![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 16: খাবার নিয়ে প্রিয়ঙ্কর উপর চড়াও অর্চনা! হুলুস্থুল 'বিগ বস'-এর ঘরে
Bigg Boss 16 Updates: সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, 'বিগ বস'-এর ঘরের দুই প্রতিযোগী অর্চনা গৌতম এবং প্রিয়ঙ্কা চাহার চৌধুরী একে অপরের সঙ্গে মারাত্মক ঝামেলায় জড়ালেন।
![Bigg Boss 16: খাবার নিয়ে প্রিয়ঙ্কর উপর চড়াও অর্চনা! হুলুস্থুল 'বিগ বস'-এর ঘরে Bigg Boss 16: Major quarrel breaks out between Archana and Priyanka over food, know in details Bigg Boss 16: খাবার নিয়ে প্রিয়ঙ্কর উপর চড়াও অর্চনা! হুলুস্থুল 'বিগ বস'-এর ঘরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/9367060b31b802c9919aae8f35542c651671124233781214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: জমজমাটভাবে চলছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। 'বিগ বস'-এর ঘরে মানেই সেখানে প্রতিযোগীদের মধ্যে ঝগড়া, ঝামেলা, বিতর্ক লেগেই থাকে। রেশনের খেলাকে কেন্দ্র করে হোক কিংবা নমিনেশন। যেকোনও কারণেই এক প্রতিযোগী অন্য প্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। চলতি সিজনেও তার থেকে আলাদা কোনও ছবি দেখা গেল না। তবে, সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, 'বিগ বস'-এর ঘরের দুই প্রতিযোগী অর্চনা গৌতম (Archana Gautam) এবং প্রিয়ঙ্কা চাহার চৌধুরী (Priyanka Chahar Choudhary) একে অপরের সঙ্গে মারাত্মক ঝামেলায় জড়ালেন।
ব্যাপক ঝামেলায় জড়ালেন অর্চনা ও প্রিয়ঙ্কা-
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরোটা নিয়ে প্রিয়ঙ্কা চাহার চৌধুরীর সঙ্গে মারাত্মক ঝামেলায় জড়ালেন অর্চনা গৌতম। সমস্যা শুরু হয় যখন, প্রিয়ঙ্কা নিজের এবং অঙ্কিতের (অঙ্কিত গুপ্তা) জন্য মাখা ময়দা আলাদা করে রেখে দেন। কারণ, তিনি ঘরের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে ব্রেকফাস্টে মেথির পরোটা খেতে চান না। এরপরই অর্চনা চড়াও হন প্রিয়ঙ্কার উপর। তাতেই শুরু হয়ে যায় সমস্যা। প্রিয়ঙ্কার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে থাকেন অর্চনা।
">
">
আরও পড়ুন - KIFF 2022: শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রইল উদ্বোধনী অনুষ্ঠানের ছবিগুলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)