Anirban Ishaa: মঞ্চে ৫০ হাজার মানুষের সামনে প্রেমের গান গাইবেন অনির্বাণ, ইশার জন্য?
Mitthye Premer Gaan: 'মিথ্যে প্রেমের গান'-এর পরিচালনা করছেন পরমা নেওটিয়া, আজ মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
কলকাতা: থিয়েটারের মঞ্চ আগেই জানত, অনির্বাণ ভট্টাচার্য্যের গলায় সুরের মাদকতা রয়েছে। আর রূপোলি পর্দা তা প্রথম জানে 'কিচ্ছু চাইনি আমি.. আজীবন ভালবাসা ছাড়া'-র হাত ধরে। কিন্তু সে তো সিনেমার প্লে ব্যাকে। অনির্বাণকে পর্দায় গান গাইতে দেখা যায়নি এর আগে। এই প্রথম সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে অনির্বাণকে।
'মিথ্যে প্রেমের গান'-এর পরিচালনা করছেন পরমা নেওটিয়া (Paroma Neotia)। আজ মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ত্রিকোণ প্রেমের গল্পে অনির্বাণ ছাড়াও দেখা যাবে ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। ট্রেলারের সংলাপ থেকে শুরু করে গান, অনির্বাণের ভরাট গলার তীক্ষ্ণ সংলাপ যেন পরিপূর্ণতা দিয়েছে এক প্রেমের গল্পকে।
আরও পড়ুন: Manobjomin: শ্রীজাতর প্রথম ছবির প্রশংসায় পঞ্চমুখ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
এই ছবিতে অনির্বাণের চরিত্রের নাম অভীক। এই ছবিতে তিনি একজন সঙ্গীতশিল্পী ও লেখক। অন্যদিকে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) অভিনয় করেছেন একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর ভূমিকায়। ছবির নায়িকা ইশা পর্দায় ফুটিয়ে তুলবেন অন্বেষার চরিত্রকে। তাঁর পেশা সাংবাদিকতা।
শাস্ত্রীয় সঙ্গীত আর আধুনিক গানের দ্বন্দ্ব, ভালবাসার জন্য লড়াই ও আর গানের নেশা... সব মিলিয়ে প্রেম বিচ্ছেদের গল্পে জমে উঠবে 'মিথ্যে প্রেমের গান'-এর গল্প। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।
View this post on Instagram