Dev: স্যুইমিং পুলে অবসর যাপন, দেবের সঙ্গী হলেন কে?
Actor Dev on social media: ২১ জুলাই, রাষ্ট্রপতি নির্বাচন, সবকিছু মিলিয়ে এখন সরগরম রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু এরই মধ্যে তৃণমূল সাংসদের বিলাসবহুল বহুতলের বাড়িতে একটুকরো আলস্যের ছবি

কলকাতা: নীল জলে অবসর যাপন, সঙ্গে দুই পোষ্য কোনও ছবিতে আবার মা-বাবা। তবে এই ছবি কোনও সফরের নয়, নিজের বাড়িরই। সোশ্যাল মিডিয়ায় নিজের বিলাসবহুল বাড়ির স্যুইমিং পুলে অবসর যাপনের ছবি শেয়ার করে নিলেন অভিনেতা দেব (Dev)।
২১ জুলাই, রাষ্ট্রপতি নির্বাচন, সবকিছু মিলিয়ে এখন সরগরম রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু এরই মধ্যে তৃণমূল সাংসদের বিলাসবহুল বহুতলের বাড়িতে একটুকরো আলস্যের ছবি। স্যুইমিং পুলের একদিকে বসে রয়েছেন দেবের মা, অন্যদিকে বাবা। আর পোষ্যর সঙ্গে খেলা করছেন দেব। স্যুইমিং পুলে গা ডুবিয়ে দেব যেন একেবারেই মা-বাবার আদরের ছেলে। সোশ্যাল মিডিয়া ক্যাপশানে দেব লিখেছেন, 'বাড়িতেই বিচে ছুটি কাটানোর মতো ব্যবস্থা।'
আরও পড়ুন: Koffee With Karan: 'ও অন্তাভা'-র তালে সামান্থার সঙ্গে আল্লু অর্জুনের জায়গায় অক্ষয় কুমার!
রাজনীতির পাশাপাশি রুপোলি পর্দায় একের পর এক ছবি করে চলেছেন দেব। তাঁর আগামী ছবি 'কাছের মানুষ'। সেই ছবিতে একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন দেব। ক্যাপশানে লিখেছেন, 'আপনাদের পুজোর প্ল্যান তৈরি তো? আমাদের প্ল্যান কিন্তু সর্টেড "কাছের মানুষ" - এর সঙ্গে।'
View this post on Instagram






















