Dev Reaction on Tonic: অতিমারির পরে সমস্ত রেকর্ড ভাঙল 'টনিক', আপ্লুত দেব
গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'টনিক'। বহু প্রতীক্ষার পর অবশেষে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির মুগ্ধ করা মেলবন্ধন চাক্ষুস করতে পেরেছে দর্শক। একেবারেই দুটো আলাদা প্রজন্মের অভিনেতা তাঁরা।
কলকাতা: বড়দিনের একদিন আগে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার দেবের (Dev) নতুন ছবি 'টনিক' (Tonic)। দেব ছাড়াও এই ছবিতে যাঁকে নিয়ে সবথেকে বেশি উত্তেজিত দর্শক, তিনি অবশ্যই পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। দুই আলাদা প্রজন্মের দুই অভিনেতার মেলবন্ধনে জমজমাট বাংলা ছবি 'টনিক'। করোনা পরিস্থিতির পর ফের সিনেমাহলে গিয়ে দর্শক টিকিট কেটে ছবি দেখছেন। আর সেই সিনেমাহলেই দর্শক ফেরাতে সক্ষম হয়েছে 'টনিক'। নতুন ছবির সাফল্যে আপ্লুত দেব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করে দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা।
গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'টনিক'। বহু প্রতীক্ষার পর অবশেষে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির মুগ্ধ করা মেলবন্ধন চাক্ষুস করতে পেরেছে দর্শক। একেবারেই দুটো আলাদা প্রজন্মের অভিনেতা তাঁরা। কিন্তু পর্দায় তাঁদের জুটি মন জিতে নিয়েছে দর্শকের। আর তাতেই বাজিমাৎ 'টনিক'। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির সাফল্য সম্পর্ক বলতে গিয়ে দেব লেখেন, 'সুপ্রভাত বন্ধুরা। অতিমারির পরবর্তী সময়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে টনিক। আমি শুধুই ধন্যবাদ জানাতে পারি দর্শকদের। যাঁরা টিকিট কেটে সিনেমাহলে ছবিটি দেখেছেন। ভালোবাসা, বিশ্বাস এবং কৃতজ্ঞতা।'
আরও পড়ুন - Jersey Film Postponed: ৩১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে না 'জার্সি', তাহলে কি ওটিটিতে আসবে?
বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেবের ছবি মানেই সেখানে আলাদা কিছু পাওয়ার জন্য প্রত্যাশায় থাকেন অনুরাগীরা। গান থেকে ছবির দৃশ্যস্থাপন কিংবা মনে রাখার কোনও মুহূর্ত নাহলে বিদেশের দুর্দান্ত লোকেশন, অভিনেতা দেবের ছবি মানেই কিছু হটকে। আর 'টনিক' ছবিটি আসার আগে থেকেই প্রত্যাশা ছিল চূড়ান্ত। সঙ্গী যদি আবার পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতা হন, তাহলে দর্শকের প্রত্যাশা যে একটি বেশি থাকবে, তা বলাই বাহুল্য। আর সেই প্রত্যাশার ফলই এবার সামনে আসতে শুরু করেছে। করোনা পরিস্থিতি পেরিয়ে যে সকল বাংলা ছবি সিনেমাহলে মুক্তি পেয়েছে, তার মধ্যে বক্স অফিস কালেকশনে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'টনিক'। ছবির এমন সাফল্যে আপ্লুত দেব।