Top Social Post: নেটিজেনদের কটাক্ষের শিকার মিথিলা, অর্জুনের পোস্টে বিচ্ছেদের জল্পনা, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
![Top Social Post: নেটিজেনদের কটাক্ষের শিকার মিথিলা, অর্জুনের পোস্টে বিচ্ছেদের জল্পনা, আজকের 'সোশ্যালে সেরা' entertainment news rafiath rashid mithila gets trolled by netizens Arjun Kapoor posts solo trip pictures rumours of break up top social posts Top Social Post: নেটিজেনদের কটাক্ষের শিকার মিথিলা, অর্জুনের পোস্টে বিচ্ছেদের জল্পনা, আজকের 'সোশ্যালে সেরা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/5f3a149fb82c6063d62b1d100f31bb311692472281244229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
কটাক্ষের শিকার মিথিলা
সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-র পরিবারে নতুন সদস্য! সোশ্যাল মিডিয়ায় নতুন সদস্য আসার খবর দিলেন অভিনেত্রী। বাড়িতে এক পোষ্য নিয়ে এসেছেন তিনি। তবে সেই আদুরে পোষ্যর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষ ধেয়ে এল অভিনেত্রীর দিকে! সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি কুকুরের ছবি শেয়ার করেছেন মিথিলা। শিহ তাজু প্রজাতির একটি পোষ্যকে বাড়িতে নিয়ে এসেছেন মিথিলা। গলায় গোলাপি ঘুঙুর, সাদা লোমের মিষ্টি এই পোষ্য দাপিয়ে বেড়াচ্ছে গোটা ঘর জুড়ে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন মিথিলা। ইতিমধ্যেই নামকরণ হয়ে গিয়েছে খুদের। তার নাম ইলা। সেই ইলাকে নিয়ে যে মিথিলা খুশি, তা স্পষ্ট তার লেখায়। পোষ্য কেমন করে ঘরে খেলা করে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন মিথিলা। তবে নায়িকার এই পোষ্যের খবরকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। সদ্য সৃজিতের পোস্ট থেকে খবর পৌঁছেছিল, তিনি অসুস্থ। তার মধ্যেই এই খুশির পোস্ট দিয়ে কটাক্ষের স্বীকার হতে হয় মিথিলাকে। আক্রমণ করা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। তবে এই সমস্ত কটাক্ষের তিনি কোনও উত্তর দেননি। আপাতত তিনি ব্যস্ত তাঁর জীবনের 'বান্ডল অফ জয়' ইলাকে নিয়ে।
View this post on Instagram
মালাইকা-অর্জুনের সম্পর্কে চিড়?
কখনওই নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখেননি অর্জুন কপূর (Arjun Kapoor) বা মালাইকা অরোরা (Malaika Arora)। বয়সের তফাত নিয়েও প্রায়ই ট্রোল হতেন তাঁরা। তবে সব সমালোচনা বারবারই তাঁদের সমীকরণের কাছে হার মেনেছে। তাঁদের ছবি, ভিডিওয় মজেছেন অনুরাগীরা। চার বছর বয়স তাঁদের সম্পর্কের। কিন্তু অর্জুন কপূরের শেষ পোস্ট করা একগুচ্ছ ছবি ফের উস্কে দিয়েছে জল্পনা। সম্প্রতি অর্জুন কপূর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর 'সোলো ট্রিপ'-এর বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যা দেখে নেটিজেনদের মত, অর্জুন ও মালাইকার সম্পর্ক বোধ হয় আগের মতো মোলায়েম নেই। তিনি ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'জীবন ছোট, তাই উইকেন্ডগুলো দীর্ঘ করে ফেলুন...'। তাঁর পোস্টে তুতো বোন রিয়া কপূর ভালবাসা জানিয়েছেন। নেটিজেনদের একাংশের দাবি, নিশ্চয়ই বিচ্ছেদ হয়ে গিয়েছে অর্জুন কপূর ও মালাইকা অরোরার। আর তাই তিনি একা ঘুরতে গিয়েছেন। কিন্তু সত্যিই কি তাই? সম্পর্কে থাকলেও কারও একা ঘুরতে যাওয়া কি খুব অস্বাভাবিক? কিন্তু নেটিজেনরা বোধ হয় এখনও সেই কনসেপ্টে বিশ্বাসী নন। তার প্রমাণ অভিনেতার পোস্টের কমেন্ট বক্স। একজন লিখেছেন, 'বলবেন না যে আপনি আর মালাইকা অরোরা একসঙ্গে নেই।' প্রসঙ্গত, এপি ঢিলোঁর পার্টিতেও একাই উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। ফলে দুই তারকার বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি দুই তারকার কেউই।
View this post on Instagram
আরও পড়ুন: Srijit Mukherji: ডেঙ্গি আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)