Tahira Kashyap Son: খেয়েদেয়ে নিজের ছেলেকে রেস্তোরাঁয় ফেলে এসেছিলেন আয়ুষ্মানের স্ত্রী! অবশেষে জানালেন কারণ
একটি ঘটনা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, নতুন নতুন মা হওয়ার পরে তিনি নানা গোলমাল করেছেন।
মুম্বই: প্রথমবারের জন্য মা হয়ে নানা লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল তাহিরা কশ্যপকে। তাঁর সদ্য প্রকাশিত লেখা বই ‘দ্য সেভেন সিনস অফ বিয়িং এ মাদার-এ তিনি এমনই কিছু কথা জানান। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবসময়ই সাহসী মনোভাবের পরিচয় দিয়ে এসেছেন।
সেরকমই একটি ঘটনা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, নতুন নতুন মা হওয়ার পরে তিনি নানা গোলমাল করেছেন। একবার তো এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে নিজের ছোট্ট ছেলেকেই ফেলে এসেছিলেন তাহিরা। এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনতাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, 'হিন্দুত্বের অবমাননা হয়েছে', প্রকাশ ঝা-র শ্যুটিং সেটে হামলা, কাঠগড়ায় বজরং দল
তাহিরা বলেন, “আমি আমার সন্তানকেও একটি রেস্টুরেন্টে ভুলে ফেলে রেখে গিয়েছিলাম। আমি ব্যাগ বা বিল ভুলে যাইনি তবে আমি আমার সন্তানকে ভুলে গেছি। ওয়েটার ছুটে এসে আমার কাছে এসে বললো, 'ম্যম, আপনা বাচ্চা ভুল গ্যায়ে' (ম্যাম আপনি আপনার বাচ্চাকে ভুলে গেছেন)। আমি খুব বিব্রত বোধ করছিলাম সেই সময় এবং রেস্তোরাঁর সমস্ত লোক আমার দিকে তাকিয়ে ছিল।"
গোটা ঘটনাটির কথা ‘দ্য সেভেন সিনস অফ বিয়িং এ মাদার’ -ও উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, ২০১২ সালে তাঁর এবং আয়ুষ্মান খুরানার প্রথম সন্তান বিরাজবীর-এর জন্ম হয়। বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে আড্ডা মেরে ভরপেট খেয়ে বাড়ি ফেরার সময় নিজের নবজাতককে ভুলে সেখানেই ফেলে আসেন। যদিও তাঁর এই বই পড়ে অনেকেই জানিয়েছেন যে তাঁরা নতুন নতুন মা হওয়ার পর এই মিল খুঁজে পান।
আরও পড়ুন, শাহরুখ-পুত্রকে ছাড়তে ২৫ কোটি চেয়েছে NCB আধিকারিকরা, মামলার অন্যতম সাক্ষীর মন্তব্যে বিতর্ক
কয়েক বছর আগেই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। যদিও সঠিক সময় অসুখ ধরা পড়ার পর চিকিৎসাও শুরু হয় সঠিক সময়ে। তাই ক্যান্সারকে হারিয়ে জীবনের লড়াইয়ে ফিরেছেন তিনি। এরপর অনেকটাই লড়াকু মেজাজে তাহিরা।