New Movie Update: অন্য ধারার প্রেমকাহিনি আনছেন বিনয় পাঠক ও অনুপ্রিয়া গোয়েঙ্কা, 'তাল্লুক' ছবির প্রথম লুক প্রকাশ্যে
New Movie Update: 'এমন ছবির অংশ আমি এই প্রথম হলাম। শ্রীতমা ও অনুপ্রিয়ার সঙ্গে কাজ আমার কাছে বিশেষ অভিজ্ঞতা', বলছেন বলিউড অভিনেতা বিনয় পাঠক।
নয়াদিল্লি: প্রকাশ্যে এল বিনয় পাঠক (Vinay Pathak) ও অনুপ্রিয়া গোয়েঙ্কা (Anupriya Goyenka) অভিনীত হিন্দি ছবি 'তাল্লুক'-এর প্রথম লুক (Talluq first look)। উদ্বোধন করলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। প্রেরণা ভি অরোরা নিবেদিত, শ্রীতমা দত্ত (Sritama Dutta) পরিচালিত এই ছবি এক অন্য ধারার প্রেমের গল্প বলবে। এই ছবির হাত ধরেই ডেবিউ করবেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya)।
'তাল্লুক' ছবির প্রথম লুক প্রকাশ্যে
রাম কমল মুখোপাধ্যায় তাঁর আগামী ছোট হিন্দি ছবি 'তাল্লুক'-এর প্রথম লুক প্রকাশ করেন সম্প্রতি। অভিনয়ে বিনয় পাঠক ও অনুপ্রিয়া গোয়েঙ্কা। শ্রীতমা দত্ত পরিচালনা করবেন এই ছবির। 'অ্যাসর্টেড মোশন পিকচারস'-এর প্রযোজনায় এই ছবি আপাতত ২০২২ সালে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফরে ব্যস্ত।
হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠক এই ছবিতে কাজ করার প্রসঙ্গে বলেন, "তাল্লুক" ছবিটি শ্রীতমার অসাধারণ গল্প বলার একটি দুর্দান্ত প্রচেষ্টা। এমন ছবির অংশ আমি এই প্রথম হলাম। শ্রীতমা ও অনুপ্রিয়ার সঙ্গে কাজ আমার কাছে বিশেষ অভিজ্ঞতা। আমাদের সকলের জন্য খুব স্পেশাল এই ছবিটি। আশা করি দর্শকের কাছেও এটা খুব স্পেশাল হয়ে উঠবে।'
অভিনেত্রী অনুপ্রিয়ার কথায়, 'এই ছবি আমার কাছে খুবই স্পেশাল। আমি সবসময়েই শ্রী (পরিচালক শ্রীতমা দত্ত)-র লেখার ভক্ত। সম্পর্কের মধ্যের জটিলতা ও সারল্যের কথা বলে এই ছবি। এবং সবশেষে একে অন্যের প্রতি ভালবাসা ও ভরসার সামনে কীভাবে আমরা গলে যাই সেই কথাই বলবে এই ছবি। মনে কষ্টও যেমন দেবে এই ছবি তেমনই একটা অদ্ভুত স্বস্তি, উষ্ণতাও মিলবে এই ছবি থেকে। বছর, দূরত্ব এবং সমাজের আজব নিয়মের ঊর্ধ্বেও প্রেম বেঁচে থাকে সেটাই মানুষের কাছে পৌঁছে যাবে।'
রাম কমল মুখোপাধ্যায়ের কথায়, 'শ্রীতমা যেভাবে ওঁর প্রথম ছবি "শাতিকা" তৈরি করেছিল সেটা আমার খুব ভাল লেগেছিল। ওঁর গল্প বলার ধরনে আমার বিশ্বাস ছিল। "তাল্লুক" মনকে ছুঁয়ে যাওয়া একটা গল্প। যে সব ধরনের সম্পর্কের কথা কেউ মুখ ফুটে বলে না, তেমনই এক সম্পর্কের কথা বলবে এই ছবি। একজন সিনিয়র অভিনেতা হিসেবে বিনয় পাঠক তাঁর চরিত্র 'প্রীতিশ'-এর একেবারে গভীরে প্রবেশ করে যান এবং আমাদের মধ্যে যে অবাধ্য অংশগুলো আছে সেগুলো বের করে আনবেন। "আয়াত" হিসাবে অনুপ্রিয়া এক না পড়া কবিতার মতো। দর্শকদের টানবেন তিনিও। ওঁর এযাবৎ অন্যতম শ্রেষ্ঠ কাজ।'
আরও পড়ুন: AR Rahman Update: 'এখন আমাদের একত্রিত হওয়া উচিত,' উত্তর ও দক্ষিণ ভারত দ্বন্দ্বে মত এ আর রহমানের
পরিচালকের কথায়
পরিচালক শ্রীতমা দত্তের কথায়, 'এই ছবি একেবারে সম্পর্কের মূল্যবোধের গল্প। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানোর জন্য মাত্র কিছু মুহূর্তই পাই। সেই সমস্ত মুহূর্তগুলোয় বাঁচা, স্মৃতি তৈরি করা ও উদযাপন করা উচিত। কারণ পরে গিয়ে আফশোস করতে চাইবেন না নিশ্চয়ই।'
প্রযোজকের কথায়, 'এর আগে আমরা কনটেন্টের ক্ষেত্রে একটি বিশেষ মাত্রা তৈরি করেছি। অন্য ধারার ছবি তৈরিতে নজর দিয়েছি। এই ছবিও তেমনই। বিনয় স্যর ও অনুপ্রিয়া আমাদের সঙ্গে কাজ করতে রাজি হওয়ায় আমরা উৎফুল্ল।' ছবির সম্পাদনার কাজ করছেন 'পদ্মাবত' খ্যাত রাজেশ পাণ্ডে ও সঙ্গীত পরিচালনায় সৌমঋত নাগ।