Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: রেকর্ড ব্যবসা করল দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি' (Projapati) ছবি। তুনিশা শর্মার মৃত্যু তদন্ত (Tunisha Sharma Death Case) এখনও অব্যাহত। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
সন্তানের কী নাম রাখলেন দেবিনা-গুরমিত?
টেলিভিশন তারকা দম্পতি দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরি গত বছর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। নাম কী রাখলেন? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দ্বিতীয় সন্তানের নাম জানান দম্পতি। খুদে কন্যার নাম রেখেছেন দিবিশা (Dibisha)। গোয়ার সমুদ্র সৈকত থেকে একটি ছবি পোস্ট করেন তাঁরা। সেখানে মেয়েকে কোলে দেখা যাচ্ছে দম্পতিকে।
'দিলখুশ' ছবির ট্রেলার প্রকাশ্যে
প্রকাশ্যে এল 'দিলখুশ' ছবির ট্রেলার (Dilkhush Trailer Out)। রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) আগামী ছবি নিয়ে ইতিমধ্যেই বেশ উৎসাহ তৈরি হয়েছে দর্শক মহলে। ছবির গানও মনে ধরেছে অনুরাগীদের। সেই আবহেই ট্রেলার এল প্রকাশ্যে। প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস' (SVF) তাঁদের ২০২৩ সালের প্রথম ছবির মুক্তি নিয়ে একেবারে তৈরি।
'১৮৯৯' দ্বিতীয় সিজনের দাবিতে অনুরাগীরা
নির্মাতাদের তরফে জারি হওয়া বিবৃতিতে লেখা হয়, 'খুব দুঃখের সঙ্গে আপনাদের বলতে হচ্ছে, '১৮৯৯'-এর পুনর্নবীকরণ হবে না। এই দুর্দান্ত সফর দ্বিতীয় ও তৃতীয় মরসুমের সঙ্গে শেষ করতে খুবই চেয়েছিলাম আমরা যেমন 'ডার্ক'-এর জন্য করেছিলাম। কিন্তু কখনও কখনও যেমন ভাবি আমরা সেরকম কাজ হয় না। জীবনটাই এমন।' এই খবর প্রকাশ্যে আসার পরে আশাহত অনুরাগীরা। তাঁরা পিটিশনও সই করতে শুরু করেছেন। এই বাতিলের সিদ্ধান্ত বদলের জন্য নেটফ্লিক্সের কাছে আবেদন করে সেই মর্মে পিটিশন তৈরি হয়েছে।
১ জানুয়ারি রেকর্ড ভাঙা ব্যবসা করল 'প্রজাপতি'
উৎসবের মরসুমে মুক্তি পেয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'প্রজাপতি' (Projapati)। ছবি মুক্তির পর একাধিক বিতর্কে যেমন জড়িয়েছে, তেমনই দর্শকের ভালবাসাও পেয়েছে অঢেল। তার প্রমাণ ১ জানুয়ারি ২০২৩-এ ছবির বক্স অফিস আয়ের (Record Box Office Collection) পরিমাণ। নয়া রেকর্ড গড়েছে অভিজিৎ সেন (Avijit Sen) পরিচালিত এই ছবি। ৩ জানুয়ারি, ছবি নির্মাতাদের তরফে ঘোষণা করা হয় যে ১ জানুয়ারি ২০২৩-এ 'প্রজাপতি' বাংলা ছবির ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ দর্শক প্রেক্ষাগৃহে টেনেছে। ওই একদিনেই 'প্রজাপতি' ১ কোটি টাকারও বেশি আয় করেছে। প্রযোজনা সংস্থার তরফে দর্শকদের ধন্যবাদ জানানো হয় এদিন।
রাশিয়ায় অব্যাহত 'পুষ্পা' ঝড়
ডিসেম্বর মাসে রাশিয়ায় মুক্তি পেয়েছে অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ'-এর রুশ সংস্করণ। রাশিয়ার দর্শকদের মন জয় করে চলেছে এই ছবি। রাশিয়ার মুদ্রায় ১.০২ কোটি রুবলস আয় করেছে ইতিমধ্যেই এই ছবি। এছাড়াও সেই দেশের মোট ৭৭৪টি প্রেক্ষাগৃহে এখনও চলছে এই ছবি। প্রথমে যে কটি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায়, তার থেকেও একটি হলের সংখ্যাও কমেনি এখনও পর্যন্ত।
তুনিশা শর্মা মৃত্যু তদন্তে জেলে শিজান, তাঁর অনুরোধ কি মানা হল?
তুনিশা শর্মা মৃত্যু কাণ্ডে (Tunisha Sharma Death Case) গ্রেফতার অভিনেতা শিজান খান (Sheezan Khan) তাঁর চুল না কাটার (No Hair Cut) ও মেডিক্যাল কাউন্সেলিং (medical counselling) করানোর অনুরোধ করেন বলে খবর সূত্রের। অভিনেতা শিজান খানের ক্ষেত্রে বিচারাধীন অভিযুক্তদের পরিচালনার বিষয়ে জেল নির্দেশিকা অনুসরণ করা হবে, কর্তৃপক্ষ সোমবার মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আদালতকে জানিয়েছিল। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, চুল কাটা, জেলের নিরাপত্তা বৃদ্ধি এবং মেডিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শিজান খানের অনুরোধগুলি বাসাই আদালত মঞ্জুর করেছে। আগামী এক মাসের জন্য, টেলিভিশন অভিনেতার চুল কাটা হবে না।