Darjeeling Jomjomat: ছোটবেলার সঙ্গে জড়িয়ে আছে ফেলুদা, শ্যুটিং শুরু করে স্মৃতিচারণ সৃজিতের
আধো অন্ধকার ঘরে তিনজন বসে। একজনের হাতে সিগারেট, সেখান থেকে ধোঁয়া উঠছে। গভীর আলোচনায় মগ্ন তিনজনেই। বসার ভঙ্গি দেখে মনে পড়ে যায় বিশেষ তিনজনের কথা।

কলকাতা: আধো অন্ধকার ঘরে তিনজন বসে। একজনের হাতে সিগারেট, সেখান থেকে ধোঁয়া উঠছে। গভীর আলোচনায় মগ্ন তিনজনেই। বসার ভঙ্গি দেখে মনে পড়ে যায় বিশেষ তিনজনের কথা। যে তিনজনের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির নস্ট্যালজিয়া, ছবির ফ্রেমে যেন ধরা দিয়েছে এই তিন চরিত্রই। ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু।
আগামীকাল থেকে 'দার্জিলিং জমজমাট'-এর দার্জিলিংয়ের অংশ ক্যামেরাবন্দি হবে। ইতিমধ্যেই দার্জিলিং পাড়ি দিয়েছেন সৃজিত মুখোপাধ্য়ায়, টোটা রায় চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একটু আগেই একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। লিখেছেন, 'যখন ফেলুদা শ্যুটিং করি তখন আমি সবচেয়ে সুখী মানুষ হয়ে যাই। কারণ আগামীকাল থেকে সেই ১০ বছরের ছেলেটা এসে আমার পাশে বসবে যে ৫/10 ইন্দ্র রায় রোডে জন্মেছিল। যে শ্রী হরি দোকানটা থেকে তার স্কুলের টিফিন কিনত, বিজলি সিনেমায় বৈদুর্য্য রহস্য দেখত আর ভবানীপুর বুক ব্যুরো থেকে ফেলুদার পাতলা পাতলা বইগুলো কিনে আনত। সেই ছেলেটা কাল থেকে আমার পাশে বসবে, মনিটরে চোখ রাখবে আর আমার সঙ্গে হাসবে, আমার সঙ্গে কাঁদবে। কারণ আমরা আমাদের স্মৃতিগুলোকে পুননির্মাণ করছি।'
ফের ফেলুদাকে পর্দায় ফেরানোর প্রস্তুতি শুরু করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আগামীকাল থেকে শ্যুটিং শুরু দার্জিলিংয়ের মাটিতে। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে কলকাতায় শ্যুটিংয়ের অংশ। আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক ও অভিনেতা দুজনেই। দার্জিলিং থেকে ছবি শেয়ার করে টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury) জানালেন, আগামীকাল থেকে শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছে টিম দার্জিলিং জমজমাট (Darjeeling Jomjomat)।
আরও পড়ুন: 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অনুপম, বিবেক, পল্লবীরা
এই প্রথম নয়, এর আগেও 'ফেলুদা ফেরত'-এ টোটাকে ফেলুদার ভূমিকায় দেখেছেন দর্শক। 'ছিন্নমস্তার অভিশাপ'-এর গল্প অবলম্বনে তৈরি হয়েছিল 'ফেলুদা ফেরত'। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তী। ফেলুদার চরিত্র নিয়ে মানুষের তো প্রচুর আশা, কল্পনা। দর্শকদের সেই আশা পূরণ করা কতটা চ্যালেঞ্জিং ছিল? এবিপি লাইভকে টোটা বলেছিলেন, 'সত্যি বলতে সেটা আমার পক্ষে অসম্ভব ছিল। সৌমিত্রবাবু বা সব্যসাচী চক্রবর্তী যা করেছেন আমার পক্ষে তার ২০ শতাংশও করা সম্ভব ছিল না। আমার সেই ক্ষমতাই নেই। আমি কেবল আমার অভিনেতা সত্ত্বাটিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাতে সঁপে দিয়েছিলাম। উনি যেমন করে বলেছেন আমি যতটা সম্ভব সেটাই করার চেষ্টা করেছি।'
সোশ্যাল মিডিয়ায় নিজের, জটায়ু অনির্বাণ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি পোস্ট করেছেন টোটা। ক্যাপশানে লিখেছেন, 'সন্ধে নামার আগে, কফি খাওয়ার পরে। কাল থেকে জমজমাট।' ছবিতে টোটা ট্যাগ করেছেন সৃজিত ও অনির্বাণকে। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে দাঁডি়য়ে রয়েছেন তিন তারকা। এর আগে বিমান বন্দর থেকে একটি ছবি আপলোড করেছিলেন সৃজিত। সেই ছবি ছিল শ্যুটিংয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার আগের।
">






















