Abbar Kanchanjangha New Song: 'আবার কাঞ্চনজঙ্ঘা'-এ এবার শোনা যাবে মন কেমনের 'পাহাড়ের গান'
Abbar Kanchanjangha New Song: অতিমারির জন্য বার বার পিছিয়ে গিয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা' মুক্তির তারিখ। অবশেষে ১ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি। এক ঝাঁক তারকা ছবিতে অভিনয় করেছেন।
কলকাতা: মুক্তির অপেক্ষায় 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abbar Kanchanjangha)। আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে রাজর্ষি দে পরিচালিত এই ছবি। শতবর্ষে সত্যজিৎ রায়ের প্রতি এক অন্য ধরনের শ্রদ্ধাঞ্জলি হিসেবে তৈরি হয়েছে এই ছবিটি। ১৯৬২ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা 'কাঞ্চনজঙ্ঘা'। সেই ছবির সঙ্গে কোথাও কি কোনও মিল পাওয়া যাবে? এই নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন ছবির নির্মাতারা।
নতুন গান মুক্তি
সম্প্রতি 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র সঙ্গীত মুক্তি পেয়েছে। ছবিতে মোট চারটে গান রয়েছে। এর মধ্যে দুটি রবীন্দ্রসঙ্গীত। বাকি দুটি অরিজিনাল। তার অন্যতম 'পাহাড়ের গান'। এই গানটি মুক্তি পেতে চলেছে আজ অর্থাৎ বুধবার। 'কিছু না পাওয়া মৃত্যুর মত সত্যি/ বাকি সবটাই বালিতে পায়ের ছাপ/ মনখারাপের হিমবাহ পার হয়ে/ না পাওয়াগুলো এগোয় কয়েক ধাপ'... পাহাড়ের বিষাদ, বিষণ্ণতা আর আদরের কুচি দিয়ে বড় যত্ন করে গানটি লিখেছেন দূর্বা সেন বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন উজ্জয়িনী মুখোপাধ্যায়। সুর করেছেন আশু চক্রবর্তী। লেখিকার কথায়, 'এক না-হওয়া প্রেমের কথা বলে গানটি। অসম্পূর্ণ প্রেমের ব্যথা আছে এই গানে। আবার শেষে ফিরে আসাও আছে।' ছবির নির্মাতারা আশাবাদী 'পাহাড়ের গান' মানুষের ভাল লাগবে। এক অদ্ভুত মন কেমনের রেশ জড়িয়ে রয়েছে গানটির গভীরে।
'আবার কাঞ্চনজঙ্ঘা'র মুক্তি
অতিমারির জন্য বার বার পিছিয়ে গিয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা' মুক্তির তারিখ। অবশেষে ১ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি। এক ঝাঁক তারকা ছবিতে অভিনয় করেছেন। কে নেই এই ছবিতে! শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রনিতা দাস, গৌরব চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, তনুশ্রী চক্রবর্তী থেকে শুরু করে আরও অজস্র মুখের দেখা মিলবে। পাহাড়ের কোলে এক গভীর এবং জটিল সম্পর্কের গল্প বলবে এই ছবি।