Nayanthara News: ফের আইনি বিপাকে নয়নতারা? তথ্যচিত্রে ফুটেজ ব্যবহার করায় পেলেন আইনি নোটিস?
Nayanthara Legal Problem: এবার 'চন্দ্রমুখী' ছবিটি নাকি নয়নতারাকে ৫ কোটি টাকার নোটিস পাঠিয়েছেন। তবে সদ্য এই খবরকে ভুয়ো বলে ঘোষণা করেছে এই ছবির নির্মাতারা।
কলকাতা: ধনুষ এর পরে এবার নয়নতারাকে আইনি নোটিস পাঠাল আরও এক সিনেমার নির্মাতারা। অভিযোগ, অনুমতি না নিয়ে 'চন্দ্রমুখী' ছবির ফুটেজ ব্যবহার করেছেন তিনি। সদ্যই মুক্তি পেয়েছে 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' (Nayanthara: Beyond The Fairytale) তথ্যচিত্রটি। কিন্তু মুক্তির আগে থেকেই এই তথ্যচিত্রটি বিভিন্ন সমস্যায় জড়িয়েছে। ওই ছবিতে তাঁর প্রযোজিত ছবির একটি দৃশ্য দেখানো হয়েছে বলে, কয়েক কোটি টাকার স্বত্ব দাবি করেছিলেন ধনুষ। আর এবার নাকি 'চন্দ্রমুখী' নামে আরও একটি সিনেমা নয়নতারাকে সেই একই নোটিস পাঠাল?
অভিযোগ ছিল ‘নানুম রাউডি ধান’ ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারিটেল-এ। ১৮ নভেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-এ ওই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে। কিন্তু ছবির ওই দৃশ্য কেন দেখানো হল, সেই নিয়েই প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ করেছেন ধনুষ। স্বত্ববাবদ ১০ কোটি টাকা দাবি করে নোটিস ধরিয়েছেন। (Nayanthara: Beyond The Fairy Tale)। ‘নানুম রাউডি ধান’ (Naanum Rowdy Dhaan) ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা খোদ এবং বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধনুষ। সেই ক্ষমতা প্রয়োগ করেই ধনুষ স্বত্ববাবদ মোটা টাকা দাবি করেছেন। আর সেই আইনি নোটিস পেয়েই ফুঁসে উঠেছেন নয়নতারা। সরাসরি খোলা চিঠি লিখেছেন ধনুষের উদ্দেশে। ধনুষের আসল চরিত্র সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।
আর এবার 'চন্দ্রমুখী' ছবিটি নাকি নয়নতারাকে ৫ কোটি টাকার নোটিস পাঠিয়েছেন। তবে সদ্য এই খবরকে ভুয়ো বলে ঘোষণা করেছে এই ছবির নির্মাতারা। সম্পর্তি ইউটিউব চ্যানেলে একজন অভিনেত্রী দাবি করেছিলেন, 'চন্দ্রমুখী' ছবির নির্মাতারা নয়নতারাকে ৫ কোটি টাকার স্বত্ববাবদ নোটিস ধরিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত নয়নতারার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই খবরটিতে ভুয়ো বলে দাবি করেছে ওই ছবির নির্মাতারা। বলা হয়েছে, নয়নতারা ওই ছবির ক্লিপিংস 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' -এ ব্যবহার করেছিলেন বটে, তবে অনুমতি নিয়েই। ফলে নোটিস পাঠানোর কোনও প্রশ্নই নেই। প্রসঙ্গত, এই খবর ছড়িয়ে পড়েছিল একটি ইউটিউব চ্যানেল থেকে। চিত্রা লক্ষণ বলে একটি একজন অভিনেত্রী এই দাবি করেছিলেন।
আরও পড়ুন: Allu Arjun: পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় অল্লু অর্জুনকে নতুন আইনি নোটিশ, রইল কী নির্দেশ?