Cheene Badam: 'আয় খুকু আয়', এক্স ইক্যুয়াল টু প্রেম'-এর পরে 'চিনেবাদাম', যশ-এনার ছবি মুক্তি পাচ্ছে ১০ জুন
শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulik) নতুন ছবি 'চিনেবাদাম' (Cheene Badam)-এর গল্প শুরু হয়েছে এমন প্রেক্ষাপটেই। গল্পের নায়ক যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নায়িকা এনা সাহা (Ena Saha)।
![Cheene Badam: 'আয় খুকু আয়', এক্স ইক্যুয়াল টু প্রেম'-এর পরে 'চিনেবাদাম', যশ-এনার ছবি মুক্তি পাচ্ছে ১০ জুন Cheene Badam: New Movie Cheene Badam is going to release on 10 June Cheene Badam: 'আয় খুকু আয়', এক্স ইক্যুয়াল টু প্রেম'-এর পরে 'চিনেবাদাম', যশ-এনার ছবি মুক্তি পাচ্ছে ১০ জুন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/19/070897621ed7d75d06ca44061f03940d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একইদিনে ছবির মুক্তি এড়াতেই কী একের পর এক পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি? প্রথমে সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স ইক্যুয়াল টু প্রেম', তারপরে সৌভিক কুণ্ডুর 'আয় খুকু আয়' আর এবার শিলাদিত্য মৌলিকের 'চিনেবাদাম'। ১০ জুন মুক্তি পাবে এই ছবি।
পিছোচ্ছে ছবির মুক্তি
শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulik) নতুন ছবি 'চিনেবাদাম' (Cheene Badam)-এর গল্প শুরু হয়েছে এমন প্রেক্ষাপটেই। গল্পের নায়ক যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নায়িকা এনা সাহা (Ena Saha)। জারেক এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবি মুক্তি পাচ্ছে ১০ জুন। ২৭ তারিখ থেকে মুক্তি পিছিয়ে ১৭ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত ছবি 'আয় খুকু আয়'। ২৭ মে আরও দুটি ছবি ‘ তীরন্দাজ শবর’, ও ‘ভয় পেও না’-রও মুক্তি পাওয়ার কথা।
মুখোমুখি দেখা হওয়ার আবেগ কী মুঠোফোনে মেটে? দু'বছর পরে প্রেমিকের সঙ্গে দেখা যগি ৫ মিনিটেই শেষ হয়ে যায়, প্রেমিকার মুখ ভার হওয়া তো স্বাভাবিক। তারপরে? অবশ্যই প্রেমিককে ফোন করে ঝগড়া। তাও ওই মুঠোফোনে বন্দি। তারপর? প্রেমিক প্রস্তাব দিল, ফোন দিয়েই ফোনের সমস্যা মেটাবে। যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। তৈরি হল নতুন অ্যাপ। 'চিনেবাদাম'
আরও পড়ুন: Aparajito: 'অপরাজিত' দেখার পাঁচদিন পর কেমন লেগেছে জানালেন গৌরব চক্রবর্তী
সদ্য় মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানেই পাওয়া যায় গল্পের ইঙ্গিত। বন্ধু খোঁজার জন্য নতুন অ্যাপ তৈরি করে বিদেশ থেকে ফেরা ছবির নায়ক। তৈরি হয় নতুন অফিস, নতুন লোকজন। সবসময়ের সঙ্গী প্রেমিকা তৃষা। বন্ধু খুঁজে পাওয়ার অ্যাপ 'চিনেবাদাম' সাফল্য পায় অল্প সময়ের মধ্যেই। কিন্তু তারপর এই অ্যাপকে ঘিরেই তৈরি হয় বিভিন্ন সমস্যা। মান-অভিমান, সম্পর্কের টানাপোড়েনের সম্মুখীন হয় ছবির নায়ক নায়িকাও। তাঁদের মিষ্টি প্রেম বদলে যায়। বন্ধু খুঁজে দিতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়ে ছবির নায়ক নিজেই। তারপর? উত্তর মিলবে ২৭ মে। 'চিনেবাদাম'-এর গল্পে।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির দুটি গান। 'কে ডাকে সাড়া দাও' ও 'হারিয়ে যাও যদি ভিড়ে'। দুটি প্রেমের গানই মনে ধরেছে দর্শকদের। 'হারিয়ে যাও যদি ভিড়ে' গেয়েছেন অনুপম রায়। গানটি মুক্তি পেয়েছিল নববর্ষের দিন। 'কে ডাকে সাড়া দাও' গানে শোনা গিয়েছে নচিকেতার কন্ঠস্বর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)