New Bengali Film: 'ট্রোলিং'-এর শিকার এক কলেজ পড়ুয়া, কীভাবে ফিরবে স্বাভাবিক জীবনে?
ভালোবাসার মাসে মুক্তি পেল পরিচালক সায়ন বসু চৌধুরীর ছবি 'আদর'।
কলকাতা: ফেব্রুয়ারি মাস মানেই আকাশে বাতাসে প্রেম-প্রেম গন্ধ। এই আবহেই মুক্তি পেল পরিচালক সায়ন বসু চৌধুরী পরিচালিত ছবি 'আদর'। ওয়েব প্ল্য়াটফর্ম ক্লিক অরজিনালস- এ দেখা যাচ্ছে রোম্য়ান্টিক এই ছবি। 'আদর'- এ অভিনয় করেছেন পার্থ দত্ত, ডোনা সাহা, সুকন্য়া বসু, সুমনা দাস, সুভাষ চট্টোপাধ্য়ায়, সুরজিৎ মাইতি, তুলিকা দাস, জয় মহসিন সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা।
গল্পের প্রেক্ষাপট আবর্তিত হয়েছে কলেজ পড়ুয়া এক ছাত্রের জীবনের একটি ঘটনাকে কেন্দ্র করে। নেট দুনিয়ায় ইদানিং সময়ে একটি কথা খুব প্রচলিত হয়েছে, ট্রোলিং। এরকম এক ট্রোলিং-এর ঘটনায় কলেজ পড়ুয়া এক ছাত্রকে অপদস্থ হতে হয় সামাজিক মাধ্যমে। আর সেই কারণেই ধীরে ধীরে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে সে। তবে সেই সময় তাকে সামলাতে তার বন্ধু হিসেবে পাশে দাঁড়ায় তার প্রেমিকা। তার ভালোবাসা ও স্নেহে কী আবার স্বাভাবিক জীবনে ফিরবে সেই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প।
আরও পড়ুন... Sabyasachi Chowdhury: শেষ 'মহাপীঠ তারাপীঠ'-এর শ্যুটিং, রক্তবস্ত্র, ত্রিশূল নিয়ে ফিরলেন সব্যসাচী
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল পরিচালক সায়ন বসু চৌধুরীর ছবি "হরর স্টোরিজ"। ম্যাজিক বক্স আর ভূতের খেলা নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুপসা মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সাহেব হালদার, রোশনি ঘোষ, সুরজিৎ মাইতি, সুপ্রতিম সাহা। জীবনের নানা গতিপথের গল্প এ "হরর স্টোরিস"-এর মূল বিষয়। যার প্রতিটি বাঁকে লুকিয়ে ছিল ভয় আর থ্রিল।
আরও পড়ুন... Baba, Baby O: পর্দায় যেন তাঁদেরই গল্প, সিঙ্গল ফাদারদের জন্য বিশেষ স্ক্রিনিয়ের আয়োজন টিম 'বাবা বেবি ও'-র