Anirban Bhattacharya: অভিনয় থেকে পরিচালনা, সবেতেই সাবলীল তিনি, এবার কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অনির্বাণ
Anirbna Bhattacharyya News: এই গানের দল নিয়ে অনির্বাণ বলছেন, 'হুলিগানিজ়ম' আসলে এক দল বন্ধু যাঁরা গান নিয়ে কাজ করছেন, গান তৈরি করছেন'

কলকাতা: এর আগে মঞ্চে শোনা গিয়েছে তাঁদের গান, দর্শকেরাও ভালবাসা দিয়েছেন। তবে তাঁদের কোনও মিউজিক ভিডিও এখনও পর্যন্ত মুক্তি পায়নি। এই প্রথম এসভিএফ মিউজিকের প্রযোজনায় আত্মপ্রকাশ করল নতুন একটি বাংলা ব্যান্ড। 'হুলিগানিজ়ম'। এই ব্যান্ডের সদস্য হলেন, শুভদীপ গুহ, অনির্বাণ ভট্টাচার্য্য়, দেবরাজ ভট্টাচার্য্য, কৃষ্ণেন্দু ঘোষ, সুশ্রুত গোস্বামী, নীলাংসুক দত্ত, প্রীতম দাস, প্রীতম দেব সরকার ও সোমেশ্বর ভট্টাচার্য। মুক্তি পেল এই ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও 'মেলার গান'। গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য্য।
এই গানের দল নিয়ে অনির্বাণ বলছেন, 'হুলিগানিজ়ম' আসলে এক দল বন্ধু যাঁরা গান নিয়ে কাজ করছেন, গান তৈরি করছেন। এসভিএফ মিউজিক আমাদের সেই প্ল্যাটফর্মটা দিয়েছে যেখানে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আমরা এবার এক ঝাঁক গান নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। আমাদের সেই মিউজিক অ্যালবামের প্রথম কাজ 'মেলার গান' মুক্তি পেল। ঋদ্ধি সেন এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন। মানুষের এই ভিডিওটা কেমন লাগে, সেটাই এখন দেখার অপেক্ষায় আমরা।'
অনির্বাণ ভট্টাচার্য্যের কেরিয়ার শুরু নাটকের মঞ্চ থেকে। সেখানেই তিনি একাধিক গান গেয়েছেন। গান লিখেছেন। অনির্বাণের প্রথাগত গানের শিক্ষা নেই বটে, কিন্তু তাঁর দরাজ গলার অনুরাগী নেহাৎ কম নেই। তবে প্রথমটা সিনেমার পর্দায় অনির্বাণকে দেখা গিয়েছিল অভিনেতা হিসেবেই। কিছুটা আড়ালে ছিল অনির্বাণের গানের কথা। তবে 'শাহজাহান রিজেন্সি' সিনেমায় অনির্বাণ ভট্টাচার্য্যের 'কিচ্ছু চাইনি আমি' গানটি ছিল অনির্বাণের কেরিয়ারের অন্যতম মোড়। সেই থেকেই অনির্বাণের গান পরিচিতি পায়। এরপরে একাধিক মিউজিক ভিডিওর জন্য গান লিখেছেন অনির্বাণ। এরপরে তাঁর ছবি 'বল্লভপুরের রূপকথা'-র জন্য একাধিক গান লিখেছিলেন অনির্বাণ। গেয়েছিলেন তিনি ও দেবরাজ। সেই প্রত্যেকটা গানই দর্শকদের মনে ধরেছিল। এরপরেই গানের একটি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন অনির্বাণ আর তাঁর বন্ধুরা। সেখান থেকেই 'হুলিগানিজম'-এর জন্ম।
এই মিউজিক ভিডিওর পরিচালক ঋদ্ধি সেন বলছেন, 'আমি অনেক বছর আগে হুলিগানিজমের কথা শুনেছিলাম। আমি মনে হয়েছিল, এটা শুধু একটা গানের দল নয়, এর মধ্যে একটা গভীর ভাবনা রয়েছে। অনির্বাণ ভট্টচার্য্য ও এসভিএফ মিউজিক ছাড়া এটা সম্ভব ছিল না। হুলিগানিজমের প্রথম মিউজিক ভিডিওর মধ্যে শুরু গান নেই, অনেক ভাবনা রয়েছে। এই সফরে এসভিএফ যে আমাদের সমর্থন করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ।'




















