এক্সপ্লোর

Top Entertainment News Today: সমালোচনার জবাব দিলেন রজনীকান্ত, 'তারা'য় নাম লেখালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) পা ছুঁয়ে সমালোচিত রজনীকান্ত (Rajinikanth), জবাব দিলেন রাজ্যে ফিরে। বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নামে নামাঙ্কিত মহাকাশের তারা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস তৈরি করল 'গদর ২'

মুক্তির পর থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে 'গদর ২' (Gadar 2) । খবরের সমস্ত লাইম লাইটও আপাতত এই ছবিকে ঘিরেই। সম্প্রতি এই ছবির মুকুটে যুক্ত হল আর একটি নতুন পালক। বলিউড সূত্রের খবর, (Bollywood) মেক্সিকোর মন্টেরে শহরে মুক্তি পেয়েছে সানি দেওয়ল (Sunny Deol) ও আমিশা পটেল অভিনীত এই ছবি। এটিই প্রথম ভারতীয় ছবি যেটি মেক্সিকোয় মুক্তি পেল। ফলে বলাই যায় নতুন করে ইতিহাস গড়ল অনিল শর্মা পরিচালিত এই ছবি।

'ওয়েলকাম ৩' থেকে বাদ পড়লেন অনিল কপূর?

বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির ('Welcome' Franchise) তৃতীয় ছবির কথা। শোনা গিয়েছিল অবশেষে আসছে 'ওয়েলকাম ৩' (Welcome 3)। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala) প্রজেক্টের মুক্তির দিনক্ষণ। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য ১৮ কোটি টাকা দাবি করেন অনিল কপূর (Anil Kapoor)। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবিষয়ে তাঁর সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করলেও কোনও লাভ হয় না। এমনকি খোদ অক্ষয় কুমারও (Akshay Kumar) অনুরোধেও কোনও কাজ হয়নি বলে জানা যাচ্ছে। নিজের দাবিতে অনড় থাকেন অনিল। তিনি ছবি থেকে সরে আসার পর শোনাযাচ্ছে নানা পটেকরও এই ছবি থেকে নিজেকে সরিয়ে এনেছেন। ফলে তাঁদের জায়গায় দেখা যাবে 'মুন্নাভাই' জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসিকে।

কটাক্ষের জবাব দিলেন রজনীকান্ত

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে রজনীকান্তের (Rajinikanth) ছবি 'জেলার' (Jailer)। সম্প্রতি এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের (Special Screening) আয়োজন করা হয় একাধিক রাজ্যে, তার মধ্যে ছিল উত্তর প্রদেশও (Uttar Pradesh)। একাধিক রাজনীতিকের সঙ্গে দেখা সাক্ষাৎও করতে দেখা গিয়েছে থালাইভাকে। তবে এর মধ্যে ভাইরাল হয়েছে অভিনেতার সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) আলাপ। শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা, পা ছুঁয়ে প্রণামও করতে দেখা যায় তাঁকে। এই বিষয়টিই খুব একটা ভালভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। এবার এই কটাক্ষের জবাব দিলেন দক্ষিণের সুপারস্টার। সম্প্রতি তিনি পরিষ্কার জানান, 'যোগী বা সন্ন্যাসীদের পা স্পর্শ করা এবং তাদের আশীর্বাদ নেওয়া আমার অভ্যাস, এদিনও আমি সেটাই করেছিলাম।'

সেন্সরবোর্ডের 'UA' সার্টিফিকেট পেল 'ড্রিম গার্ল ২'

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা ও অনন্য়া পাণ্ডের ছবি 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2)। বলিউড সূত্রে খবর, সেন্সর এই ছবিকে ইউএ  (UA) সার্টিফিকেট দিয়েছে। ফিল্ম সমালোচক তরণ আদর্শের পোস্ট থেকে জানা যাচ্ছে যে, এই ছবির রান টাইম ২ ঘণ্টা ১৩ মিনিট। সিনেপ্রেমীরা জানেন ছবির প্রচারের জন্য নতুন নতুন পন্থা নিচ্ছে টিম 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2)। কয়েকদিন আগে নিজের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন আয়ুষ্মান। যেখানে দেখা যাচ্ছে, হেমা মালিনীর সঙ্গে 'ড্রিম গার্ল' (Dream Girl) গানে পা মেলাচ্ছেন অভিনেতা। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই তা পছন্দ হয় অনুরাগীদের।

বক্স অফিস কাঁপাচ্ছে 'গদর ২', 'ওএমজি ২', 'জেলার'

গত .১১ অগাস্ট মুক্তি পেয়েছে দুটি বিগ বাজেট ছবি (big budget movie)। একটি সানি দেওলের 'গদর ২' (Gadar 2), দ্বিতীয় অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' (OMG 2)। বৃহস্পতিবার অর্থাৎ ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের 'জেলার' (Jailer)। অন্যান্য ছবি প্রেক্ষাগৃহে চললেও ঝড় তুলেছে এই তিন ছবিই। শেষ পাওয়া হিসেব অনুযায়ী ৪০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে 'গদর ২' ছবির ব্যবসা। শেষ পাওয়া খবর পর্যন্ত 'ওহ মাই গড ২' ছবির আয় ভারতে ১১৭.২ কোটি টাকা। 

বিদেশ থেকে অ্যাকশন ডিরেক্টরদের আনল টিম 'জওয়ান'

বিশ্বের সেরা ছয় জন ডিরেক্টরকে নিয়ে অ্যাকশন সিক্যুয়েন্স ডিজাইন করেছে টিম 'জওয়ান' (Jawan)। আপাতত এই খবরেই সরগরম বলিউড। স্পিরো রাজাতোসের পাশাপাশি ইয়ানিক বেন, ক্রেগ ম্যাক্রে, কেচা খামফাকদি, সুনীল রড্রিগস, আনাল আরাসুর মত বিশ্ববিখ্য়াত অ্য়াকশন ডিরেক্টররা অ্য়াটলি পরিচালিত এই ছবির অ্যাকশন সিক্যুয়েন্স পরিচালনা করবেন।

কঙ্গনার 'এমার্জেন্সি' দেখতে আগ্রহী কর্ণ!

বলিউডে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)  ও পরিচালক কর্ণ জোহরের (Karan Johar) স্নায়ুযুদ্ধের কথা কারও অজানা নয়। তবে এবার সম্ভবত প্রলেপ পড়তে চলেছে তাঁদের বিবাদে। কীভাবে? সম্প্রতি, একটি টক শোয়ে কঙ্গনা রানাউত অভিনীত ছবি 'এমার্জেন্সি' (Emergency) দেখার ইচ্ছাপ্রকাশ করেন কর্ণ জোহর। আর তারপরই জোর চর্চা শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে। ভাল-মন্দ মিশিয়ে বিভিন্ন কমেন্ট ভেসে আসতে থাকে এই শোয়ের ভিডিওতে। কেউ লিখেছেন, 'ইমেজ মেকওভার করতে চাইছেন কর্ণ জোহর'। তো কেউ লিখেছেন, 'বছরের পর বছর ধরে প্রভিতাবান অভিনেতাদের সুযোগ দেননি কর্ণ, ফলে তিনি যাই বলুন না কেন, ড্যামেজ কন্ট্রোল করা যাবে না'।

মহাকাশে পাড়ি 'শ্রাবন্তী'র

পেশাগত জীবন বা ব্যক্তিগত জীবন, প্রায়ই আলোচনার শিরোনামে থাকেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর পোস্ট ঘিরে চর্চা শুরু হয়। তবে কখনওই এত সমালোচনা তাঁকে দমাতে পারেনি। নিজের নিয়মেই নিজের জীবন বাঁচেন অভিনেত্রী। আর সেই আবহেই আকাশের ঠিকানায় নাম লেখালেন অভিনেত্রী। বুঝলেন না? তাঁর নামে নামাঙ্কিত হল মহাকাশের একটি তারা (star)। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই খবর।

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত' পোস্ট (controversial post)। তার জেরেই অভিনেতা প্রকাশ রাজের (Prakash Raj) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল কর্ণাটকের (Karnataka) বগলকোট জেলায়। অভিযোগ, অভিনেতা ভারতের 'চন্দ্রযান ৩' (Chandrayan 3) নিয়ে বিদ্রুপ করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার পুলিশের তরফে বলা হয়েছে যে, 'অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতের 'চন্দ্রযান ৩' মিশন নিয়ে করা তাঁর পোস্টের ভিত্তিতে'। তাঁরা আরও বলেন, 'বগলকোট জেলার বানাহাট্টি পুলিশ স্টেশনে হিন্দু অর্গানাইজেশনের নেতারা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং দ্রুত পদক্ষের নেওয়ার দাবি করেছেন।'

'শ্যামা' ধারাবাহিকে হানি-টুম্পার নতুন লুক প্রকাশ্যে

সান বাংলায় (Sun Bangla) শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'শ্যামা' (Shyama)। মুখ্য চরিত্রে অভিনয় করবেন হানি বাফনা (Honey Bafna) ও টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। ধারাবাহিকের ঘোষণার সময় প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রথম লুক। এবার দেখা গেল দুই মুখ্য চরিত্রের নতুন লুক (New Look Revealed)। 'শ্যামা' ধারাবাহিকের গল্পের সঙ্গে যোগ রয়েছে জ্যোতিষের। সেই প্রেক্ষাপট মাথায় রেখেই নির্মাতারা মুখ্য দুই চরিত্রের দ্বিতীয় এক লুক ডিজাইন করেছেন। প্রকাশ্যে এল তান্ত্রিক বেশে হানি বাফনার লুক ও শ্যামা বেশে টুম্পার লুক। উল্লেখ্য এই ধারাবাহিকে মা তারার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মধুবনী গোস্বামীকে। চার বছর পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন তিনি। 

আরও পড়ুন: Chiranjeevi Birthday: কোলে একরত্তি নাতনি, চিরঞ্জীবীর জন্মদিনে আদুরে পোস্ট তারকা-পুত্র রাম চরণের

অভিনব উদ্যোগে ট্রেলার লঞ্চ 'পিলকুঞ্জ' সিরিজের

শহরের রাস্তা ধরে ছুটল 'ডোরা কাটা' হলুদ ট্যাক্সি (Striped Yellow Taxi)। তাতে সওয়ার আসন্ন ওয়েব সিরিজ 'পিলকুঞ্জ'-এর (Pilkunj) পরিচালক, দুই মুখ্য অভিনেতা ও অভিনেত্রী এবং প্রযোজক। নজর কাড়ল সাধারণ মানুষের। থমকে গেল বাস, দাঁড়িয়ে গেলেন উৎসুক জনতা। ব্যাঘ্র সংরক্ষণ (Tiger Reservation) প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধিতে এই ট্যাক্সি চড়েই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানস্থলে পৌঁছলেন সকলে। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের এই সিরিজে জুটি বেঁধেছেন শন বন্দ্যোপাধ্যায় ও তৃণা সাহা। সেই সঙ্গে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহা পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃদ্ধা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Weather:   শীতের কামড় এবার হবে জোরদার, আরও নামল পারদ, এই মরসুমে সবচেয়ে ঠান্ডা আজ
শীতের কামড় এবার হবে জোরদার, আরও নামল পারদ, এই মরসুমে সবচেয়ে ঠান্ডা আজ
Manipur Situation: অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার NPP-এর
অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার NPP-এর
Delhi Air Quality: দিল্লির বাতাসে বিষ ! বিপদসীমা পেরোল দূষণ; বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম
দিল্লির বাতাসে বিষ ! বিপদসীমা পেরোল দূষণ; বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম
Paschim Bardhaman News : মাটির নড়বড়ে দেওয়াল খুঁটির ভরসায় দাঁড়িয়ে, সেখানেই ছাগল-মানুষের একত্র-বাস, তবু মেলেনি 'আবাসের' বাড়ি
মাটির নড়বড়ে দেওয়াল খুঁটির ভরসায় দাঁড়িয়ে, সেখানেই ছাগল-মানুষের একত্র-বাস, তবু মেলেনি 'আবাসের' বাড়ি
Advertisement
ABP Premium

ভিডিও

Hoy Ma Noy Bouma: পরিণীতা-র হাত ধরে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রাখলেন নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়North 24 Parganas: রণক্ষেত্র শাসন, পুলিশকে লক্ষ্য করে বোমা, ক্যাম্প ভাঙচুর। পাল্টা লাঠিচার্জMalda News: জুয়ার বোর্ড চালানোর অভিযোগ, গ্রেফতার শাসক নেতাKolkata Fire Incident: অ্যাক্রোপলিস মলে ফের আগুন, প্রশ্ন অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather:   শীতের কামড় এবার হবে জোরদার, আরও নামল পারদ, এই মরসুমে সবচেয়ে ঠান্ডা আজ
শীতের কামড় এবার হবে জোরদার, আরও নামল পারদ, এই মরসুমে সবচেয়ে ঠান্ডা আজ
Manipur Situation: অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার NPP-এর
অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার NPP-এর
Delhi Air Quality: দিল্লির বাতাসে বিষ ! বিপদসীমা পেরোল দূষণ; বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম
দিল্লির বাতাসে বিষ ! বিপদসীমা পেরোল দূষণ; বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম
Paschim Bardhaman News : মাটির নড়বড়ে দেওয়াল খুঁটির ভরসায় দাঁড়িয়ে, সেখানেই ছাগল-মানুষের একত্র-বাস, তবু মেলেনি 'আবাসের' বাড়ি
মাটির নড়বড়ে দেওয়াল খুঁটির ভরসায় দাঁড়িয়ে, সেখানেই ছাগল-মানুষের একত্র-বাস, তবু মেলেনি 'আবাসের' বাড়ি
Srijato on Pushpa: কেবল গান লেখা নয়, 'পুষ্পা' বাংলায় মুক্তি পাওয়ার পিছনে অন্য অবদানও রয়েছে শ্রীজাতর!
কেবল গান লেখা নয়, 'পুষ্পা' বাংলায় মুক্তি পাওয়ার পিছনে অন্য অবদানও রয়েছে শ্রীজাতর!
Saugata Roy : 'পুলিশ কাউকে ধরতে পারে না?', ফিরহাদের ওপর এবার সৌগতর চাঁচাছোলা আক্রমণ পুলিশকে
'পুলিশ কাউকে ধরতে পারে না?', ফিরহাদের ওপর এবার সৌগতর চাঁচাছোলা আক্রমণ পুলিশকে
Bangladesh : '১৫ বছরের সব কুকর্মের বিচার হবে', হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি ইউনূসের
'১৫ বছরের সব কুকর্মের বিচার হবে', হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি ইউনূসের
Suryakumar Yadav: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত সূর্যকুমারের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত সূর্যকুমারের
Embed widget