Top Entertainment News Today: বিনোদন জগতের সেরা এক ডজন খবর একঝলকে
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। সেরা এক ডজন খবরে চোখ বুলিয়ে নিন (Top Entertainment News Today)।
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। সেরা এক ডজন খবরে চোখ বুলিয়ে নিন (Top Entertainment News Today)।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ২ বিভাগে মনোনয়ন পেল 'আর আর আর'-
রাজামৌলি পরিচালিত ও রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত এই পিরিয়ড ড্রামা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের 'বেস্ট নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম' (Best Non-English Language Film) ও নাটু নাটু গানের জন্য 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song for Naatu Naatu) বিভাগে মনোনীত হল। জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।
বলিউডে এবার রণবীর-শ্রদ্ধা জুটি, প্রকাশ্যে 'টিজেএমএম' টিজার পোস্টার-
শ্রদ্ধা কপূর মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। লভ রঞ্জনের পরিচালনায় তিনি এবার জুটি বাঁধতে চলেছেন রণবীর কপূরের সঙ্গে। তবে ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি। এদিন ছবির প্রথম পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। নাম না প্রকাশ করে অনুরাগীদের বলেন আন্দাজ করতে। এদিন যে পোস্টার প্রকাশ্যে এসেছে তাতে ছবির নামের আদ্যক্ষর দেওয়া। পোস্টারে লেখা হয়েছে 'টি জে এম এম' (TJMM)। এর কী মানে? ভাবতে বসেছেন নেটিজেনরা।
পর্নোগ্রাফি মামলায় আগাম জামিন পেলেন রাজ কুন্দ্রা, পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া-
বিচারপতি কে এম জোসেফ এবং বি ভি নাগারথনার (K.M. Joseph and B.V. Nagarathna) বেঞ্চের তরফে বলা হয়েছে, 'দুই পক্ষের আইনজীবীদের কথা শুনে আমাদের মনে হয়েছে যে আবেদনকারীদের আগাম জামিন দেওয়া হতে পারে...।" এক পক্ষের আবেদনকারীর প্রতিনিধি হিসেবে সিনিয়র অ্যাডভোকেট আর. বসন্ত, মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে বলে বেঞ্চের সামনে যুক্তি দেন। তিনি জানান যে অভিযুক্তরা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। ওই বেঞ্চ কুন্দ্রা এবং অন্যান্য অভিযুক্তদের তদন্তে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। এর আগে, রাজ কুন্দ্রাকে সুপ্রিম কোর্টের তরফে গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। মামলায় শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডেকেও সহ-অভিযুক্ত করা হয়েছে।
জন্মদিনে বিশেষ পোস্ট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের-
১৩ ডিসেম্বর, স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। কিছু বোল্ড ছবির কোলাজে রিল তৈরি করে পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশন নজরকাড়া। লিখেছেন, 'আমাদের ক্রমাগত শক্তিশালী ও স্বাধীন বলতে থাকা তকমাগুলি নিয়ে ক্লান্ত হই না? আমি হই এবং সেই কারণে এখন থেকে নিজের তকমা নিজেই তৈরি করছি। সাহসী, দক্ষ, অসাধারণ। এটাই আমরা!' সেই সঙ্গে ক্যাপশনের শেষে লেখেন, 'বি. দ্র. কারণ, এই একটা জীবন যথেষ্ট নয়!' হ্যাশট্যাগে লেখেন, 'ফর্টি টু অ্যান্ড ফ্যাবুলাস'।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: দীর্ঘ বিরতির পর কামব্যাক, ভাগ্য ফেরাতে কি সলমন খানের পথ অনুসরণ করলেন কিং খান?
নোরার অভিযোগের জবাব দিলেন জ্যাকলিন-
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন ফার্নান্ডেজের আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, 'প্রিন্ট মিডিয়া বা কোনও প্রকার ইলেক্টনিক মিডিয়ায় নোরার বিরুদ্ধে জ্যাকলিন কোনওরকম বিবৃতি দেননি। কোনও নোরাকে নিয়ে কোনও প্রকার কথা বলেননি। ইডির জিজ্ঞাসাবাদে কী কথা হচ্ছে, তা সম্পূর্ণভাবে গোপন রেখেছেন তিনি। আইনের সমস্ত নিয়ম মেনে চলছেন। সোশ্যাল মিডিয়াতেও কোনওরকম মতামত রাখা থেকে নিজেকে দূরে রেখেছেন। নোরার করা মানহানির মামলার কোনওরকম অফিশিয়াল নথি এখনও পর্যন্ত আমরা পাইনি। যখনই আমরা অফিশিয়াল কোনও নথি হাতে পাবো, তারপর পরবর্তী পদক্ষেপ করব। আইনের পথ ধরেই চলব আমরা।' তিনি আরও বলেন, 'নোরার প্রতি যথেষ্ট সম্মান প্রদান করেছেন আমার মক্কেল। নিশ্চয়ই এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়েছএ। আমার মক্কেলের কোনও রকম ইচ্ছাই নেই নোরার মানহানি করার। যদি জ্যাকলিনকে কোনওপ্রকার আইনি জটিলতায় পড়তে হয়, তাহলে তিনি আইনি পদ্ধতিতেই তার জবাব দেবেন এবং নিজের সম্মান বজায় রাখবেন।'
'স্কুলের দিনগুলো মারাত্মক যন্ত্রণাদায়ক ছিল', কেন এমন বললেন হৃত্বিক?
এক সাক্ষাৎকারে হৃত্বিক রোশন জানালেন যে, ছেলেবেলায় তিনি খুবই লাজুক প্রকৃতির ছিলেন। তাঁর তোতলানোর সমস্যা ছিল। এমনকি তাঁর কোনও বন্ধুও ছিল না সে সময়ে। তাই স্কুল থেকে বাড়ি ফিরেই কাঁদতে শুরু করে দিতেন। হৃত্বিক বলেন, 'আমার কখনও কখনও মনে হত যে, জীবন যেন বড় নিঠুর। স্কুলজীবনে আমার তোতলানোর সমস্যা ছিল। এমনকি আমি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না। প্রেমিকা তো অনেক দূর, আমার কোনও বন্ধুও ছিল না। আমি স্কুল থেকে ফিরতাম আর কাঁদতে শুরু করে দিতাম। আমার কাছে স্কুলজীবন অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। চিকিৎসকেরা আমাকে বলেছিলেন যে, আমি কোনওদিনও অভিনেতা হতে পারব না। আমার শিরদাঁড়ায় সমস্যা ছিল। চিকিৎসকেরা বলেছিলেন যে, আমি ডান্স করতে পারব না। আমি সেই কথা শুনে খুব ভেঙে পড়ি। কোনওদিন অভিনেতা হতে পারব না, একথা শোনার পর মন ভেঙে গিয়েছিল। আমার মধ্যে আতঙ্ক কাজ করত।'
সময়ের আগেই বড়দিন হাজির! সান্তার সঙ্গে উদযাপনে মাতলেন শুভশ্রী-ইউভান-
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় রঙিন ভিডিও পোস্ট করলেন শুভশ্রী। সান্তাক্লজ ইউভানের কাছে সময়ের খানিক আগেই এসে গেছে এই বছর। তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের আয়োজনে হয়ে গেল বড়দিনের উদযাপন। সেখানেই উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্গী অবশ্যই খুদে ইউভান। কখনও সান্তাক্লজের সঙ্গে কোমর দুলিয়ে নাচ, কখনও তার সঙ্গে নানারকমের খেলায় মাতল খুদে, গাইল ক্রিসমাস ক্যারল। সাদা জ্যাকেট, বাদামি প্যান্ট, মাথায় সান্তা টুপি আবার কখনও চোখে সানগ্লাস। পুঁচকে বয়সেই স্টাইল স্টেটমেন্ট একেবারে হিট! আরও একদল কচিকাঁচাদের সঙ্গে জমিয়ে কেটেছে সেলিব্রেশন তা বলাই বাহুল্য।
প্রেমিকার সঙ্গে প্রাক্তন স্বামীর ব্রেকআপ! কী বলছেন মালাইকা?
সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রেমিকা জিওর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভেঙেছে আরবাজ খানের। বেশ কয়েক বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। চার বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে গিয়েছে। কর্ণ মালাইকাকে জিজ্ঞাসা করেন যে বর্তমানে আরবাজের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? মালাইকা স্পষ্ট জানিয়ে দেন যে, 'আমার মনে হয় এটা এখন খুবই মিষ্টি একটা সম্পর্ক। আমরা এখন আগের থেকে অনেক বেশি ভালো মানুষ আর বেশি ভালো আছি।' কর্ণ ফের জিজ্ঞাসা করেন যে, 'পড়লাম আরবাজের ব্রেকআপ হয়েছে। যদিও আমি নিশ্চিত নই। আমি জানিও না। তোমার কি মনে হয় না, এই সময়ে ওর পাশে তোমার থাকা প্রয়োজন?' কর্ণের প্রশ্নের জবাবে মালাইকা বলেন, 'না। আমি অত্যন্ত সত। আর এরকমই সত থাকতে চাই। আমি এমন ধরনের মানুষ নই, যে কারও ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাইব। আমি কোনও লাইন পেরোতে চাই না। অনেক ডিভোর্সি দম্পতি রয়েছে, যারা একে অপরের জীবনের সম্পর্কে জানতে ইচ্ছুক। আমি সে ধরনের নই। এসব থেকে দূরেই থাকি।'
কাতারে বিশ্বকাপ দেখতে পৌঁছলেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোন দলের জন্য গলা ফাটাবেন?
আর্জেন্তিনার ম্যাচ রয়েছে, মেসির শেষ বিশ্বকাপ। উত্তেজনা কেমন রচনার? 'ইচ্ছে ছিল পোর্তুগাল বনাম আর্জেন্তিনা দেখার। আমার ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব বড় ভক্ত। তাই পোর্তুগাল নেই বলে খানিক দুঃখে রয়েছে। এখন মেসির জন্য দেখা। জীবনে প্রথম বিশ্বকাপ দেখতে এসেছি। সেই কারণে ভীষণ উত্তেজিত অবশ্যই, ছেলে আমার থেকেও বেশি উত্তেজিত। ওর জন্যই আসা, বিশেষ করে।'
বিয়ের তারিখ স্থির? কবে সাত পাকে বাঁধা পড়ছেন আথিয়া-রাহুল?
এক বিনোদন সংস্থার সূত্র মারফত খবর মিলেছে, ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে বিয়ের অনুষ্ঠান সংঘটিত হবে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের। এও জানা যাচ্ছে যে এই 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর তোড়জোড়ও শুরু হয়ে গেছে পুরোদমে। ডিসেম্বরের শেষভাগ থেকে শুরু হয়ে যাবে আমন্ত্রণপত্র পাঠানোও। তবে এই ব্যাপারে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি এখনও।
'পাঠান' ছবির জন্য কত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান-
আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পাঠান'। কিং খানের কামব্যাক ছবিকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে দর্শকদের। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। হিন্দি ছাড়াও 'পাঠান' মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়। সম্প্রতি সামনে এসেছে 'পাঠান' ছবিতে শাহরুখ খানের পারিশ্রমিকের অঙ্ক। যা জেনে চোখ কপালে উঠছে নেটিজেনদের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কিং খান। তাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন না আর কেউই।
চেনেন একে? নামী বলিউড তারকার কন্যা এই কিশোরী-
সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কন্যা শোরার সঙ্গে মুম্বই বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রথমবার তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করলেন। অনুরাগীদের কেউ কমেন্ট করলেন যে, 'নওয়াজউদ্দিন কন্যা শোরাকে দেখতে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের মতো লাগছে।' কেউ আবার লিখেছেন, 'কবে বলিউডে আসছে?' অনেকেই আবার কমেন্ট করেছেন যে, 'কী সাধারণ একটা পরিবার। তারকা হয়েও কত মাটির মানুষ। ওঁর কন্যাও খুব মিষ্টি।'