(Source: ECI/ABP News/ABP Majha)
Bengali Serial Update: বন্ধ সিরিয়ালের শ্যুটিং, ফুলকি, মিঠিঝোরা, নিম ফুলের মধু.. কোন ধারাবাহিকে কতটা ব্যাঙ্কিং করা রয়েছে?
Bengali Serial Update: তীব্র অচলাবস্থা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শ্য়ুটিং। এই পরিস্থিতি দ্রুত না কাটলে এর প্রভাব এবার সরাসরি পড়তে পাড়ে সিরিয়ালগুলির ওপর।
কলকাতা: স্টুডিওপাড়ায় দ্রুত অচলাবস্থা না কাটলে কী এবার সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে হবে দর্শকদের? টালিগঞ্জের স্টুডিওপাড়া সূত্রে খবর, সব ধারাবাহিকেরই অল্প কিছুদিনের এপিসোডের ব্যাঙ্কিং রয়েছে। কোন সিরিয়ালের কতদিনের ব্যাঙ্কিং রয়েছে? খোঁজ নিল এবিপি আনন্দ (ABP Ananda)।
তীব্র অচলাবস্থা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শ্য়ুটিং। এই পরিস্থিতি দ্রুত না কাটলে এর প্রভাব এবার সরাসরি পড়তে পাড়ে সিরিয়ালগুলির ওপর। শ্য়ুটিং দ্রুত শুরু না হলে কি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে হবে দর্শকদের? পুরনো এপিসোড দেখেই মন ভরাতে হতে পারে দর্শকদের? টালিগঞ্জের স্টুডিওপাড়া সূত্রে খবর, ধারাবাহিক 'মিঠিঝোরা'র ৫ দিনের এপিসোডের ব্যাঙ্কিং রয়েছে। 'ফুলকি'-র ৪দিনের এপিসোড ব্যাঙ্কিং রয়েছে। 'নিম ফুলের মধু'-র ৩ দিনের ব্যাঙ্কিং রয়েছে। 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' এর ৬ দিনের মতো এপিসোডের ব্য়াঙ্কিং রয়েছে।
টালিগঞ্জের স্টুডিওপাড়া সূত্রে খবর, 'তোমাদের রানি'-র সোমবারই শ্যুটিং-এর শেষ দিন ছিল। যা কর্মবিরতির জন্য এদিন হয়নি। ধারাবাহিক 'কথা'-র ৪ দিনের এপিসোড ব্য়াঙ্কিং রয়েছে। 'উড়ান'-এর হাতে রয়েছে এখন মাত্র ৩ দিনের এপিসোড। টালিগঞ্জের স্টুডিওপাড়া সূত্রে খবর, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৯টা সিরিয়ালের ডবল ইউনিট শ্যুটিং হয়েছে। পরিচালকরা বুঝিয়ে দিয়েছে তাঁরা নিজেদের অবস্থানে অনড়। ফেডারেশন অনমনীয়। শেষ অবধি কী হবে? সেই উত্তর দেবে সময়।
অন্যদিকে আজ, 'অনেক মানুষ এমন রয়েছেন যাঁদের ৪০ বছরের বেশি অভিজ্ঞতা। তাঁরা যথেষ্ট পরিশীলিত ভাষাতেই কথা বলেন। ইন্ডাস্ট্রিতে যাঁরা দীর্ঘদিন কাজ করেন, তাঁরা প্রতিনিয়ত এই অবস্থার উন্নতির চেষ্টা করছেন। আজ ফেডারেশনের যে বৈঠক হয়েছে, যে সমস্ত কলাকুশলীরা কথা বলেছেন, আমি তাঁদের সুরে সুর মিলিয়েই বলব, ভ্রাতৃত্ববোধে কোনও অসুবিধা নেই। পরিবার বোধে অসুবিধা নেই। অসুবিধা রয়েছে প্রয়োগ প্রক্রিয়ার। এটুকুই আমাদের সবার মনে হয়। আমরা সবাই মনে করছি, নিয়ম-আইন সবকিছুকে আর একবার করে খতিয়ে দেখা দরকার। আমরা, সিনিয়ার-জুনিয়ার সবাই চাইছি এই আমরা-ওরা-র দ্বন্দ্বটা বাদ যাক। মূল সমস্যায় আসা যাক। আপনারা সকলেই জানেন, ফেডারেশনের তরফ থেকে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে। আমাদের তরফ থেকেও আলোচনার দরজা খোলা রয়েছে। আমরা সর্বসম্মতিক্ষমে আমাদের আজকের সিদ্ধান্ত, আমরা আগামীকালও কর্মবিরতি বজায় রাখছি, সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে।'
আরও পড়ুন: Anirban on Tollywood Controversy: বহাল থাকছে কর্মবিরতি, আলোচনার দরজাও খোলা : অনির্বাণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।