Debina Bonnerjee Updates: দুই সন্তানকে কোলে নিয়ে দেবিনা, পোস্ট করলেন মিষ্টি ভিডিও
সদ্য মা-বাবা হয়েছেন গুরমিত চৌধুরি ও দেবিনা বন্দ্যোপাধ্যায়। কন্যাসন্তানের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মিষ্টি এক ভিডিওর মাধ্যমে। এবার দুই সন্তানের সঙ্গে ভিডিও পোস্ট করলেন দেবিনা।
মুম্বই: সদ্য মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) ও তাঁর জীবনে প্রথম সন্তান এসেছে। হাসপাতাল থেকে কন্যা সন্তানকে নিয়ে ফিরে বিশেষ ভিডিও পোস্ট করেন। কন্যা সন্তান আসার আনন্দে সাজিয়ে তোলা হয় সারা বাড়ি। আর এবার দুই সন্তানের সঙ্গে বিশেষ ভিডিও পোস্ট করলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়।
দুই সন্তানের সঙ্গে দেবিনা-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী। আর তাঁর কোলে উঠে শুয়ে পড়ছে তাঁর সারমেয় সন্তানটি। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আমার দুই সন্তানের সঙ্গে।' তার সঙ্গে হ্যাশট্যাগে 'মম লাইফ' লেখেন অভিনেত্রী। সদ্য মা হওয়ার পর বিশেষ অনুভূতি এভাবেই প্রকাশ করছেন দেবিনা। অভিনেত্রীর পোস্ট করা ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কেউ লিখেছেন, 'ঈশ্বর মঙ্গল করুন'। আবার কেউ কমেন্ট করেছেন 'অসাধারণ'।
আরও পড়ুন - Shahrukh Khan Photo: অ্যাটলির 'লায়ন' ছবির সেটে শাহরুখ খানের ছবি ফাঁস, মুখ ঢাকলেন স্কার্ফে
প্রসঙ্গত, সদ্য মা-বাবা হয়েছেন গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) ও দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। কন্যাসন্তানের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মিষ্টি এক ভিডিওর মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন গুরমিত (Gurmeet Choudhary) ও দেবিনা (Debina Bonnerjee)। সেখানে দেখা যাচ্ছে, মাথায় মাথা ঠেকিয়ে ঘনিষ্ঠ দম্পতি। আর তাঁদের সামনে রাখা রয়েছে কেক। গোলাপি সেই কেক একটা ছোট্ট বিছানার আকারের। সুসজ্জিত সেই বিছানার মাথার অর্ধেকটা ঢাকা, আর সেখানে শুয়ে আছে ছোট্ট একটা পুতুল। ছবিগুলি ভাগ করে নিয়ে গুরমিত লিখেছেন, 'আমাদের জীবনের একরত্তি রাজকন্যাকে উদযাপন করছি। বাড়িতে স্বাগত বেবি।'