Bengali Serial Update: ম্যারাথনে অংশ নিতে গিয়ে অসুস্থ চাঁদ, সোহাগের বুদ্ধিতে শেষরক্ষা হবে কি?
Sohag Chand: প্রথমে সাইকেল রেস, তারপরে দৌড় ও শেষমেষ জল ভরা টিন নিয়ে ফাইনাল লাইন পর্যন্ত পৌঁছতে হবে, এই ছিল ম্যারাথনের শর্ত। কী হবে তারপরে?
কলকাতা: হরিপুর গ্রামীণ ব্যাঙ্কের আয়োজিত ম্যারাথন অংশ নিয়েছে চাঁদ এই গল্প আগেই দেখানো হয়েছে ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Bengali Serial Sohag Chand)-এ। এই ম্যারাথনের পুরস্কার মোট ২৫ লাখ টাকা ও একটি নতুন বাইক। এই ম্যারাথনের মোট ৩টি ধাপ রয়েছে, সব পেরিয়ে চাঁদ পুরস্কার পাবে কি না.. সেই গল্পই দেখানো হবে এই ধারাবাহিকের আগামী পর্বে।
এই গল্পে দেখানো হচ্ছে, চাঁদ যোগ দিয়েছে ম্যারাথনে.. তবে ৩টি ধাপ পূরণ করতে পারে না সে। প্রথমে সাইকেল রেস, তারপরে দৌড় ও শেষমেষ জল ভরা টিন নিয়ে ফাইনাল লাইন পর্যন্ত পৌঁছতে হবে, এই ছিল ম্যারাথনের শর্ত। তবে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ে চাঁদ। আর সেই সময়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে সোহাগ।
এর আগে ধারাবাহিকে দেখানো হয়েছে, হরিপুর গ্রামীণ ব্যাঙ্কের আয়োজিত ম্যারাথন অংশ নিয়ে বীরদর্পে সেই কথা ঘোষণা করে সে। যদিও, উত্তম ও ইন্দিরা তাকে সাবধান করে দুর্যোধন ও দুর্জয়ের পক্ষে যাওয়ার জন্য। চাঁদকে তারা বারবার অনুরোধ করে তার সিদ্ধান্তটা আরও একবার ভেবে দেখতে। এই টানাপোড়েনের মধ্যে, সোহাগ দৃঢ়ভাবে চাঁদের পাশে দাঁড়ায়। গোপনে সে চুক্তি করে যে এই বন্ধুত্ব সে গোপন রাখবে। তবে এসবের থেকেও বড় চিন্তা, যদিও, ব্যাঙ্ককর্মী হিসেবে সোহাগের অবস্থান। যার ফলে ম্যারাথনে চাঁদের অংশগ্রহণ একান্তই অন্যায্য হয়ে দাঁড়ায়।
এরপরে ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, চাঁদকে সাহায্য় করতে ম্যারাথনে যোগ দেয় সোহাগ। অসুস্থ চাঁদকে কাঁধে তুলে সে পৌঁছয় ম্যারাথনের ফিনিসিং লাইনের দিকে। চাঁদ আর সোহাগের মিলিত এই প্রয়াসে কি প্রতিযোগিতায় জিতে যাবে তাঁরা? নাকি তাদের জীবনে আসবে নতুন কোনও বিপদ? সেই গল্পই দেখা যাবে কালার্স বাংলার ধারাবাহিক সোহাগ চাঁদ-এর আগামী পর্বে।
অন্যদিকে, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার নতুন চরিত্রে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী সমতা দাস। ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ সমতাকে ধারাবাহিকে দেখা যাবে বিজয়ার চরিত্রে। কেমন চরিত্র এই বিজয়া?
নির্মাতারা জানাচ্ছেন, বিজয়া খুবই ভীতু প্রকৃতির এবং ঘরোয়া নারী। জীবনের বেশিরভাগ সময়টাই সে কাটিয়েছে বাড়ির চার দেওয়ালের মধ্যে। পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত, সেখানেই ইতি। তার জীবন, তার পৃথিবী, তার জানার পরিধি অত্যন্ত সীমিত। ফলস্বরূপ তার কণ্ঠস্বর পুরোপুরিভাবে এবং খুব সহজেই দমিয়ে দিতে পেরেছে তার স্বামী দুর্যোধনের নিষ্ঠুর আচরণ। তার জীবনের প্রত্যেকদিনই কাটে খুব একাকিত্বের সঙ্গে। তবে সে একেবারে একা নয়, তার সর্বক্ষণের সঙ্গী, তার সৎ ছেলে দুর্জয়ের অপমান ও গঞ্জনা।
আরও পড়ুন: Aditi Munshi: একের পর এক শো বাতিলের ঘোষণা অদিতির, কারণ জেনে উৎকন্ঠায় অনুরাগীরা