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নির্দেশ দেওয়া হয়েছে শহরের কোণায় কোণায় দলীয় পতাকা এবং পোস্টার দিতে হবে। আর এই পোস্টারের নিচে লেখা থাকবে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান।
এদিনের বৈঠকে ছিলেন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সুব্রত বক্সি, কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সহ কলকাতার একাধিক সাংসদ, বিধায়করা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর। আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে এবং আরও উন্নয়নমূলক কাজ করার জন্য ওয়ার্ড কো-অর্ডিনেটরদের এদিন নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে পার্টির নেতৃত্ব দলীয় পতাকা এবং পোস্টার দেওয়ার নির্দেশ দেয়। বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান লেখা পোস্টার দিতে হবে শহরেরে বিভিন্ন প্রান্তে। তাও নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব।
সূত্রের খবর, এদিন বৈঠকে শীর্ষ নেতৃত্ব ওয়ার্ড কো-অর্ডিনেটরদের বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এলে যেন আমাদের রাজনৈতিক বার্তা দেন তা নিশ্চিত করতে হবে। মমতা দিদির পাশে বাংলা আছে তা বুঝিয়ে দিতে হবে। উল্লেখ্য, গত বছর ওয়ার্ড কো-অর্ডিনেটর, কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। করোনার জেরে এখনও হয়নি পুর নির্বাচন।