![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Byomkesh Hatyamancha: এবার বিদেশে ব্যোমকেশ, অরিন্দমের 'হত্যামঞ্চ' মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে
Byomkesh Hatyamancha Internationally Release: ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ব্যোমকেশ। বিশুপাল বধের অসমাপ্ত কাহিনি শেষ হয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ-র এই গল্পে।
![Byomkesh Hatyamancha: এবার বিদেশে ব্যোমকেশ, অরিন্দমের 'হত্যামঞ্চ' মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে Byomkesh Hatyamancha: “Byomkesh Hotyamancha” is releasing in major cinema chains Internationally like HOYTS Carousel, Western Australia, Black Town, New South Wales, provinces of Canada, UAE, USA in this week Byomkesh Hatyamancha: এবার বিদেশে ব্যোমকেশ, অরিন্দমের 'হত্যামঞ্চ' মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/5c40dc686344eb886ca75e512ad68fca166046296621249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এবার বিদেশেও রহস্য সমাধান করবে ব্যোমকেশ! সদ্যই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত ব্যোমকেশ হত্যামঞ্চ (Byomkesh Hatyamancha)। আর এবার নিউ সাউথ ওয়েলস (New South Wales) , ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (Western Australia), কানাডার বিভিন্ন প্রদেশে, ব্ল্যাক টাউন (Black Town), ইউএই (UAE) ও ইউএসএ (USA) -তে মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীতি ব্যোমকেশ।
ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ব্যোমকেশ। বিশুপাল বধের অসমাপ্ত কাহিনি শেষ হয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ-র এই গল্পে। রক্তাক্ত নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু, রহস্য উদঘাটনে ব্যোমকেশের ডাক। তারপর? হত্যালীলার মঞ্চের রক্তের রহস্য কি উদঘাটিত হবে? বিস্তারিত জানাতে গেলে চোখ রাখতে হবে রুপোলি পর্দায়।
প্রসঙ্গত, 'ব্যোমকেশ হত্যামঞ্চ' অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হয়েছে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প? ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ।
আরও পড়ুন: 'Gunjan Saxena': 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবির দুই বছর পূর্তি, আবেগঘন পরিচালক
এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'। এই গল্প তৈরি হয়েছে 'বিশুপাল বধ' উপন্যাসের আদলে। তবে বইতে 'বিশুপাল বধ' উপন্যাসটি ছিল অসমাপ্ত। কিন্তু পর্দায় এই গল্প সম্পূর্ণই থাকবে।
ছবি সম্পর্কে পরিচালক অরিন্দম শীল বলছেন, 'চতুর্থ ব্যোমকেশের রহস্য সমাধান করার অভিজ্ঞতা সবচেয়ে আলাদা। এত বড় একটা টিমের সঙ্গে কাজ করা, নাটকের প্রেক্ষাপট তৈরি করা সবই খুব সুন্দর অভিজ্ঞতা। আমার অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বিশেষ করে আর কিছু বলার নেই। ছবির কাস্টিং প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের এই ছবি নিয়ে অনেকটা আশা রয়েছে। আশা করি, ছবি দেখে মানুষের ঠিক ততটাই ভালো লাগবে।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)