Dia Mirza in Bollywood: বলিউডে দু'দশক কাটিয়ে ফেললেন দিয়া মির্জা, কোন ছবি দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার?
২০০১ সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় ছবি 'রেহনা হ্যায় তেরে দিল মে'। ছবিতে অভিনয় করেছিলেন দিয়া মির্জা, সেফ আলি খান এবং তামিল অভিনেতা আর মাধবন।
মুম্বই : দেখতে দেখতে দুটো দশক বলিউডে কাটিয়ে ফেললেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। হিন্দি ছবির জগতে দু'দশক পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আবেগঘন বার্তাও পোস্ট করলেন অভিনেত্রী।
আরও পড়ুন - Sardar Udham: IMDb-র বিচারে কত রেটিং পেলো ভিকি কৌশলের 'সর্দার উধম'?
আরও পড়ুন - Vidyut Jammwal Update: কোন ছবি পছন্দ, কোনটাই বা অপছন্দ? বিদ্যুৎ জামওয়ালের উত্তর জানলে চমকে যাবেন
২০০১ সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় ছবি 'রেহনা হ্যায় তেরে দিল মে'। ছবিতে অভিনয় করেছিলেন দিয়া মির্জা, সেফ আলি খান এবং তামিল অভিনেতা আর মাধবন। ত্রিকোণ প্রেমের ছবি 'রেহনা হ্যায় তেরে দিল মে' আরও দর্শকদের পছন্দের তালিকায় জায়গা ধরে রেখেছে। তার পাশাপাশি ছবির জনপ্রিয় কিছু গান আজও বহু মানুষের মোবাইলে বেজে ওঠে। ২০০১ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর ছবির গান 'জারা জারা' হোক কিংবা 'সচ ক্যাহতে হ্যায়' কিংবা ছবির টাইটেল ট্র্যাক, ছবির মতোই জনপ্রিয় হয়।
'রেহনা হ্যায় তেরে দিল মে'-র কুড়ি বছর পূর্তির সঙ্গে সঙ্গে অভিনয় জীবনেও দুটো দশক পেরিয়ে গেলো দিয়া মির্জার। তাই নিজের টুইটার হ্যান্ডলে অভিনেত্রী লিখেছেন যে, 'ডেবিউ করার পর বলিউডে আমার কুড়িটা বছর কেটে গেল। প্রথমদিন থেকে আজ পর্যন্ত কী অসাধারণ জার্নি পেরিয়ে এলাম। কত চ্যালেঞ্জ, কতরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একজন শিল্পী হিসেবে প্রতিদিনই কিছু না কিছু শিখি। এভাবেই শিখতে থাকব। সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই সবথেকে বড় ধন্যবাদ 'রেহনা হ্যায় তেরে দিল মে'-র জন্য।'
আরও পড়ুন - Hrithik Viral Dance: জিম সেশনে হৃত্বিকের ডান্স স্টেপে মেতে উঠেছেন বলি সেলেবরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
আরও পড়ুন - Ranveer Singh Update: রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র প্রথম প্রতিযোগী কত টাকা জিতলেন?
পরিচালক গৌতম মেননের ছবি 'রেহনা হ্যায় তেরে দিল মে'। এই ছবি দিয়ে দিয়া মির্জা বলিউডে ডেবিউ করার পাশাপাশি তামিল অভিনেতা আর মাধবনেরও এটি প্রথম বলিউড ছবি।