এক্সপ্লোর

Top Entertainment News Today: হৃদরোগে আক্রান্ত শ্রেয়স তলপড়ে, শিরডি সাঁইবাবার শরণে শাহরুখ, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে (Sreyas Talpade)। শিরডি সাঁইবাবার (Shirdi Sai Baba) মন্দিরে আশীর্বাদ নিতে গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সুহানা খান (Suhana Khan)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে

হৃদরোগে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade Heart Attack)। করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি (angioplasty)। বিনোদন দুনিয়ার জন্য খুবই চিন্তার খবর। ৪৭ বছর বয়সী অভিনেতা শ্রেয়স তলপড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে বৃহস্পতিবার শ্যুটিং সারছিলেন তিনি। কাজ শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে অসাড় হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে অভিনেতার। 

প্রযোজক অঙ্কুশের শ্যুটিং সেটে হঠাৎ হাজির বাবা-মা!

এই ছবি তাঁর কাছে কেবল একটি ছবি নয়... কেরিয়ারের একটি বড় পদক্ষেপও। ছবিটি নিয়ে জলঘোলাও কম হয়নি, তবে বরাবারই নিজের বক্তব্যে কাজে অনড় ছিলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিন, দেরি হলেও, 'মির্জা' (Mirza) আসছে। ছবির প্রস্তুতির কাজও চলছে। সেই মতো, বুধবার শহরে শুরু হল অঙ্কুশের নতুন ছবির শ্যুটিং। প্রথম দিন, ছবির শ্যুটিং শুরু করার আগে অঙ্কুশ সেটে নিয়ে এসেছিলেন তাঁর বাবা-মাকে। জীবনের বড় পদক্ষেপে এই দুজন প্রিয় মানুষকেও যেন সামিল করে নিতে চেয়েছেন তিনি। অন্য়দিকে, অঙ্কুশের নতুন সফরে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য এদিন শ্যুটিং সেটে দেখা গেল শ্রীকান্ত মোহতা, অতনু রায়চৌধুরী এবং অশোক ধানুকাকে। পুজো সেটে শ্যুটিং শুরু করেন অঙ্কুশ। 

পরাণের লেখনীতে ফের গোয়েন্দা চরিত্রে আবির

গঙ্গায় ক্রুজের ওপর হঠাৎ সওয়ার আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সঙ্গী দেবালয় ভট্টাচার্য্য় (Debaloy Bhattacharyya)! অভিনব আয়োজনে মুক্তি পেল 'শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে' (Shri Swapankumarer Badami Hyenar Kobole) ছবির নতুন গান। আর অভিনব এই আয়োজনের নাম দেওয়া হল 'মিসাইল উৎসব' (Missile Utshob)! বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। 'হইচই' (Hoichoi) ও জিও স্টুইডিও (Jio Studios) বড়পর্দায় ছবি আনার জন্য হাত মিলিয়েছে এই খবরই সবারই জানা। আর সেই মেলবন্ধনেই মুক্তি পাচ্ছে আবিরের নতুন ছবি। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শ্রুতি দাস (Shruti Das) ও প্রতীক দত্ত (Pratik Dutta)-ও। গোয়েন্দা গল্প হলেও এই ছবি অনেকটাই আলাদা ব্যোমকেশ বা ফেলুদাদের চেয়ে। বাস্তব নয়, বরং কল্পনা, রসবোধ আর এক চিলতে রোম্যান্স মিশিয়েই যেন তৈরি হয়েছে এই ছবির গল্প। নামটিও জুতসই। আর এদিন মুক্তি পেল ছবির প্রথম গান। 

২৪০টি শহরে 'ডাঙ্কি' দেখাবে শাহরুখ-ভক্তরা

'ডাঙ্কি' (Dunki) ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন কিং খান ও রাজকুমার হিরানি। ছবির প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি ও গৌরী খান। অভিজাত যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁর লেখা এই ছবি দর্শকদের জন্য বড়দিনের উপহার হিসেবে আনছেন শাহরুখ (Shah Rukh Khan)। ইতিমধ্যেই ছবির আরও তিন ধরনের প্রোমোশনাল ভিডিও প্রকাশ পেয়েছে। তার মধ্যে দুটি গান ও একটি টিজার। সবকটিই বেশ পছন্দ করেছেন দর্শক। ইতিমধ্যেই 'ডাঙ্কি' নিয়ে আরেক বড় উদ্যোগ নিতে দেখা গেল শাহরুখ খান ফ্যান ক্লাবকে। বিশ্বের মধ্যে সবথেকে বড় গ্রুপ এই শাহরুখ ফ্যান ক্লাব এবার ভারত জুড়ে মোট ২৪০টি শহরে 'ডাঙ্কি'র প্রথম দিনের প্রথম শো দেখানোর দাবি করেছে।

'কাবুলিওয়ালা'-র নতুন গান প্রকাশ্যে

ট্রেলার জুড়ে ছিল নস্ট্যালজিয়া.. প্রথম মুক্তি পাওয়া গানে রইল ঈদের খুশির আমেজ। আজ মুক্তি পেল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'কাবুলিওয়ালা' (Kabuliwala) ছবির নতুন গান 'খুশি কি ঈদ' (Khushi Ki Eid)। সেখানে একদিকে যেমন রইল গানের সুর, নস্ট্যালজিয়া... অন্যদিকে দেওয়া হল এক সম্প্রীতির বার্তাও। এই গানে তুলে ধরা হয়েছে রহমত ও মিনির ভালবাসার বন্ধনকে। রহমত একটি ঈদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছে এমনই একটি দৃশ্য দেখানো হয়েছে গানে। কিন্তু সেই আনন্দ উৎসবের মধ্যেও যেন রহমতের ফাঁকা লাগে। কি যেন নেই। কিন্তু বাবার সঙ্গে মিনি আসতেই বদলে যায় তার চোখ-মুখ। ছোট্ট মিনিকে কোলে নিয়ে ঈদের আনন্দ উৎসবে মেতে ওঠে সে। গোটা ছবিতে, ট্রেলারে অনুমেঘাকে ফ্রক বা শাড়িতে দেখা গেলেও এখানে তাঁর গায়ে দেখা গেল পাঠানি সালোয়ার কামিজ। তবে আবিরের পরণে সাধারণ পাজামা-পাঞ্জাবিই। তাকেও দেখা গেল সেই গানে গলা মেলাতে। দুই ধর্মের মেলবন্ধনের ছবিতে অর্থবহ হয়ে উঠল এই গান। জাভেদ আলি ও ঈশান মিত্রের কণ্ঠে, শ্রীজাতর লেখনিতে ও ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে এই গানটি আজই মুক্তি পেয়েছে। 

ব্যস্ততা শেষে রাজ-শুভশ্রীর 'কোয়ালিটি টাইম'

সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি, বাড়িতে রয়েছে সদ্যোজাত কন্য়াসন্তান। গুরুদায়িত্ব পালনের ফাঁকেই, একটু নিজের মতো করে ছুটি কাটানো। সপ্তাহের মধ্যেই রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র সঙ্গে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। রণবীর কপূরের (Ranbir Kapoor)-র যে ছবি এখন চর্চায়.. সেই 'অ্যানিম্য়াল' (Animal) দেখতেই বন্ধুদের সঙ্গে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। অনেকগুলো বছর পেরিয়েও এখনও এই তারকা দম্পতির রসায়ন দেখার মতো। একে অপরের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালবাসেন তাঁরা। সদ্য যে ছবিটি চর্চায় রয়েছে, তা হল 'অ্যানিম্যাল'। যথেষ্ট সমালোচনার মুখে পড়লেও এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন অনেকেই। সেই দলে নাম লেখালেন রাজ-শুভশ্রীও। সোশ্যাল মিডিয়ায় সিনেমা দেখতে যাওয়ার ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। সেখানে তারকা দম্পতি ছাড়াও দেখা যাচ্ছে তাঁদের কিছু বন্ধুকে। 

প্রীতম সিংহ জিন্টা না প্রীতি জিন্টা? 

নাম বিভ্রাটে পড়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। 'কল হো না হো' (Kal Ho Na Ho) অভিনেত্রীর নাম নাকি 'কেউ বা কোথাও' প্রীতম সিংহ জিন্টা ব্যবহার করা হয়েছে। তাই নিয়ে হাসতে হাসতে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। জানালেন তাঁর একটাই নাম, 'প্রীতি জিন্টা'। বৃহস্পতিবার বিকেল নাগাদ নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন প্রীতি জিন্টা। সেখানেই তিনি স্পষ্ট উচ্চারণে পরিষ্কার করে দিলেন, যে তাঁর নাম প্রীতি জিন্টা, আরও একবার। তিনি এও জানান যে, চিরকালই তাঁর এই একটাই নাম থেকেছে। অবশ্য 'সোলজার' অভিনেতা তাঁকে মজার ছলে অন্য একটি নামে ডাকতেন, তাও জানান প্রীতি। অভিনেত্রীর দাবি, সেই থেকে লোকজন ভাবে সেটাই তাঁর আসল নাম। ১৯৯৮ সালে মুক্তি পায় 'সোলজার'। মুখ্য চরিত্রে অভিনয় করেন ববি দেওল (Bobby Deol), প্রীতি জিন্টা। সেই সময় সহ-অভিনেত্রীর সঙ্গে মশকরা করার জন্য তাঁকে প্রীতম সিংহ জিন্টা বলে ডাকতেন পর্দার আব্রার হক। আর সেই থেকেই নাকি অনেকেই মনে করেন, এটাই তাঁর আসল নাম। ফলে একাধিক স্থানে 'নাম বিপত্তি' ঘটেছে প্রীতির। 

ছবি মুক্তির আগে শিরডি সাঁইবাবার শরণে কিং খান

মুক্তির অপেক্ষায় চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় ছবি। আর মাত্র ১ সপ্তাহের অপেক্ষা। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজু হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। তার আগে মহারাষ্ট্রের শিরডি সাইবাবার শরণে পৌঁছলেন বলিউড বাদশাহ। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান। ভাইরাল হল সেই ভিডিও। বৃহস্পতিবার মহারাষ্ট্রের শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছলেন শাহরুখ খান। কড়া নিরাপত্তার মধ্যে দিলেন পুজো। প্রার্থনা সারলেন। সঙ্গে ছিলেন কন্যা ও অভিনেত্রী সুহানা খান এবং অবশ্যই অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি। এদিন যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সুহানা সামনে হাঁটছেন, পিছনে রয়েছেন পূজা দাদলানি। মন্দিরে এদিন একেবারে এথনিক পোশাকে দেখা যায় তারকা কন্যাকে। সবুজ রঙের স্যুট পরেছিলেন তিনি, সঙ্গে মিলিয়ে ওড়না। পূজাকে দেখা গেল বেইজ রঙের পোশাকে। মন্দির থেকে বের হওয়ার সময়েও মেয়েকে আঁকড়ে গার্ড করে বের হতে দেখা গেল শাহরুখ খানকে। পরেছিলেন সাদা টি-শার্ট, ডেনিম ও জ্যাকেট। সেই সঙ্গে মাথায় টুপি, চোখে রোদচশমা। 

আরও পড়ুন: Shreyas Talpade: হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে

কনের সাজে নবনীতা দাস, ফের বিয়ে সারলেন অভিনেত্রী?

সান বাংলার 'বিয়ের ফুল' ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী নবনীতা দাস। ধারাবাহিকের গল্প অনুযায়ী আগেই একবার বিয়ে করেছে কলি। কিন্তু ফের তাকে দেখা গেল বধূ বেশে। ঠিক কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? ধারাবাহিকের গল্প অনুযায়ী, কলি অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সেই সঙ্গে সে এও ঠিক করেছিল যে স্বর্ণকুমারকে নিশ্চয়ই নিজের ভালবাসা দিয়ে সে ফিরিয়ে আনবে। তাই নিজের নকল বিয়ের অভিনয় করে, স্বর্ণকে নিজের প্রেমে ফেলে সে। আবারও কলির প্রেমে পড়ে স্বর্ণ, নতুন করে। আবার নিজেদের একসঙ্গে সংসার শুরু করল কলি ও স্বর্ণ। কিন্তু স্বর্ণ ও কলির নতুন এই সংসার কি রাখতে দেবে দর্শনা? দাদু কি ফের মেনে নিতে পারবেন কলিকে? উত্তর পেতে চোখ রাখতে হবে 'বিয়ের ফুল' ধারাবাহিকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Sanjay Ray : সঞ্জয় রায় আদালতে ঢোকার সময়ই এক যোগে গাড়ি-হর্ন বাজানো শুরু পুলিশের !
সঞ্জয় রায় আদালতে ঢোকার সময়ই এক যোগে গাড়ি-হর্ন বাজানো শুরু পুলিশের !
Uma Dasgupta: থামল 'পথের পাঁচালি', প্রয়াত সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত
থামল 'পথের পাঁচালি', প্রয়াত সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত
Cheteshwar Pujara: বর্ডার গাওস্কর ট্রফিতে শেষ মুহূর্তে প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারার
বর্ডার গাওস্কর ট্রফিতে শেষ মুহূর্তে প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারার
Acropolis Mall Fire : আবারও আগুন অ্যাক্রোপলিস মলে, বন্ধ করা হল একাংশ
আবারও আগুন অ্যাক্রোপলিস মলে, বন্ধ করা হল একাংশ
Advertisement
ABP Premium

ভিডিও

Susanta Ghosh : 'জমিজমার প্রসঙ্গ এনে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে', বললেন সুশান্ত ঘোষSera Bangali 2024:'বাঙালি লড়তে,গড়তে জানে',বললেন সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রা: লিমিটেডের নিতাই সাহা'পুলিশ কতটা নির্লজ্জ্য তা পুলিশের ক্রিয়াকলাপে প্রমাণিত', কোন প্রসঙ্গে কটাক্ষ সজলের?Sera Bangali 2024 : সেরা বাঙালি কেমন লাগছে ? ভদ্রেশ্বর অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের গণেশ শেঠ বললেন...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sanjay Ray : সঞ্জয় রায় আদালতে ঢোকার সময়ই এক যোগে গাড়ি-হর্ন বাজানো শুরু পুলিশের !
সঞ্জয় রায় আদালতে ঢোকার সময়ই এক যোগে গাড়ি-হর্ন বাজানো শুরু পুলিশের !
Uma Dasgupta: থামল 'পথের পাঁচালি', প্রয়াত সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত
থামল 'পথের পাঁচালি', প্রয়াত সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত
Cheteshwar Pujara: বর্ডার গাওস্কর ট্রফিতে শেষ মুহূর্তে প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারার
বর্ডার গাওস্কর ট্রফিতে শেষ মুহূর্তে প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারার
Acropolis Mall Fire : আবারও আগুন অ্যাক্রোপলিস মলে, বন্ধ করা হল একাংশ
আবারও আগুন অ্যাক্রোপলিস মলে, বন্ধ করা হল একাংশ
West Bengal Weather:   শীতের কামড় এবার হবে জোরদার, আরও নামল পারদ, এই মরসুমে সবচেয়ে ঠান্ডা আজ
শীতের কামড় এবার হবে জোরদার, আরও নামল পারদ, এই মরসুমে সবচেয়ে ঠান্ডা আজ
Manipur Situation: অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার NPP-এর
অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার NPP-এর
Delhi Air Quality: দিল্লির বাতাসে বিষ ! বিপদসীমা পেরোল দূষণ; বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম
দিল্লির বাতাসে বিষ ! বিপদসীমা পেরোল দূষণ; বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম
Paschim Bardhaman News : মাটির নড়বড়ে দেওয়াল খুঁটির ভরসায় দাঁড়িয়ে, সেখানেই ছাগল-মানুষের একত্র-বাস, তবু মেলেনি 'আবাসের' বাড়ি
মাটির নড়বড়ে দেওয়াল খুঁটির ভরসায় দাঁড়িয়ে, সেখানেই ছাগল-মানুষের একত্র-বাস, তবু মেলেনি 'আবাসের' বাড়ি
Embed widget