এক্সপ্লোর

Top Entertainment News Today: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর-শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এক ঝলকে আজকের সেরা বিনোদনের খবর

সদ্যই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকরকে।এছাড়া করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় মুক্তি স্থগিত হয়েছে বহু ছবির।সারাদিন কোথায় কী হল, দেখে নেওয়া যাক এক ঝলকে

কলকাতা: করোনার তৃতীয় ঢেউ আসার পর থেকে টলিউড থেকে বলিউড আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা। সদ্যই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকরকে। এছাড়া করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় মুক্তি স্থগিত হয়েছে বহু ছবির। টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল, দেখে নেওয়া যাক এক ঝলকে।

মুক্তি পিছিয়ে গেল 'স্যালুট'-এর-

পরিচালক রোশন অ্যান্ড্রুজের (Rosshan Andrrews) বহু প্রতীক্ষিত মালয়লম ছবি 'স্যালুট'-এর (Rosshan Andrrews) মুক্তি স্থগিত করা হল। ছবির প্রধান চরিত্রে রয়েছেন দলকির সলমন (Dulquer Salmaan) রয়েছে। ছবিটির অপেক্ষায় ছিলেন অনুরাগীরাও কারণ এই ছবিতে প্রথমবার দলকির সলমনকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার কথা জানিয়ে অভিনেতা লেখেন, 'আমরা ওয়েফেয়ারার ফিল্মসে আমাদের ব্যক্তিগত স্বার্থের আগে সামাজিক দায়বদ্ধতা দেখাতে বাধ্য। ঠিক আপনাদের সকলের মত, আমরাও খুব উত্তেজিত ছিলাম এবং অধীর আগ্রহে আমাদের পরবর্তী রিলিজের জন্য অপেক্ষা করছিলাম।'

৩ দিনেই করোনামুক্ত ঋতুপর্ণা-

করোনামুক্ত ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানালেন, আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন তিনি। গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। কেবল তিনি নন, আক্রান্ত হয়েছিলেন পরিবারের বাকিরাও। তিন দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় লাল শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন ঋতুপর্ণা। ক্যাপশানে লেখেন, 'হ্যালো, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আজ থেকেই কাজে যোগ দিচ্ছি। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।' অভিনেত্রীর পোস্ট শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। দ্বিতীয়বার সংক্রমণ থেকে তাড়াতাড়ি সেরে ওঠায় খুশি অভিনেত্রীর অনুরাগীরা।

করোনা আক্রান্ত সুজান খান-

দুই বছর ধরে নিজেকে বাঁচিয়েও অবশেষে হার মানতেই হল। করোনা আক্রান্ত হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রাক্তন স্ত্রী সুজান খান (Sussanne Khan)। মঙ্গলবার সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান সেই কথা। খানিক আগে নিজের ইনস্টাগ্রামে জিমে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করে সুজান লেখেন, '২ বছর ধরে কোভিডকে কাটিয়ে আসতে আসতে, তৃতীয় বছরে ২০২২-এ এসে জেদি ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Varient) শেষমেশ আমার ইমিউন সিস্টেম ভেদ করে ঢুকেই পড়ল। গতরাতে করোনা পজিটিভ জানতে পেরেছি। দয়া করে সাবধানে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। এটি খুবই সংক্রামক।' 

আরও পড়ুন - Ranveer Singh Update: চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার গোপন রহস্য জানালেন রণবীর সিংহ

ভামিকার প্রথম জন্মদিন- 

প্রথম জন্মদিন। সবসময়েই স্পেশাল। খুদের বোঝার ক্ষমতা না থাকলেও বাবা-মায়ের উত্তেজনা কি কম থাকে না কি? তার ওপর যদি স্টারকিড হয়, তাহলে তো অনুরাগীদের বাড়তি উচ্ছ্বাস আছেই। অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) তাঁদের প্রথম সন্তান ভামিকাকে (Vamika) পৃথিবীতে স্বাগত জানিয়েছিলেন ২০২১ সালের ১১ জানুয়ারি। আজ তাঁর প্রথম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর প্রতি চতুর্দিক থেকে শুভেচ্ছা ও আদর উপচে পড়ছে।

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর-

গানের জগতেও করোনার হানা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Legendary singer Lata Mangeshkar) করোনা আক্রান্ত। অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউ-তে (ICU) ভর্তি করানো হয়েছে। উপসর্গ সামান্য রয়েছে। সংবাদ সংস্থা এএনআই (ANI) এই খবর জানিয়েছেন তাঁর বোনঝি রচনা। করোনা রিপোর্ট পজিটিভ (Corona Positive) আসার পর মুম্বইয়েরই (Mumbai) এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৯২ বছর বয়সী গায়িকাকে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে আপাতত চিকিৎসা চলছে গায়িকার।

করোনা আক্রান্ত জাহ্নবী-খুশি-

চলচ্চিত্র পরিচালক বনি কপূরের (Boney Kapoor) কনিষ্ঠ কন্যা খুশি কপূর (Khushi Kapoor) করোনা আক্রান্ত। বোনের সঙ্গে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কপূরও (Janhvi Kapoor)। রয়েছেন বাবা বনি কপূরও। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবী কপূর জানান গত ৩ জানুয়ারি তাঁরা দুই বোনই করোনা আক্রান্ত হন। আজ তাঁদের হোম আইসোলেশন পর্ব শেষ ও করোনা নেগেটিভ হয়েছেন।

কোভিড রিপোর্ট পজিটিভ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের-

করোনা আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। তিনি জানিয়েছেন, বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদা গিয়েছিলেন। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর সর্দি, কাশি, দুর্বলতা দেখা দেয়।  গতকাল নমুনা পরীক্ষা করান। আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।

জয়কে জন্মদিনে লোপামুদ্রার উপহার-

দেখতে দেখতে হাফ সেঞ্চুরি পার। ৫০ বছরের জন্মদিনে সুরকার জয় সরকরকে (Joy Sarkar) মিষ্টি ভিডিও কোলাজ করে শুভেচ্ছা জানালেন স্ত্রী ও জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)।  আজ সুরকার জয় সরকারের জন্মদিন। ৫০ বছর পূরণ করলেন তিনি। এমন স্পেশাল দিনে অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরাতে শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দারুণ একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন লোপামুদ্রা মিত্রও। 

বাড়ি কিনলেন আয়ুষ্মান খুরানা-

মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্ট অঞ্চলে লোখান্ডওয়ালা কমপ্লেক্সে বিলাসবহুল এলাকায় ১৯.৩০ কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনলেন আয়ুষ্মান খুরানা। জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর নতুন বাড়ি কেনেন অভিনেতা। অন্যদিকে অপারশক্তি খুরানাও ৭.২৫ কোটি টাকা দিয়ে একই হাউজিং কমপ্লেক্সে বাড়ি কেনেন।

করোনা মুক্তি ঋতাভরীর মা-দিদি-

সুস্থ হয়ে উঠেছেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা (Chitrangada) ও মা শতরূপা সান্যাল (Satarupa Sanyal)। সোশ্যাল মিডিয়ায় আজ মা ও দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। লিখেছেন, 'সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার মা আর দিদির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ওরা দুজনেই সুস্থ আছে। সবাই সাবধানে থাকুন আর সুস্থ থাকুন।' টলিউডে করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমেই আক্রান্ত হয়েছিলেন ঋতাভরীর মা ও দিদি। নতুন বছরে দিদি ও মায়ের সঙ্গে দেখা হয়নি নায়িকার। অন্য ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন তাঁরা। করোনা কাটিয়ে উঠেই ফের তিনজনে একসঙ্গে। স্য়ানিটাইজ করা হয়েছে তাঁদের ফ্ল্যাটও।

সমালোচনা প্রসঙ্গে সারা-

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, 'একেবারে ছোটবেলা থেকেই আমি নানা সমালোচনার শিকার হচ্ছি। আর সত্যি কথা বলতে কি এই সমালোচনা আমি বেশ উপভোগ করি। একদিনে যত আনন্দ বা খুশি আমি পেয়েছি, তার থেকে বেশি সমালোচনার শিকার হয়েছি। এটা ছোটবেলা থেকেই আমি দেখছি। তাই আমি উপভোগও করি। তাই এই সমালোচনা আমার কাছে আর কিছুই মনে হয় না। আমার উপর সমালোচনা আর কোনও প্রভাবই ফেলে না। ছোটবেলা থেকে মা বাবাকে নিয়ে নানা সমালোচনা শুনতে হয়েছে। আমাকেও নানা বিষয়ে নানা কথা বহু সময় শুনতে হয়েছে।'

করোনা আক্রান্ত সুদীপা-

করোনা আক্রান্ত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের স্বাস্থ্যের কথা জানিয়েছেন তিনি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। পরিবারের এখনও কেউ সংক্রমিত নয়। তবে শরীরে বেশ উপসর্গ রয়েছে সুদীপার। 

'উরি' ছবির তিন বছর পূর্তিতে ভিকি-ইয়ামির পোস্ট-

'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' ছবির তিন বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম (Yami Gautam)। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করে ভিকি কৌশল লিখেছেন, 'চিরদিন কৃতজ্ঞ থাকব'। বিশেষ পোস্ট করেছেন ইয়ামি গৌতমও। অভিনেত্রী  নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে।' প্রসঙ্গত, 'উরি: দ্য় সার্জিক্যাল স্ট্রাইক' ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে পরবর্তীকালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়ামি।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kasba Incident Update: বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও, কসবাকাণ্ডে জালে 'মাস্টারমাইন্ড' ইকবাল
বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও, কসবাকাণ্ডে জালে 'মাস্টারমাইন্ড' ইকবাল
Kasba shootout: মাত্র ১০ হাজার টাকাতেই কাউন্সিলরকে খুন করতে এসেছিল যুবক? ষড়যন্ত্রের নেপথ্যে কে এই ইকবাল?
মাত্র ১০ হাজার টাকাতেই কাউন্সিলরকে খুন করতে এসেছিল যুবক? ষড়যন্ত্রের নেপথ্যে কে এই ইকবাল?
Arjun Singh : অর্জুন সিংহের শরীরে সত্যি প্রাণঘাতী রাসায়নিক স্প্রে? কেন সকাল সকাল হাসপাতালে ?
অর্জুন সিংহের শরীরে সত্যি প্রাণঘাতী রাসায়নিক স্প্রে? কেন সকাল সকাল হাসপাতালে ?
Recruitment News: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৫২৬ পদে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবেন ?
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৫২৬ পদে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবেন ?
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: আক্রান্ত কাউন্সিলর, হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও 'মূল চক্রী' ইকবাল | ABP Ananda LIVEKasba Tmc Councillor: কসবায় ভরসন্ধেয় আক্রান্ত কাউন্সিলর, জালে 'মূল চক্রী' ইকবাল | ABP Ananda LIVETmc Councillor: 'প্রশাসনকে আরও একটু সজাগ হওয়ার দরকার আছে..', কী মন্তব্য সুশান্ত ঘোষের ? | ABP Ananda LIVEAnubrata Mondal: বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই 'ক্যাপ্টেন' | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kasba Incident Update: বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও, কসবাকাণ্ডে জালে 'মাস্টারমাইন্ড' ইকবাল
বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও, কসবাকাণ্ডে জালে 'মাস্টারমাইন্ড' ইকবাল
Kasba shootout: মাত্র ১০ হাজার টাকাতেই কাউন্সিলরকে খুন করতে এসেছিল যুবক? ষড়যন্ত্রের নেপথ্যে কে এই ইকবাল?
মাত্র ১০ হাজার টাকাতেই কাউন্সিলরকে খুন করতে এসেছিল যুবক? ষড়যন্ত্রের নেপথ্যে কে এই ইকবাল?
Arjun Singh : অর্জুন সিংহের শরীরে সত্যি প্রাণঘাতী রাসায়নিক স্প্রে? কেন সকাল সকাল হাসপাতালে ?
অর্জুন সিংহের শরীরে সত্যি প্রাণঘাতী রাসায়নিক স্প্রে? কেন সকাল সকাল হাসপাতালে ?
Recruitment News: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৫২৬ পদে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবেন ?
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৫২৬ পদে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবেন ?
IPL Auction 2025: মাত্র ১৩ বছর বয়সেই সর্বকালের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলের নিলামে, কে সে?
মাত্র ১৩ বছর বয়সেই সর্বকালের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলের নিলামে, কে সে?
Employment Fraud: জালিয়াতির শিকার জনপ্রিয় বলি-নায়িকার বাবা, সরকারি চাকরির ফাঁদে খোয়ালেন ২৫ লক্ষ টাকা
জালিয়াতির শিকার জনপ্রিয় বলি-নায়িকার বাবা, সরকারি চাকরির ফাঁদে খোয়ালেন ২৫ লক্ষ টাকা
Pentagon UFO Report: মাঝ আকাশে বিমানের সঙ্গে UFO-র ধাক্কা লাগার উপক্রম? ৭৫৭ বার চোখে পড়ে ভিনগ্রহী যান? উল্লেখ আমেরিকার রিপোর্টে
মাঝ আকাশে বিমানের সঙ্গে UFO-র ধাক্কা লাগার উপক্রম? ৭৫৭ বার চোখে পড়ে ভিনগ্রহী যান? উল্লেখ আমেরিকার রিপোর্টে
West Bengal Weather : কলকাতার দরজায় শীতের কড়া নাড়া, ২০ নিচে নামল পারদ, আজ কত ?
কলকাতার দরজায় শীতের কড়া নাড়া, ২০ নিচে নামল পারদ, আজ কত ?
Embed widget