Bengali Cinema: বড়পর্দায় 'অথৈ', 'কাবুলিওয়ালা', সৃজিত-রাজের পরিচালনায় বছরভর একগুচ্ছ নতুন ছবি
Bengali Cinema News: একঝলকে দেখে নেওয়া যাক, এসভিএফ এন্টারটেনমেন্ট ও জিও হাতে হাত মিলিয়ে ঠিক কী কী ছবি নিয়ে আসতে চলেছে সিনেপ্রেমীদের জন্য।

কলকাতা: সিনেপ্রেমীদের নতুন উপহার দিতে হাত মেলাল জিও সিনেমা (Jio Cinema) ও এসভিএফ প্রযোজনা সংস্থা (SVF)। শুধু পুরনো নয়, পরিকল্পনা রয়েছে একগুচ্ছ নতুন সিনেমারও। শুধু বাংলা নয়, মারাঠি, ভোজপুরী, গুজরাতিতেও মুক্তি পাবে এই ছবিগুলি।
এসভিএফ এন্টারটেনমেন্টের (SVF Emtertainment)-এর ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি (Mahendra Soni) বলছেন, '২০২৩ সালে এই সংযুক্তিকরণ বিনোদন দুনিয়ায় একটি নতুন দিক খুলে দেবে। গোটা ইন্ডাস্ট্রির পক্ষে এই সংযুক্তিকরণ খুবই লাভজনক ও ফলপ্রসূ হবে বলেই আমার বিশ্বাস। বর্তমানে আঞ্চলিক ভাষার ছবি খুবই গুরুত্ব পাচ্ছে। সেই দিক থেকে জিও সিনেমার সঙ্গে এসভিএফের এই সংযুক্তিকরণ বাংলা ভাষার সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।'
এসভিএফ এন্টারটেনমেন্টের সহ প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি (Mahendra Soni) বলছেন, 'যে যে ছবিগুলি পরিকল্পনা করা হয়েছে, সেখানে রয়েছেন অত্যন্ত প্রতিভাবান সব অভিনেতা অভিনেত্রী ও পরিচালকেরা। ভারতীয় বিনোদন দুনিয়ায় এই সংযুক্তিকরণ ভীষণ গুরুত্বপূর্ণ ও সুখবর। ডিজিট্যাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা একটা দারুণ উল্লেখযোগ্য পদক্ষেপ।'
আরআইএল মিডিয়া ও কনটেন্ট বিজনেসের প্রধান জ্যোতি দেশপাণ্ড বলছেন, 'আঞ্চলিক বিনোদনের ক্ষেত্রে এই সংযুক্তিকরণ একটা দুর্দান্ত পদক্ষেপ। এসভিফের সঙ্গে এই সংযুক্তিকরণের ফলে নতুন ছবির কাজ ও বিতরণেও উন্নতি করা যাবে বলে আমার বিশ্বাস। আমাদের হাতে দুর্দান্ত কিছু গল্প রয়েছে যেগুলো আমরা ভীষণ তাড়াতাড়ি পর্দায় তুলে ধরব।'
এবার একঝলকে দেখে নেওয়া যাক, এসভিএফ এন্টারটেনমেন্ট ও জিও হাতে হাত মিলিয়ে ঠিক কী কী ছবি নিয়ে আসতে চলেছে সিনেপ্রেমীদের জন্য।
ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhuro Banerjee) পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি, 'বগলা মামা' (Bogola Mama)। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের অগাস্ট মাসে। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র পরিচালনায় আসতে চলেছে 'দশম অবতার' (Dawshom Awbotaar)। ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের অক্টোবর মাসে। সুমন ঘোষের (Suman Ghosh) পরিচালনায় তৈরি হচ্ছে 'কাবুলিওয়ালা' (Kabuliwala)। মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর মাসে। অর্ণ মুখোপাধ্যায়ের (Arna Mukherjee)-র পরিচালনায়, মুক্তি পাবে 'অথৈ' (Athhoi)। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য় (Anirban Bhattacharyya)। মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালের জানুয়ারি মাসে। রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty)-র পরিচালনায় তৈরি হচ্ছে একটি নতুন ছবিও। মুক্তি পাওয়ার কথা আগামী বছর।
View this post on Instagram






















