Dev Birthday: দেবের জন্মদিন শুরু হল পরোটা আর ভাঁড়ের চায়ে, সন্ধেয় হাজির হলেন অনুরাগীদের মধ্যে
Dev on his birthday: আজ দেবের জন্মদিন। ৪১ বছরে পা দিলেন দেব
কলকাতা: প্রত্যেক বছরই তাঁর জন্মদিনের দিনটা কাটে ভীষণ ব্যস্ততায়। ছবি মুক্তি থাকে যে... সেটার অন্যথা হল না এবারেও। তবে এবার জন্মদিনের দিনটা তিনি শুরু করলেন অন্যরকমভাবে। জন্মদিনের শুরু হল পরোটা আর ভাঁড়ের চা দিয়ে..
আজ দেবের জন্মদিন। ৪১ বছরে পা দিলেন দেব। ২২ তারিখ মুক্তি পেয়েছে 'প্রধান' (Pradhan)। আর সেই ছবির প্রিমিয়ারে গিয়েই কেক কেটেছেন দেব। সেখানে তাঁর পাশে ছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে এরপরে ইনস্টাগ্রামর স্টোরিতে ভেসে উঠল দেবের অন্যরকম জন্মদিন কাটানোর মুহূর্ত। সেখানে এক জায়গায় দেবকে দেখা গেল গাড়ির মধ্যে বসেই থালা হাতে পরোটা খেতে.. অন্য জায়গায় আবার দেখা গেল... ভাঁড়ের চা। তবে দেব একা নয়.. সঙ্গে দেখা গেল আরও অনেকে হাত। অর্থাৎ বন্ধুদের সঙ্গে শহরে নৈশ্য-ভ্রমণে বেরিয়েছিলেন তিনি।
তবে জন্মদিনেও হল ভিজিটে গিয়েছেন দেব। এমনিতেই তাঁকে দেখলে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাসের সীমা থাকে না। আর আজ তো নায়কের জন্মদিন। ছবি শেষ হতেই অনুরাগীদের সামনে হাজির হলেন দেব। হাজির ছিলেন অতনু, অভিজিৎ ও সৌমিতৃষাও। দর্শকদের সামনেই কেক কাটেন তিনি.. খাইয়েও দেন সবাইকেই। হাতও মেলান দর্শকদের সঙ্গে।
এর আগে, এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে দেব বলেছিলেন, 'আমার বাবা-মা আমার সঙ্গেই থাকেন। তাই রোজই আমার জন্মদিন বলে মনে হয়। আর ২০-৩০ বছর বয়সে জন্মদিন নিয়ে একটা উদ্দীপনা থাকে। বয়স বাড়তে বাড়তে সেই উদ্দীপনাটা হারিয়ে যায়। আর এখন পরিস্থিতি বদলে গিয়েছে। প্রায় প্রত্যেক জন্মদিনেই আমার একটা করে ছবি মুক্তি পায়। তার চাপ থাকেই। শেষ কোন জন্মদিন চাপমুক্ত হয়ে কাটিয়েছি মনে নেই। তবে এই প্রেশারটা আমার নিতে ভাল লাগে। কারণ যতদিন ছবি মুক্তি পাচ্ছে, ততদিন মনে হয় দর্শক আমার ছবি দেখছেন। আমি বেঁচে আছি। আমার অভিনেতা-সত্ত্বা বেঁচে রয়েছে। ফলে এই ছবি মুক্তির টেনশন, ব্যস্ততা সবকিছুই আমি বেশ উপভোগ করি।'
আরও পড়ুন: Salaar Collection: ৪ দিনে ডবল সেঞ্চুরি! প্রভাসের জাদুতে 'সালার' ২০০ কোটির ক্লাবে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।