Subhasree Birthday: জন্মদিন উদযাপনেও মিশে রইল দ্বিতীয় সন্তানের অপেক্ষা, ৩৩ পূর্ণ করলেন শুভশ্রী
Subhasree Ganguly Birthday: এই বছর পুজো থেকে মূলত বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি, তাই বিশেষ সাবধানতা বজায় রাখছেন অভিনেত্রী
কলকাতা: আজ তাঁর জন্মদিন। দ্বিতীয়বার মা হওয়ার আগে... বিশেষ দিন উদযাপন করলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই উদযাপনের ছবি। গাঢ় নীল পশ্চিমি গাউনে স্পষ্ট তাঁর বেবি বাম্প। ৩৩ বছরে পা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
এই বছর পুজো থেকে মূলত বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি, তাই বিশেষ সাবধানতা বজায় রাখছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বোঝা যায়, বাড়িতেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কখনও তিনি তাঁর ছোট্ট ছেলে ইউভানকে ভূত সাজিয়ে দিচ্ছেন, কখনও আবার সময় কাটাচ্ছেন স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি গাঢ় নীল রঙের পশ্চিমি পোশাক পরা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। খোলা চুল, যথাযথ রূপটান। বডি হাগিং পোশাকে স্পষ্ট তাঁর বেবি বাম্প। হাত দিয়ে আগলে রয়েছেন তিনি তাঁর হবু সন্তানকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির প্রশংসা করেছেন অনেকেই। ছবির ক্যাপশানে শুভশ্রী লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে টু মি'।
দ্বিতীয় সন্তানকে সময় দেওয়ার জন্যই একাধিক ছবির অফার ছেড়েছেন শুভশ্রী। ছোটপর্দার নাচের অনুষ্ঠানে তিনি বিচারকের ভূমিকা পালন করলেও শ্যুটিংয়ের সময় সাবধানতা অবলম্বন করছিলেন তিনি। পুজোর সময় আবাসনের পুজোতেই ছিলেন অভিনেত্রী। এই সময়টা হয় রাজের গ্রামের বাড়ি হালিশহর অথবা বাপের বাড়িতে সময় কাটান শুভশ্রী। তবে এই বছর সেই সমস্ত পরিকল্পনাই বাতিল করেছেন শুভশ্রী। পরিবারের সবার সঙ্গেই সময় কাটিয়েছিলেন তিনি। তবে যোগ দিয়েছিলেন সিঁদুর খেলা সহ অন্যান্য উপাচারেও।
প্রথমবার মা হওয়ার সময় শুভশ্রী হামেশাই শেয়ার করে নিতেন নিয়ম ভাঙার ছবি। কখনও তিনি ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছেন মধ্যরাতে, কখনও আবার সময় কাটাচ্ছেন বিশ্রাম নিয়েই। তবে দ্বিতীয়বার মা হওয়ার আগে শরীরচর্চায় ফাঁকি দিচ্ছেন না অভিনেত্রী। সদ্য প্রকাশ্যে এসেছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর শরীরচর্চার দৃশ্য। সেই ছবি নিয়ে অবশ্য কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। সেই সমস্ত কটাক্ষতে কান দেওয়ার এখন সময় নেই অভিনেত্রীর। দ্বিতীয় সন্তানের আগমনের জন্য অধীরভাবে অপেক্ষা করছেন শুভশ্রী ও রাজ।
View this post on Instagram