Fighter BO Collection: ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে হৃতিক-দীপিকা জুটির জাদু ! ৫ দিনে কত আয় 'ফাইটার'-এর ?
Fighter Film: ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃতিক-দীপিকার 'ফাইটার'। ৫ দিন পেরিয়ে গেছে। ১২৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই এই ছবি। কবে ১৫০ কোটির ক্লাবে ঢুকবে 'ফাইটার' ?
নয়াদিল্লি: বক্স অফিসে হইহই করে চলছে সিদ্ধার্থ আনন্দের ছবি 'ফাইটার' (Fighter BO Collection)। মুক্তির ৫ দিনের মধ্যেই প্রায় ১২৭ কোটি টাকা আয় করেছে 'ফাইটার'। ২৫ জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার পরে পঞ্চম দিনে এই ছবি আয় করেছে ৮ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের মতে, আর কয়েকদিনের মধ্যেই ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে 'ফাইটার'।
দর্শক এবং সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি (Fighter BO Collection)। রবিবার এই ছবি সারা দেশজুড়ে প্রায় ২৯ কোটি টাকার ব্যবসা করেছিল, কিন্তু সোমবার ছবির ব্যবসা বক্স অফিসে খানিক ঝিমিয়ে পড়ে। সোমবার সারা দেশে ছবিটি মাত্র ৮ কোটি টাকার ব্যবসা করেছে। মুক্তির দিন ধরলে মোট ৫ দিনে হৃতিক-দীপিকার এই ছবি মোট ১২৬.৫০ কোটি টাকা আয় করেছে। ছবির ট্রেলার দেখে যতটা উত্তেজনা ছড়িয়েছিল দর্শকমহলে, ছবি মুক্তির পর ততটা আগ্রহ আর দেখা যাচ্ছে না। ছবিতে হৃতিক দীপিকার রসায়ন নিয়ে চর্চা হলেও মিশ্র প্রতিক্রিয়া এখনও বহাল।
সিদ্ধার্থ আনন্দের 'মারফ্লিক্স এন্টারটেনমেন্ট' ও 'ভায়াকম ১৮ স্টুডিওজ'-এর তৈরি 'ফাইটার' হচ্ছে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ফিল্ম। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কপূর এই ছবির অন্যতম তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, লড়াই নিয়ে তৈরি এই ছবির অভিনেতারা মূলত ফাইটার (Fighter BO Collection) পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। ছবি মুক্তির আগে সেন্সরের কোপে পড়েছিল 'ফাইটার'। সেন্সর বোর্ড এই ছবিতে মোট ৪টি কাটের নির্দেশ দিয়েছেন। ছবিতে 'ধূমপান বিরোধী সতর্কবার্তা' হিন্দিতে উল্লেখ করতে বলা হয়েছিল বলেও খবর সূত্রের। সংলাপের মধ্যে বেশ কিছু 'কুকথা' বাদ পড়েছে। CBFC ছবির নির্মাতাদের কিছু 'যৌন ইঙ্গিতকারী দৃশ্য' সরিয়ে ফেলতে বলেছে বলেও জানা যাচ্ছে। সমস্ত ধরনের কাটছাঁটের পর 'ফাইটার' ছবিটি U/A ছাড়পত্র পেয়েছে। কাটছাঁটের পর ২ ঘণ্টা ৪৬ মিনিট দীর্ঘ এই 'ফাইটার' ছবি মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি।
তাতেও সমস্যা মেটেনি। কাঁচি চলার পরেও মেলেনি হল। আরব আমিরশাহী ছাড়া অন্য কোনও আরব উপসাগরীয় অঞ্চলে এই ছবি দেখানো হবে না বলেই জানা গিয়েছে। তবে ভারতেও সমস্ত প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায়নি 'ফাইটার'। সোমবার আরও কিছু অতিরিক্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। ফলে আর কয়েকদিনের মধ্যেই আরও ব্যবসা করতে পারে এই ছবি, এমনই আন্দাজ করছেন ট্রেড অ্যানালিস্টরা।
আরও পড়ুন: Thalapathy Vijay: রাজনীতিতে পা রাখছেন ‘থলপতি’ বিজয়, গোড়াতেই নিজের দলের সভাপতি হলেন, শীঘ্রই ঘোষণা