Brahmastra Teaser Song: রণালিয়ার 'জীবনের নতুন অধ্যায়' শুরুর আগে প্রেমের গানের টিজার পোস্ট অয়ন মুখোপাধ্যায়ের
Brahmastra Teaser Song: সূত্র অনুযায়ী আজই রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আর এমন দিনে পর্দায় 'রণালিয়া'র প্রেমের মুহূর্ত পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানালেন 'ব্রহ্মাস্ত্র' পরিচালক।
নয়াদিল্লি: বলিউডে ফের সাজো সাজো রব। চার হাত এক হতে চলেছে তারকা জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্ট (Ranbir Kapoor and Alia Bhatt)। যদিও এই ব্যাপারে জুটি মুখ খোলেননি এখনও। তবে এরই মধ্যে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) করা পোস্ট তাঁদের বিয়ের জল্পনা আরও উস্কে দিয়েছে।
রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অয়নের
আজ অর্থাৎ বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) থেকে একটি গানের টিজার প্রকাশ করেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করবেন রিয়েল-লাইফ জুটি রণবীর ও আলিয়া। সেই ছবির গান 'কেসরিয়া'র (Kesariya) একটি অংশ পোস্ট করলেন অয়ন।
গানে সিনেমার রণবীর-আলিয়া জুটির ভালবাসার মুহূর্ত উঠে এসেছে। প্রসঙ্গত ১৩ এপ্রিল অর্থাৎ আজই রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এমনটাই জানা গেছে বিভিন্ন মহল সূত্রে। আর এমন দিনে পর্দায় 'রণালিয়া'র প্রেমের মুহূর্ত পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানালেন 'ব্রহ্মাস্ত্র' পরিচালক। ক্যাপশন এবং ভিডিও দেখে অনুরাগীরা নিশ্চিত, তাহলে চার হাত এক হচ্ছে। একপ্রকার রণবীর ও আলিয়ার বিয়ের খবরে এই ভিডিও সিলমোহর দিল বলাই যায়।
অয়ন মুখোপাধ্যায়ের পোস্ট
এদিন প্রথম 'ব্রহ্মাস্ত্র' ছবির কোনও গানের টিজার প্রকাশ্যে এল। মিষ্টি প্রেমের গানের নাম 'কেসরিয়া'। ক্যাপশনে লেখেন, 'রণবীরের জন্য ও আলিয়ার জন্য! এবং... যে নতুন সফর তাঁরা শুরু করতে চলেছে তার জন্য। রণবীর ও আলিয়া... আমার সবচেয়ে কাছের ও প্রিয় মানুষ এই দুনিয়ায়... আমার আনন্দের জায়গা, এবং আমার সুরক্ষিত জায়গা... যারা আমার জীবনে সবকিছু এনে দিয়েছে... এবং আমাদের ছবিতে নিঃস্বার্থভাবে তাঁদের সবটা ঢেলে দিয়েছে...! আমাদের সিনেমা থেকে, আমাদের গান কেসরিয়া থেকে তাঁদের পুনর্মিলনের একাংশ তুলে ধরতেই হত, তাঁদের উদযাপন করার জন্য... ওঁদের ও সকলের প্রতি উপহার হিসেবে!! তাঁদের জন্য অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ, সব আনন্দ ও পবিত্রতা যেন তাঁদের জীবনের নতুন অধ্যায়ে ঘিরে থাকে, সবসময়ে একসঙ্গে।'
View this post on Instagram
অয়ন মুখোপাধ্য়ায়ের পোস্টে হার্ট ইমোজি দিয়ে কমেন্টও করেছেন আলিয়া ভট্ট।
রণবীর-আলিয়ার বিয়ে
সূত্রের খবর, রণবীর কপূর ও আলিয়া ভট্ট বিয়ে সারবেন আরকে হাউজে, চার দিন ব্যাপী অনুষ্ঠানে। আজ অর্থাৎ ১৩ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা অনুষ্ঠানের। প্রথমে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১৪ এপ্রিল সঙ্গীত ও ১৫ তারিখে বিয়ে হবে বলে জানা যায়।
শোনা যাচ্ছে, ১৭ এপ্রিল বড় করে রিসেপশন পার্টিরও ব্যবস্থা করা হয়েছে।